1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মারিউপলের স্টিল প্লান্ট থেকে বেরিয়ে আসছেন মানুষ

১ মে ২০২২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে মারিউপলে একটি ইস্পাত কারখানায় অবরুদ্ধ ইউক্রেনীয়দের একটি অংশ বেরিয়ে আসতে পেরেছেন৷ মস্কো বলছে, দুপুর পর্যন্ত প্রায় অর্ধশত বেসামরিক ইউক্রেনীয় আজোভস্টাল ইস্পাত কারখানা থেকে বেরিয়ে এসেছেন৷

Ukraine | Krieg | Evakuierung aus Mariupol
ছবি: Alexander Ermochenko/REUTERS

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে দেয়া বিবৃতিতে বলেছে, ‘‘যুদ্ধবিরতি ও মানবিক করিডোর বাস্তবায়নের অংশ হিসেবে ৩০ এপ্রিল বেসামরিক জনতার দুটি দল আজোভস্টাল ইস্পাত কারখানা সংলগ্ন আবাসিক ভবনগুলো থেকে চলে গেছেন৷''

সেখানে আরো বলা হয়, ‘‘দুপুর নাগাদ ২৫ জন স্থানীয় এলাকা ছেড়েছেন৷ সন্ধ্যা নাগাদ ২১ জনের আরেকটি দল প্রস্থান করেছে এবং তাদের বেজিয়েমেনেতে নেয়া হয়৷'' বেজিয়েমেনে মারিউপোল ও রুশ সীমান্তের মাঝামাঝি একটি গ্রাম৷ তবে প্রথম দলটিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা বলেনি টেলিগ্রামের বিবৃতি৷

এদেরকে থাকার জায়গা, খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহ করা হয়েছে বলে রুশ কর্তৃপক্ষ দাবি করেছে৷

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ি ও বাসের একটি কনভয় প্রায় অন্ধকার পথ পাড়ি দিচ্ছে৷ গাড়িগুলোতে বড় অক্ষরের ‘জেড' লেখা৷ রুশ সেনারা যুদ্ধের সময় এই সংকেত ব্যবহার করেন৷

শনিবার আজোভস্টাল এলাকায় পাহারারত ইউক্রেনীয় সেনারা জানান, শিশুসহ ২০জন ইউক্রেনীয়কে জাপোরিঝঝিয়া শহরে সরিয়ে নেয়া হয়েছে৷ মারিউপলে শুধু এই ইস্পাত কারখানাটিই রুশ সেনাদের দখলে নেই৷ এই কারখানায় দুই হাজার ইউক্রেনীয় সেনা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে৷

এদিকে, রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ওডেসা শহরের কাছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেয়া অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম রাখার গুদাম ধ্বংস করে দিয়েছে তারা৷ এর জন্য তারা তাদের অনিক্স মিসাইল ব্যবহার করেছে৷

অপরদিকে, যুক্তরাজ্যের একটি গবেষণা সংস্থা বলছে, ক্রেমলিন তাদের ভাড়া করা সাইবার যোদ্ধা দিয়ে ইন্টারনেটে ভুল তথ্য ও প্রপাগান্ডা ছড়াচ্ছে৷ রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ থেকে একটি সাইবার ফার্ম কাজটি করছে বলে তারা দাবি করছে৷

এদিকে, মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি কিয়েভ সফর করেছেন৷ যুদ্ধ শুরুর পর প্রথম সারির মার্কিন কোনো নেতা এই প্রথম কিয়েভ এলেন৷ তিনি সেখানে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে সাধারণ ইউক্রেনীয় জনগণ রুখে দাঁড়িয়েছে, তার প্রশংসা করেন৷ তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিরও নেতৃত্বের প্রশংসা করেন৷

জেডএ/এআই (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ