1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইউক্রেন

মারিউপলে ২০০ দেহ উদ্ধার

২৫ মে ২০২২

মারিউপলের একটি বেসমেন্ট থেকে কমপক্ষে ২০০টি দেহ উদ্ধার হয়েছে। আরো অস্ত্রের আর্জি জেলেনস্কির।

ইউক্রেন
ছবি: Alexander Ermochenko/REUTERS

কিছুদিন আগে রাশিয়া দাবি করেছিল, মারিউপল এখন তাদের দখলে। মঙ্গলবার সেখানে একটি বাড়ির বেসমেন্ট থেকে অন্তত ২০০টি দেহ উদ্ধার হয়েছে বলে মেয়রের অফিস থেকে জানানো হয়েছে। মেয়রের পরামর্শদাতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাড়িটি থেকে পচা গন্ধ বার হচ্ছিল। বেসমেন্টে পৌঁছে দেখা যায়, শয়ে শয়ে দেহ সেখানে পচতে শুরু করেছে। দেহগুলি উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ওই দেহগুলির অধিকাংশই বেসামরিক ব্যক্তিদের। 

এর আগে বুচায় গণকবরপাওয়া গেছিল। মারিউপলের ঘটনাও নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। উল্লেখ্য, মারিউপলের একটি স্টিল কারখানা থেকে শেষ লড়াই চালাচ্ছিল ইউক্রেনের সেনারা। গত সপ্তাহে আহত সেই সেনাদের উদ্ধার করে রাশিয়ার দখলে থাকা এলাকায় পাঠানো হয়েছে। ওই সেনাদের রাশিয়া বন্দি করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

দনবাসের পরিস্থিতি
মঙ্গলবার রাতে দৈনিক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দনবাস অঞ্চলের পরিস্থিতি ভয়াবহ। রাশিয়া সমস্ত শক্তি দিয়ে লাইমান, পপাসনা, সেভারোদনেৎস্ক অঞ্চলে লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে। জেলেনস্কির অভিযোগ, রাশিয়া ওই অঞ্চলের সবকিছু সম্পূর্ণ ধ্বংস করে দিতে চাইছে। বিদেশি শক্তির কাছে ভারি অস্ত্র চেয়েছেন জেলেনস্কি। জানিয়েছেন, ভারি অস্ত্রের সাহায্যেই ওই অঞ্চলে রাশিয়ার সঙ্গে লড়াই করতে হবে। এমএলআর, ট্যাঙ্ক এবং জাহাজ ধ্বংসকারী অস্ত্র চেয়েছেন জেলেনস্কি। 

এদিন জেলেনস্কি বলেছেন, ''২০১৪ সালে ক্রাইমিয়া আক্রমণ এবং দখল করে রাশিয়া প্রথম ভুল করেছিল। এবার খেরসন, মেলিটোপল তারা দখল করেছে। ক্রাইমিয়া-সহ এই সমস্ত অঞ্চল এবার তাদের ফেরত দিতে হবে। ওই সমস্ত অঞ্চলে রাশিয়া নিজেদের প্রভু বলে মনে করে, এবার তার অবসান হবে।''

ফরাসি সিজারের প্রশংসা
ফ্রান্স ইউক্রেনের সেনার হাতে ফরাসি হাউইৎসার সিজার তুলে দিয়েছে। প্রপেলার লাগানো এই অস্ত্র ২০ কিলোমিটার দূরে শত্রুর কাঠামো ধ্বংস করতে পারে। ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান জানিয়েছেন, ফ্রান্সের দেওয়া ওই অস্ত্র যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেছে। ওই অস্ত্রের সাহায্যে রাশিয়াকে বেশ কিছু জায়গায় বেগ দেওয়া গেছে বলে তিনি জানিয়েছেন। 

সেনাপ্রধানের বক্তব্য, ফরাসি হাউইৎসারের সবচেয়ে ভালো দিক হলো, তাতে চাকা লাগানো আছে। ফলে খুব সহজে তা এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায়। বস্তুত, ইউক্রেনের সেনা জায়গা বদলে বদলে ওই অস্ত্র ব্যবহার করায় লাভ বেশি হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এর জন্য ফ্রান্সকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

দনেৎস্কে আরো একটি শহর রাশিয়ার দখলে
দনেৎস্কে আরো একটি শহর মঙ্গলবার দখল করে নিয়েছে রাশিয়ার সেনা। সবমিলিয়ে ওই অঞ্চলের তিনটি জায়গা রাশিয়া দখলে নিয়েছে। স্থানীয় ইউক্রেনীয় সেনাই খবরটি প্রচার করেছে। যে শহরটি রাশিয়া সর্বশেষ দখল করেছে, তার খুব কাছেই ইউক্রেনের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র। পূর্ব ইউক্রেনের এই অঞ্চলেই রাশিয়া সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। 

রাশিয়ার সেনায় পরিবর্তন
রাশিয়ার প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, আপাতত সেনা বাহিনীতে বয়সের ঊর্ধ্বসীমা থাকবে না। বুধবারই দেশের পার্লামেন্টে বিলটি বিতর্কের জন্য তোলা হতে পারে। রাশিয়ার সেনায় যোগ দেওয়ার বয়সসীমা ১৮ থেকে ৪০। তবে রাশিয়ার নাগরিক না হলে ঊর্ধ্বসীমা ৩০ বছর। নতুন বিলে বলা হয়েছে, এমন অনেক কাজ থাকে যেখানে অভিজ্ঞতা জরুরি। মধ্য তিরিশের পর থেকে যে অভিজ্ঞতা সঞ্চিত হয়। সে জন্যই সেনাবাহিনীতে বয়সে ঊর্ধ্বসীমা তুলে দেওয়া প্রয়োজন। 

বিশেষজ্ঞদের বক্তব্য, চলতি যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীর বিপুল ক্ষতি হয়েছে। বহু জওয়ানের মৃত্যু হয়েছে। সে জন্যই এমন আপৎকালীন বিল নিয়ে আসা হচ্ছে। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ