মেসির দেশে অলিম্পিক?
২ সেপ্টেম্বর ২০১৩ইস্তান্বুল, মাদ্রিদ আর টোকিও-র মধ্যে কোনো একটি শহরের নাম ঘোষিত হবে ২০২০ সালের অলিম্পিক আয়োজক হিসেবে৷
কিন্তু আর্জেন্টিনার এখনো অলিম্পিক আয়োজনের সুযোগ পায়নি৷ যদিও অতীতে চার চারবার আয়োজক হতে প্রতিযোগিতায় নাম লিখিয়েছিল বুয়েনস আইরেস৷ প্রথমবার ১৯৩৬ সালে তারা হারে বার্লিনের কাছে৷ এরপর ১৯৫৬ সালে মেলবোর্ন, ৬৮-তে মেক্সিকো সিটি আর ২০০৪ সালে এথেন্সের কাছে হেরেছিল আর্জেন্টিনার রাজধানী৷
তবে মূল অলিম্পিক না হলেও ২০১৮ সালে যুব অলিম্পিক আয়োজনের সুযোগ পেয়েছে আর্জেন্টিনা৷ তাতেও খুশি দেশটির অলিম্পিক কমিটির বর্তমান প্রধান জেরার্দো ভের্টাইন৷ এছাড়া বুয়েনস আইরিসে আইওসির আসন্ন সভা অনুষ্ঠানকেও একটা গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন তিনি৷ তাঁর আশা শিগগিরই আর্জেন্টিনা মূল অলিম্পিক আয়োজনের সুযোগ পাবে৷
অবকাঠামো
অলিম্পিক আয়োজনের মতো পর্যান্ত অবকাঠামো আর্জেন্টিনার আছে বলে জানিয়েছেন বুয়েনস আইরিসের বর্তমান মেয়র মাওরিসিও মাসরি৷ এ কারণে শহরের বার্ষিক বাজেটের মাত্র এক শতাংশ খরচ করেই যুব অলিম্পিক আয়োজন করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন৷
জেডএইচ/ডিজি (রয়টার্স)