1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল

৩০ ডিসেম্বর ২০১২

বিদায়ী বছরের শেষে এবং নতুন বছরের প্রাক্কালে ফুটবল জগতে চলছে বেশ কিছু হাত বদলের পালা৷ কারো স্বপ্ন ভাঙছে, আর খুলে যাচ্ছে কারো সম্ভাবনার দুয়ার৷ যেমন ইরাক নিয়ে স্বপ্ন ভাঙল দিয়েগো মারাদোনার৷

Argentina's head coach Diego Maradona gestures on the touchline during the FIFA World Cup 2010 Round of 16 match between Argentina and Mexico at the Soccer City stadium outside Johannesburg, South Africa, 27 June 2010. EPA/KERIM OKTEN Please refer to www.epa.eu/downloads/FIFA-WorldCup2010-Terms-and-Conditions.pdf
ছবি: picture-alliance/dpa

আবার জার্মান ফুটবল দল ভের্ডার ব্রেমেনের ক্রীড়া পরিচালক হলেন টমাস আইচিন৷

বেশ কিছুদিন থেকে শোনা যাচ্ছিল ইরাকের জাতীয় দলের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা৷ কিন্তু সেসব জল্পনা-কল্পনার ইতি ঘটল ইরাকি ফুটবল সংস্থার সিদ্ধান্তের ফলে৷ ৪৯ বছর বয়সি হাকিম শাকির চলতি মৌসুমে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ এএফসি কাপের ফাইনালে ইরাককে পৌঁছে দিয়ে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছেন বলা যায়৷ কারণ ব্রাজিলীয় প্রশিক্ষক জিকো পদত্যাগের পর থেকে ইরাকি দলের ভবিষ্যৎ প্রশিক্ষকের খোঁজ করা হচ্ছিল৷ এমন সময়ে এএফসি কাপের সাফল্য শাকিরকে জাতীয় দলের দায়িত্ব এনে দিল৷ এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি'র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে শাকিরের ইরাকি দলের ভারপ্রাপ্ত প্রশিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের খবর৷

ভের্ডার ব্রেমেনের নতুন ক্রীড়া পরিচালক টমাস আইচিনছবি: picture alliance/R. Goldmann

এদিকে, জার্মান ফুটবল লিগে বুন্ডেসলিগার দল ভের্ডার ব্রেমেনের ক্রীড়া পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ৪৬ বছর বয়সি সাবেক ফুটবল তারকা টমাস আইচিনকে৷ গত মাসে ব্রেমেন পরিচালক ক্লাউস আলোফস ভোল্ফসবুর্গ দলে চলে যাওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হলেন আইচিন৷

এছাড়া বুন্ডেসলিগার আরেক দল আউগসবুর্গের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জার্মান জাতীয় দলের সাবেক ডিফেন্ডার শ্টেফান রয়টার৷ চলতি মৌসুমেই এই পদ থেকে ইতিমধ্যে দু'জন বিদায় নেওয়ার পর সেখানে দায়িত্ব নিলেন ৪৬ বছর বয়সি রয়টার৷ আউগসবুর্গের সাথে রয়টারের ২০১৫ সাল পর্যন্ত মেয়াদের জন্য চুক্তি হয়েছে বলে জানা গেছে৷

অন্যদিকে, বুন্ডেসলিগা ক্লাব স্টুটগার্ট ছেড়ে যাচ্ছেন মেক্সিক্যান অধিনায়ক মাসা৷ ২০১১ সালে ডাচ দল আইন্ডহোভেন থেকে স্টুটগার্ট দলে এসেছিলেন ৩১ বছর বয়সি এই ফুটবল তারকা৷ তবে এবার তিনি নিজ দেশের সিএফ অ্যামেরিকা ক্লাবে যোগ দিতে যাচ্ছেন বলে ‘বিল্ড' পত্রিকাকে জানিয়েছেন স্টুটগার্ট কর্মকর্তা ফ্রেডি ববিক৷

এএইচ / আরআই (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ