1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মারতে আসা ভাল্লুককে খালি হাতেই তাড়ালেন তিনি

১০ ফেব্রুয়ারি ২০১৭

ছুটে আসছিল বাদামি ভাল্লুকটি৷ কয়েক সেকেন্ডের মধ্যেই হামলে পড়তো তাঁর উপর৷ কিন্তু এক অভিনব কায়দায় তিনি হটিয়ে দিলেন ভাল্লুকটিকে৷ কামড়ানোর বদলে উল্টো সেটি ছুটে পালালো৷

BdW Global Ideas Bild der Woche KW 46/2015 Grizzlybär
ছবি: Reuters/J. Urquhart

মুরব্বিরা বলেন, ভাল্লুক দেখলে মরার মতো ভান করে শুয়ে থাকতে৷ এতে নাকি ভাল্লুক আর আক্রমণ করে না৷ কিন্তু রাল্ফ পির্সন করলেন উল্টো৷ আক্রমণের লক্ষ্যে ছুটে আসা ভাল্লুককে দেখে উল্টো নিজেই করলেন গর্জন৷ হাত উঁচু করে নিজের শরীরটাকেও স্বাভাবিকের চেয়ে বড় করে উপস্থাপন করলেন ভাল্লুকের সামনে৷

ফলাফল যা হয়েছে তা বেশ আশ্চর্যজনক৷ ভাল্লুক বেচারা রাল্ফের একেবারে কাছাকাছি এসেও আক্রমণ না করে পিছু হটে গেল৷ শুধু তাই নয়, মুহুর্তেই মিলিয়ে গেল তুষারে ঢাকা জঙ্গলে৷ আর পুরো দৃশ্যটি ক্যামেরাবন্দি করলেন রাল্ফের এক বন্ধু দম্পতি৷ সুইডেনে সেটা ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷

ভাল্লুকটা আসলে ভড়কে গিয়েছিল রাল্ফের আচরণে৷ শৌখিন এই সুইডিশ শিকারি অতীতেও কয়েকবার ভাল্লুক দেখেছেন৷ তবে এ রকম পরিস্থিতির মুখোমুখি হননি৷ তবে রাল্ফ জানিয়েছেন, ভাল্লুক তাড়ানোর এই কায়দাটা নাকি শিখেছেন পাখিদের কাছ থেকে৷ এটা নাকি শুয়ে পড়ার চেয়েও বেশি কার্যকর!

প্রসঙ্গত, সুইডেনে বাদামি ভাল্লুকের হামলায় প্রাণহানির ঘটনা দুর্লভ৷ বরং ভাল্লুকরা সচরাচর মানুষকে এড়িয়ে চলে বলেই ধারণা করা হয়৷ রাল্ফের ধারণা, তিনি একটি শিকারি কুকুরকে প্রশিক্ষণ দিতে গিয়ে ভাল্লুকটির বেশি কাছে চলে গিয়েছিলেন৷ ফলে সেটি এমন প্রতিক্রিয়া দেখিয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ