1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

মারিউপলের কারখানায় লাগাতার বোমাবর্ষণ

৪ মে ২০২২

মারিউপলের কারখানায় এখনো আটকে বহু বেসামরিক মানুষ। তার মধ্যেই ক্রমাগত বোমাবর্ষণ করে চলেছে রাশিয়ার সেনা।

ইউক্রেন
ছবি: Alexander Ermochenko/REUTERS

রেডক্রস এবং জাতিসংঘের মধ্যস্থতায় মারিউপলের আজবস্টাল ইস্পাত কারখানা থেকে এখনো পর্যন্ত শখানেক মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো শতাধিক বেসামরিক ব্যক্তি সেখানে আটকে রয়েছে বলে ইউক্রেন জানিয়েছে। তারইমধ্যে মঙ্গলবার রাত থেকে লাগাতার বোমাবর্ষণ শুরু করেছে রাশিয়া। কারখানাটিকে ভেঙে তছনছ করে দেওয়ার চেষ্টা করছে তারা।

বস্তুত, ওই কারখানাই ইউক্রেনের সেনার শেষ দুর্গ। বাকি মারিউপলে কয়েকমাস ধরে দুই পক্ষের লড়াই হয়েছে। ইউক্রেনের সেনা এখন ওই কারখানার ভিতর থেকে লড়াই চালাচ্ছে। মারিউপলে আটকে যাওয়া বেসামরিক ব্যক্তিদেরও ওই কারখানার ভিতর থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

যুদ্ধক্ষেত্র থেকে বিয়ের প্রস্তাব

02:38

This browser does not support the video element.

কারখানা থেকে উদ্ধার হওয়া ব্যক্তিরা ডয়চে ভেলেকে জানিয়েছেন তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা। প্রায় ১১ বর্গ কিলোমিটার বিস্তৃত ওই কারখানাটি। ভিতরে বাঙ্কার আছে, সুড়ঙ্গ আছে। মাটির নীচের বাঙ্কারেই আশ্রয় নিয়েছেন বেসামরিক ব্যক্তিরা। তারা জানিয়েছেন, স্যাঁতস্যাঁতে মেঝেতে বসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়েছে তাদের। একের পর এক বোমাবর্ষণ হয়েছে, আর উপরের মাটি কেঁপে কেঁপে উঠেছে। প্রতিবারই মনে হয়েছে, এবার ভেঙে পড়বে সব। যারা এখনো সেখানে আটকে, তাদের জন্য চিন্তিত উদ্ধার হওয়া ব্যক্তিরা।

জাতিসংঘের প্রধানকে রাশিয়া জানিয়েছিল, জাতিসংঘ এবং রেডক্রস হস্তক্ষেপ করলে তারা ওই কারখানায় আটকে থাকা বেসামরিক মানুষদের উদ্ধারের সুযোগ করে দেবে। কিন্তু তারা সম্পূর্ণ সহযোগিতা করছে না বলেই সকলকে উদ্ধার করা য়ায়নি বলে মনে করা হচ্ছে। তারই মধ্যে মঙ্গলবার থেকে আবার সেখানে বোমাবর্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার বেশ কিছু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে।

লাটভিয়ার প্রতিশ্রুতি

লাটভিয়ার পার্লামেন্টে প্রস্তাব নেওয়া হয়েছে, ইউক্রেনের আশ্রয়প্রার্থীদের যারা আশ্রয় দেবে তাদের মাসে একশ ইউরো করে সাহায্য দেওয়া হবে। তিনমাস পর্যন্ত এই অর্থ দেওয়া হবে। এর ফলে আরো বেশি মানুষ ইউক্রেনের বাসিন্দাদের পাশে দাঁড়াবেন বলে মনে করা হচ্ছে। এই সপ্তাহেই দেশের পার্লামেন্টে প্রস্তাবটি পাশ হয়ে যাওয়ার কথা।

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে প্রায় ২৬ হাজার ইউক্রেনীয় লাটভিয়াতে এসে আশ্রয় নিয়েছেন। লাটভিয়া জানিয়েছে, প্রায় ১০ হাজার ইউক্রেনীয়কে বাড়ির ব্যবস্থা করে দিয়েছে দেশের সরকার।

পেন্টাগনের বক্তব্য

মঙ্গলবার মার্কিন কংগ্রেসে রাশিয়া যুদ্ধ নিয়ে কথা বলেছেন অ্যামেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং যৌথ সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি। তারা জানিয়েছেন, আপাতত শুধুমাত্র পূর্ব ইউক্রেনেই আক্রমণ চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের সেনার হাতে আরো যুদ্ধাস্ত্র এবং সামরিক সরঞ্জাম তুলে দেওয়া প্রয়োজন।

একইসঙ্গে তারা জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন আক্রমণ করার নয় সপ্তাহের মধ্যে রাশিয়ার সেনার বিষয়ে প্রায় সব তথ্য সংগ্রহ করে ফেলেছে অ্যামেরিকা। পূর্ব ইউক্রেনে রাশিয়া কী করতে চায়, তা নিয়েও এদিন আলোচনা করেছেন তারা।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ