1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেসির দেশে অলিম্পিক?

২ সেপ্টেম্বর ২০১৩

বাঙালির কাছে আর্জেন্টিনা মানেই ফুটবল, মারাদোনা আর মেসি৷ এবার সেদেশে বসতে যাচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, আইওসির সভা৷ সেখানে নির্বাচিত হবেন নতুন প্রেসিডেন্ট, আর জানা যাবে ২০২০ সালের অলিম্পিক আয়োজকের নাম৷

Argentina head coach Diego Maradona, right, and Argentina's Lionel Messi, left walk off the pitch after the World Cup group B soccer match between Argentina and South Korea at Soccer City in Johannesburg, South Africa, Thursday, June 17, 2010. Argentina won 4-1. (ddp images/AP Photo/Marcio Jose Sanchez)
ছবি: AP

ইস্তান্বুল, মাদ্রিদ আর টোকিও-র মধ্যে কোনো একটি শহরের নাম ঘোষিত হবে ২০২০ সালের অলিম্পিক আয়োজক হিসেবে৷

কিন্তু আর্জেন্টিনার এখনো অলিম্পিক আয়োজনের সুযোগ পায়নি৷ যদিও অতীতে চার চারবার আয়োজক হতে প্রতিযোগিতায় নাম লিখিয়েছিল বুয়েনস আইরেস৷ প্রথমবার ১৯৩৬ সালে তারা হারে বার্লিনের কাছে৷ এরপর ১৯৫৬ সালে মেলবোর্ন, ৬৮-তে মেক্সিকো সিটি আর ২০০৪ সালে এথেন্সের কাছে হেরেছিল আর্জেন্টিনার রাজধানী৷

তবে মূল অলিম্পিক না হলেও ২০১৮ সালে যুব অলিম্পিক আয়োজনের সুযোগ পেয়েছে আর্জেন্টিনা৷ তাতেও খুশি দেশটির অলিম্পিক কমিটির বর্তমান প্রধান জেরার্দো ভের্টাইন৷ এছাড়া বুয়েনস আইরিসে আইওসির আসন্ন সভা অনুষ্ঠানকেও একটা গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন তিনি৷ তাঁর আশা শিগগিরই আর্জেন্টিনা মূল অলিম্পিক আয়োজনের সুযোগ পাবে৷

অবকাঠামো

অলিম্পিক আয়োজনের মতো পর্যান্ত অবকাঠামো আর্জেন্টিনার আছে বলে জানিয়েছেন বুয়েনস আইরিসের বর্তমান মেয়র মাওরিসিও মাসরি৷ এ কারণে শহরের বার্ষিক বাজেটের মাত্র এক শতাংশ খরচ করেই যুব অলিম্পিক আয়োজন করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন৷

জেডএইচ/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ