মারিউপলে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ। যার জেরে শ্বাসকষ্ট হচ্ছে, হাঁটতে অসুবিধা হচ্ছে। অ্যামেরিকা এবং যুক্তরাজ্য তদন্ত শুরু করেছে।
বিজ্ঞাপন
ইউক্রেনের সাংসদ ইভান্না ক্লিমপুশ দাবি করেছেন, মারিউপলে এক অজানা রাসায়নিকের সন্ধান মিলেছে। বাতাসের সঙ্গে ওই রাসায়নিক মেশার ফলে মানুষের শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। রীতিমতো শ্বাসকষ্ট হচ্ছে। চলাফেরা করতেও সমস্যা হচ্ছে। রাশিয়া ওই রাসায়নিক ব্যবহার করেছে বলে অভিযোগ উঠছে।
মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের পথে ইউক্রেনীয় শরণার্থীরা
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ইউক্রেনীয় শরণার্থীদের ঢল নেমেছে৷ যুক্তরাষ্ট্রে তাদের আশ্রয় দেয়ার ব্যবস্থা করা হয়েছে৷ মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছাচ্ছেন অসংখ্য ইউক্রেনীয় শরণার্থী৷
ছবি: Quetzalli Nicte-ha/REUTERS
অপেক্ষা
যুদ্ধের কারণে নিজের দেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন অসংখ্য ইউক্রেনীয়৷ এখন তারা শরণার্থী৷ যুক্তরাষ্ট্রগামী বাসের অপেক্ষায় বসে রয়েছেন ইউক্রেনীয় শরণার্থীরা৷
ছবি: Jorge Duenes/REUTERS
উষ্ণ আলিঙ্গন
সান ইসিদ্রো সীমানায় ইউক্রেনীয় শরণার্থীদের সাদরে অভ্যর্থনা জানিয়েছেন স্বেচ্ছাসেবীরা৷ নিজের দেশ ছেড়ে আসার কষ্টকে সামান্য হলেও লাঘব করতে সাহায্য করছেন তারা৷ শরণার্থীদের উষ্ণ আলিঙ্গনের আন্তরিকতায় জানাচ্ছেন, ‘‘পাশে আছি৷’’
ছবি: Jorge Duenes/REUTERS
পাশে একাধিক সংস্থা
মেক্সিকোর অভিবাসী কল্যাণ সংস্থা গ্রপো বেটা-র সদস্যরা বর্তমানে অত্যন্ত ব্যস্ত৷ কতজন ইউক্রেনীয় শরণার্থী মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে এসে পৌঁছেছেন, সেই সব হিসেব রাখতে হচ্ছে তাদের৷ যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে এল চাপারাল বন্দরে শরণার্থীদের সংখ্যা মিলিয়ে দেখে নিচ্ছেন তারা৷
ছবি: Quetzalli Nicte-ha/REUTERS
সারি সারি মানুষ
রাশিয়ার হামলা শুরুর পর থেকে প্রায় ৪০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়েছেন৷ সাধ্যমতো তাদের আশ্রয় দিতে চেষ্টা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে একাধিক দেশ৷ মেক্সিকো পেরিয়ে তাই যুক্তরাষ্ট্রে নিজেদের জীবন নতুন করে শুরু করার চেষ্টায় অসংখ্য ইউক্রেনীয়৷
ছবি: Quetzalli Nicte-ha/REUTERS
দেশছাড়া শিশুরাও
ইউক্রেন থেকে নারী ও শিশুদের একটা বড় অংশ অন্য দেশে পাড়ি দিয়েছেন৷ একটি শিশুকে তার অভিভাবক আদর করছেন–এমন ছবি ক্যামেরাবন্দি করেছেন আলোকচিত্রী৷ শিশু মনস্তত্ত্বে যুদ্ধের প্রভাব কতটা পড়েছে, তা হয়তো ভবিষ্যতই বলতে পারবে৷ আপাতত মায়ের স্নেহছায়াই শিশুদের কাছে অন্যতম উপশম হিসেবে কাজ করছে৷
ছবি: Quetzalli Nicte-ha/REUTERS
একটু বিশ্রাম
ইউক্রেনীয় শরণার্থীদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করেছে স্থানীয় কর্তৃপক্ষ৷ মেক্সিকোর তিজুয়ানাতে হাজারো শরণার্থীরা ভিড় করছেন৷ ছাউনি দিয়ে ঢেকে আপাতত সারিবদ্ধ বিছানার ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য৷ যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারাও ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয় দিতে প্রস্তুত৷
ছবি: Jorge Duenes/REUTERS
মোবাইল সচল
যোগাযোগের একমাত্র মাধ্যম মুঠোফোন৷ দীর্ঘপথ পেরিয়ে অন্য একটা মহাদেশে পৌঁছে তা সচল রাখা বেশ কঠিন৷ মোবাইল সচল রাখতে তাই সারি সারি চার্জারও রয়েছে৷
ছবি: Jorge Duenes/REUTERS
পাশে প্রিয়জন
নারী এবং শিশুরাই মূলত ইউক্রেন ছেড়ে আশ্রয়ের জন্য অন্য দেশে পাড়ি দিয়েছেন৷ খুব কম পুরুষই দেশ ছেড়ে প্রিয়জনের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসতে পেরেছেন৷ তেমন একটি ছবি ধরা পড়েছে সংবাদসংস্থার ক্যামেরায়৷
ছবি: Quetzalli Nicte-ha/REUTERS
পোষ্য আগলে
যুদ্ধ পরিস্থিতিতে দেশ ছাড়তে বাধ্য হলেও পরিবারের সদস্য পোষা প্রাণীটিকে আগলে রেখেছেন অনেকেই৷ ইউক্রেনীয় শরণার্থী দুই শিশু তাদের পোষা কুকুরটিকে সঙ্গে নিয়ে আশ্রয়ের অপেক্ষা করছে৷ আপাতত তাদের গন্তব্য মেক্সিকোর তিজুয়ানা৷
ছবি: Quetzalli Nicte-ha/REUTERS
খেলছে শিশুরা
নিজের দেশ, প্রিয় ঘর সব ছেড়ে আসতে হয়েছে খুদে শিশুদের৷ শরণার্থী শিশুদের স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করে খেলাধুলা৷ সাবানের ফেনা নিয়ে ‘বাবল গেম’-এ মেতেছে দুই শিশু৷
ছবি: Quetzalli Nicte-ha/REUTERS
সংগীত সেরা অস্ত্র
যে কোনো পরিস্থিতিতে মন ভালো রাখার কার্যকর দাওয়াই সংগীত৷ যুদ্ধের সময় দেশ ছেড়ে আসা ইউক্রেনীয় শরণার্থীদের জন্য, বিশেষ করে শিশুদের জন্য মেক্সিকোর তিজুয়ানায় স্থানীয় কর্তৃপক্ষ বেনিতো খুয়ারেজ স্পোর্টস কমপ্লেক্সে গানবাজনার ব্যবস্থা করেছে৷ সেখানে পারফর্ম করেছে মারিয়াচি ব্যান্ড৷ যন্ত্রের তালে এক শরণার্থী শিশু মাথা দোলাচ্ছে দিব্যি৷
ছবি: Quetzalli Nicte-ha/REUTERS
11 ছবি1 | 11
ইউক্রেনের এই দাবির পরে পেন্টাগন জানিয়েছে, তাদের কাছে এবিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে আগেই তারা রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে বলে সতর্ক করেছিল। মারিউপলে রাসায়নিক অস্ত্রের ব্যবহার হয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে অ্যআমেরিকা। যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিবও জানিয়েছেন, অন্যদের সঙ্গে তারাও এবিষয়ে তদন্ত শুরু করেছে। তার বক্তব্য, রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়ে থাকলে তার সমস্ত দায় ভ্লাদিমির পুটিন এবং তার প্রশাসনকে নিতে হবে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সোমবার সন্ধ্যায় দাবি করেছেন, রাশিয়া সম্ভবত রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে। তবে নিশ্চিত করে তিনি কিছু বলেননি।
বোরোদিয়াঙ্কায় সাতটি দেহ উদ্ধার
এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বোরোদিয়াঙ্কায় সাতটি দেহ উদ্ধার হয়েছে। উদ্ধারকারীরা গোটা অঞ্চলে তল্লাশি চালাচ্ছে। কারণ এখনো বহু মানুষ নিখোঁজ। বোমার আঘাতে একটি বাড়ি ভেঙে পড়েছিল। তারই ধ্বংসাবশেষ থেকে সাতটি দেহ উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে। কিয়েভের শহরতলির বহু জায়গা থেকেই দেহ উদ্ধার হচ্ছে বলে প্রশাসন দাবি করেছে।
বুচার চেয়ে বোরোদিয়াংকা শহরে পরিস্থিতি আরো মারাত্মক: জেলেনস্কি
বুচা শহর ছেড়ে রুশ বাহিনী সরে যাওয়ার পর সেখানে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের চিত্র উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে৷ এবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করলেন বুচার পাশের শহর বোরোদিয়াংকায় পরিস্থিতি আরো ভয়াবহ৷
ছবি: Jamie Wiseman/dmg media Licensing/picture alliance
কোথায় এই বোরোদিয়াংকা?
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত বোরোদিয়াংকা৷ বুচা থেকে এর দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার৷ ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর কয়েকদিনের মধ্যেই শহরটি দখল করে রুশ বাহিনী৷ গত সপ্তাহে সেখান থেকে সরে যায় তারা৷
ছবি: Gleb Garanich/REUTERS
ধ্বংসস্তূপ
রুশ সৈন্যরা চলে যাওয়ার পর পালিয়ে যাওয়া বাসিন্দারা ধীরে ধীরে শহরটিতে ফিরতে শুরু করেছেন৷ বিমান হামলা ও মর্টার শেলের আঘাতে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে৷ প্রায় কোনো ভবনই এখন আর আস্ত নেই৷
ছবি: Gleb Garanich/REUTERS
নিখোঁজদের সন্ধান
বোরোদিয়াংকার বাসিন্দারা ধ্বংসপ্রাপ্ত একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ধ্বংসাবশেষে মরদেহ ও জিনিসপত্রের সন্ধান করছেন৷ শহর কর্তৃপক্ষের অভিযোগ, বুচা শহরে বেসামরিক নাগরিকদের রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে৷ অন্যদিকে বোরোদিয়াংকায় বেসামরিক নাগরিকদের বাসাবাড়ি বোমা মেরে উড়িয়ে দেয়া হয়েছে৷
ছবি: Vadim Ghirda/AP Photo/picture alliance
তখনও বাসিন্দারা ছিলেন
বার্তাসংস্থা রয়টার্সকে বোরোদিয়াংকা শহরের বাসিন্দা ভাদিম জেগ্রেবেলনি জানিয়েছেন, তার মা, ভাই এবং অন্য স্বজনেরা একটি ভবনের বেসমেন্টে আশ্রয় নেয়ায় বেঁচে গেছেন৷ কিন্তু ভবনটির ওপরের তলাগুলোতেও বোমাবর্ষণের সময় মানুষ ছিলেন৷ এবং তারা আর বের হতে পারেননি৷
ছবি: Aleksey Filippov /AFP
জেলেনস্কির বক্তব্য
টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে জেলেনস্কি বুচার চেয়ে বোরোদিয়াংকার পরিস্থিতি আরো খারাপ বলে দাবি করেছেন৷ তিনি বলেন, ‘‘এখানে পরিস্থিতি আরো খারাপ৷ রুশ দখলদাররা আরো বেশি মানুষকে হতাহত করেছে এখানে৷’’ তবে হতাহতের কোনো সংখ্যা বা সুনির্দিষ্ট প্রমাণ তিনি দাখিল করেননি৷
ছবি: Gleb Garanich/REUTERS
ট্রাইব্যুনালে বিচারের দাবি
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনে রাশিয়ান সেনাদের ভয়ংকর নৃশংসতার জন্য অভিযুক্ত করেছেন৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারে স্থাপন করা নুরেমবার্গে ট্রাইব্যুনালের মতো একটি ট্রাইব্যুনাল গঠনের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন তিনি৷
ছবি: Jamie Wiseman/dmg media Licensing/picture alliance
6 ছবি1 | 6
দুই-তৃতীয়াংশ শিশু ঘরছাড়া
জাতিসংঘে শিশু সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে ইউনিসেফ। তারা জানিয়েছে, দেশের প্রায় দুই-তৃতীয়াংশ শিশু ঘরছাড়া। ইউক্রেনে সব মিলিয়ে সাত দশমিক পাঁচ মিলিয়ন শিশু আছে। এর মধ্যে প্রায় পাঁচ শতাংশ শিশু দেশের বাইরে বিভিন্ন আশ্রয়শিবিরে বাস করছে। যুদ্ধের ফলে তারা ঘরছাড়া। স্কুল, পড়াশোনা সব বন্ধ তাদের। ইউনিসেফের বক্তব্য, এর মধ্যে বহু শিশু তাদের পরিবার হারিয়েছে। কারও পরিবার আদৌ বেঁচে আছে কি না, তারা জানে না। এক অদ্ভুত আঁধারে বাস করছে ওই শিশুরা।
জাপানের পদক্ষেপ
সাম্প্রতিক পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে রাশিয়ার বিরুদ্ধে আরো কড়া অবস্থান নিয়েছে জাপান। ভ্লাদিমির পুটিন-সহ তার গোটা পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাপান জানিয়েছে, অদূর ভবিষ্যতে রাশিয়ার থেকে কয়লা নেয়া অনেক কমিয়ে দেবে জাপান। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে জাপান।
অস্ট্রিয়ার চ্যান্সেলরের বক্তব্য
সোমবার অস্ট্রিয়ার চ্যান্সেলর রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রায় একঘণ্টা বৈঠক করেছেন। অস্ট্রিয়ার তরফে জানানো হয়েছে, সেখানে রাশিয়াকে খোলাখুলি নিজের মতামত জানিয়েছেন চ্যান্সেলর।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনকে আরো অস্ত্র সাহায্য দেওয়া উচিত।