1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মামুনুল-ফয়জুলের বক্তব্যে ‘উৎসাহিত হয়ে' ভাস্কর্য ভাঙচুর

৬ ডিসেম্বর ২০২০

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছেন দুই মাদ্রাসাছাত্র, দাবি পুলিশের৷

Bangladesch | Vandalismus von Statue von Bangabandhu Sheikh Mujibur Rahman
ছবি: bdnews24

এর আগে, সিসিটিভি ফুটেজ দেখে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে৷ এদের দুজন মাদ্রাসার শিক্ষক ও দুজন মাদ্রাসার ছাত্র৷ এরা হলেন, কুষ্টিয়া শহরের জগতি পশ্চিমপাড়া এলাকার ইবনি মাসউদ (রা.) মাদ্রাসার শিক্ষক মো. আল আমিন (২৭) ও মো. ইফসুফ আলী (২৬) এবং একই মাদ্রাসার ছাত্র মো. আবু বক্কর ওরফে মিঠুন (১৯), এবং দৌলতপুর উপজেলার মো. সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০)৷ রোববার বিকেল সাড়ে তিনটায় কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের ডিআইজি খন্দকার মুহিদ উদ্দীন এসব তথ্য জানান৷

পুলিশের প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, মাওলানা মামুনুল হক ও সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের বয়ানে উদ্বুদ্ধ হয়ে শুক্রবার রাতে আবু বক্কর ও সবুজ ইসলাম বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করেছেন৷

মাদ্রাসা থেকে হেঁটে দুই ছাত্র পাঁচ রাস্তার মোড়ে যান৷ বাঁশের মই বেয়ে দু'জন ওপরে ওঠেন এবং পিঠে থাকা ব্যাগ থেকে হাতুড়ি বের করেন সবুজ৷ এরপর দু'জন মিলে ভাঙচুর করেন ভাস্কর্য৷ প্রায় ৮ মিনিট ধরে ভাঙচুর করেন তারা৷ এরপর হেঁটে ফেরেন মাদ্রাসায়৷

পরদিন সকালে বিষয়টি তারা মাদ্রাসার শিক্ষক আল আমিন ও ইফসুফকে অবহিত করলে শিক্ষকরা তাদের পালিয়ে যেতে বলেন৷ দুই ছাত্র নিজ নিজ বাড়িতে চলে যান৷ এরপর পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে তাদের৷

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দীন বাদী হয়ে শহরের মডেল থানায় মামলা করেন৷ চার ব্যক্তিকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে৷

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান-কামাল রোববার সচিবালয়ে সাংবাদিকদের চারজনের গ্রেফতারের খবর জানান৷

আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার সরকারি বাসভবন থেকে যোগ দিয়ে বলেন, ‘‘এখনো দলের কর্মীদের নিয়ন্ত্রণে রেখেছি৷ আবারও বাড়াবাড়ি করলে আওয়ামী লীগের কর্মীরা ঘরে বসে থাকবে না৷''

জেডএ/এআই (প্রথম আলো, বিডিনিউজটোয়েন্টিফোর)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ