1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মারাদোনার শত বর্ষের সেরা সেই গোল

আশীষ চক্রবর্ত্তী১০ নভেম্বর ২০১৫

এখনো প্রসঙ্গটি এলেই সবাই নড়েচড়ে বসেন৷ ১৯৮৬ বিশ্বকাপের সেই গোল৷ ডিয়েগো মারাদোনার সেই গোল৷ ইংল্যান্ডের বিপক্ষে মাঝমাঠ থেকে একে একে চার জনকে কাটানোর পর গোলরক্ষককেও কাটিয়ে শতাব্দীসেরা সেই গোল৷

Diego Maradona ehemaliger Fußballspieler Argentinien
ছবি: picture alliance/dpa

২৯ বছর কেটে গেছে৷ এখনো সেই গোল দেখার সুযোগ পেলে সুযোগটা কেউ ছাড়ে না৷ ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এমনই অসাধারণ এক গোল করেছিলেন ডিয়েগো আরমান্ডো মারাদোনা! নিজেদের প্রান্তে বল পেয়ে বিদ্যুৎ গতিতে ছুটতে শুরু করলেন শিল্পী মারাদোনা৷ ফুটবলের সঙ্গে তিনি তো জাদুকর! সেদিনও ঝড়ের মতো ছুটতে ছুটতেই দেখালেন কিছু ড্রিবলিংয়ের ভেলকি৷ একে একে চার ইংলিশ ফুটবলার হলেন হাবাগোবা দর্শক৷ তারপর ডান প্রান্ত থেকে গোলরক্ষককেও ফাঁকি দিয়ে বল পাঠালেন জালে৷

মারাদোনার অবিশ্বাস্য সেই গোলই ছিল ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিদায় বাঁশি৷ ইংলিশরা অবশ্য ‘হ্যান্ড অফ গড', অর্থাৎ হাত দিয়ে করা বিতর্কিত গোলটির কথাই বেশি মনে রাখতে চায়৷ তবে ফুটবল ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়ে লেখা হয়ে গেছে মারাদোনার পায়ের গোলটির কথা৷ শতাব্দী সেরা বিশ্বকাপ গোলের মর্যাদা পেয়েছে এটি

ইউটিউবে অনেক নামে ছড়িয়ে আছে মারাদোনার সেই জাদুকরি গোলের ভিডিও৷ লক্ষ লক্ষ মানুষ এখনো দেখছেন প্রায় সমান আগ্রহ নিয়ে৷ এই ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন ৪৫ লক্ষ ৩৮ হাজার ২৯৪ জন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ