1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পানি সংকটে বিশ্বের এক-চতুর্থাংশ মানুষ

৬ আগস্ট ২০১৯

১৭ দেশে বসবাসকারী বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ মারাত্মক পানির সংকটে ভুগছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে৷

Global Ideas Indien Wasserknappheit in Chennai
ছবি: Getty Images/AFP/A. Sankar

আটলাস সাগরের জলীয় জলের ঝুঁকি পর্যালোচনা করে মঙ্গলবার পানির সংকট, খরা ও বন্যার ঝুঁকি সংক্রান্ত এই প্রতিবেদন প্রকাশ করে৷

ডব্লিউআরআই বলছে, কাতার, ইসরাইল, লেবানন, ইরান, জর্ডান, লিবিয়া, কুয়েত, সৌদি আরব, ইরিত্রিয়া, সংযুক্ত আরব আমিরাত, সান মেরিনো, বাহরাইন, ভারত, পাকিস্তান, তুর্কমেনিস্তান, ওমান এবং বসনিয়ায় মারাত্মক পানি সংকট রয়েছে৷

‘‘এসব দেশে কৃষি, শিল্প এবং পৌরসভাগুলোতে বছরে ভুগর্ভস্থ এবং ভূউপরিভাগের ৮০ শতাংশ পানি ব্যবহার করে৷ শুষ্ক মৌসুমে পানি সরবারহের চাহিদা বেড়ে যায়, জলবায়ু পরিবর্তনের কারণে এটা বেড়েই চলছে৷ এতে করে ভয়ানক পরিণতি হতে পারে৷ কেপ টাউন, সাও পাওলো এবং চেন্নাইয়ে সম্প্রতি এ ধরনের সমস্যা হয়েছে৷''

ডব্লিউআরআই এর সিইও অ্যান্ড্রু স্টিয়ার বলেছেন, ‘‘পানির সমস্যা সব থেকে বড় সমস্যা হলেও কেউ এনিয়ে কথা বলছে না৷ খাদ্য নিরাপত্তাহীনতা, সংঘাত ও অভিবাসন এবং আর্থিক মন্দায়ও এর প্রভাব নজরে রয়েছে।"

এছাড়া বিশ্বের আরো ১৭টি দেশে পানির সংকট রয়েছে বলে প্রতিবদনে বলা হয়েছে৷

পানি নিয়ে সব থেকে বেশি সমস্যা আছে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার ১২টি দেশ৷ এর পরেই ১৩তম অবস্থানে রয়েছে ভারত৷ পানির সমস্যায় থাকা অন্য ১৬টি দেশের থেকে ভারতের জনসংখ্যা তিন গুণ বেশি৷

ভারতের সাবেক জলসচিব শশী শেখর বলেছেন, ‘‘চেন্নাইয়ের সাম্প্রতিক পানির সংকট বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে, তবে ভারতের বিভিন্ন অঞ্চল দীর্ঘস্থায়ী পানি সংকটের মুখোমুখি হচ্ছে আর এই তথ্যটি এ বিষয়ে ঝুঁকি চিহ্নিত করে সেটিকে অগ্রাধিকার দিতে সহায়তা করতে পারে৷''

যেসব দেশে পানির সমস্যা কম রয়েছে সেখানকার ছোট অঞ্চলেও ভয়ানকভাবে এ সমস্যা হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে৷ পানি নিয়ে সংকটে রয়েছে সেই তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ৭১তম৷  সংযুক্ত আরব আমিরাতের মত যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে পানির সমস্যা রয়েছে৷

চেজ ভিন্টার/এসআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ