1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মারিউপলে ছড়িয়ে পড়ছে কলেরা: মেয়র

১১ জুন ২০২২

রাশিয়ার আগ্রাসনের পর থেকেই ইউক্রেনের বন্দর নগরী মারিউপল বড় ধরনের সংকটের মুখে রয়েছে৷ সেখানে বাড়তি বিড়ম্বনা হিসেবে যোগ হয়েছে কলেরা৷

জাতিসংঘ জানিয়েছে, শহরের বেশিরভাগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত
জাতিসংঘ জানিয়েছে, শহরের বেশিরভাগ অবকাঠামো ক্ষতিগ্রস্তছবি: Vladimir Gerdo/Tass/dpa/picture alliance

ইউক্রেনের মারিউপলে স্বাস্থ্য পরিষেবা বিপর্যস্ত, এমনটাই জানিয়েছেন সেখানকার মেয়র ভাদিম বয়চেঙ্কো৷ জাতিসংঘ জানিয়েছে, শহরের বেশিরভাগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গিয়েছে এবং বিশুদ্ধ পানির লাইন নর্দমার সঙ্গে মিশে গিয়েছে৷

ইউক্রেনের টেলিভিশেন দেয়া একটি সাক্ষাৎকারে বয়চেঙ্কো বলেন, ‘‘পেটের পীড়া এবং কলেরার প্রাদুর্ভাব রয়েছে৷ আমাদের চিকিৎসকদের ধারণা, যুদ্ধের ফলে ২০ হাজারেরও বেশি বাসিন্দার মৃত্যু হয়েছে৷ এই সংক্রমণের ফলে আরো হাজার হাজার মারিউপলবাসীর মৃত্যু হতে পারে৷''

বয়চেঙ্কো বর্তমানে মারিউপলে নেই৷ তার কথায়, ‘‘এই শহরটি কোয়ারেন্টিনে রয়েছে৷''

ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, মারিউপলে এখনো লাখ খানেক মানুষ রয়েছেন৷ আগে মারিউপলে জনসংখ্যা ছিল চার লাখ ৩০ হাজারের কাছাকাছি৷ যুদ্ধের ফলে এটি পতিতজমিতে পরিণত হয়েছে৷

গত মাসে বয়চেঙ্কো বলেছিলেন, রাশিয়ান বোমাবর্ষণে মারিউপল শহরটি ‘মধ্যযুগীয় ঘেটো'তে পরিণত হয়েছে৷ পানীয় জল এবং পয়ঃনিষ্কাশন না থাকায় কূপের পানি পান করতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা৷ জাতিসংঘ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি৷ মানবিক করিডোর স্থাপন করে বাসিন্দাদের শহর ছেড়ে যেতে সাহায্য করার জন্য আবেদন জানিয়েছেন৷ বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহেরও অভাব রয়েছে এই শহরে৷

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে মা-মেয়ে

01:48

This browser does not support the video element.

গত মাসেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা মারিউপলে কলেরার প্রাদুর্ভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল৷ ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানায়, মারিউপলে স্বাস্থ্য পরিষেবা প্রায় বিপর্যস্ত এবং এই শহরে কলেরার প্রাদুর্ভাব ঘটতে পারে৷ অধিকৃত অঞ্চলের জনগণকে ন্যূনতম পরিষেবা দিতে পারছে না রাশিয়া, এমনটাও জানায় তারা৷ কলেরা সাধারণত দূষিত খাবার বা পানির কারণে হয়৷

পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সঙ্গেও এটির সম্পর্ক রয়েছে৷ মৃতদেহ সংগ্রহ না করার ফলে পরিস্থিতি আরো অস্বাস্থ্যকর হয়ে গিয়েছে, এমনটাও মনে করছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়৷

রাশিয়া অবশ্য বয়চেঙ্কোর মন্তব্য কিংবা ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য নিয়ে কিছু জানাতে রাজি হয়নি৷ তবে মস্কো জানিয়েছে, ইউক্রেনের নিরস্ত্রীকরণে ‘বিশেষ সামরিক অভিযান' অব্যাহত রয়েছে৷

মারিউপলে আরো ২৪ শিশুর মৃত্যু

এদিকে, ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় শনিবার জানিয়েছে, মারিউপলে আরও ২৪ শিশুর মৃত্যু হয়েছে৷ ‘‘রাশিয়ার সামরিক বাহিনীর নির্বিচার গোলাগুলির ফলে তাদের মৃত্যু হয়েছে,'' দাবি কার্যালয়টির৷

যুদ্ধবিধ্বস্ত দেশটির পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরু হওয়ার পর অন্তত ২৮৭ জন শিশুর মৃত্যু হয়েছে৷ তবে এই পরিসংখ্যান পুরোপুরি চূড়ান্ত নয়৷ কেননা, এখনো অনেক অঞ্চল থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি৷ 

ইউরোপের দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, পূর্ব ইউক্রেনের একাধিক শহর থেকে শত শত মরদেহ উদ্ধার হচ্ছে৷ তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক ছিল৷

আরকেসি/এআই (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ