1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কাউয়ামাচুকো নিয়ে কৌতূহলের শেষ নেই

২৪ নভেম্বর ২০১১

মাচুপিচুর পর এবার মার্কাউয়ামাচুকো৷ পেরুর উত্তরে আন্দিজ পর্বতমালায় ষোলশো বছরের এই প্রাচীন কমপ্লেক্স ধীরে ধীরে অপরিচয়ের অন্ধকার থেকে বেরিয়ে আসছে৷ প্রায় ৫৯০ হেক্টর জায়গা জুড়ে এই কমপ্লেক্স৷

ফাইল ফটোছবি: picture-alliance/ dpa

মার্কাউয়ামাচুকো কমপ্লেক্সটি সমুদ্রপৃষ্ঠ থেকে বারো হাজার ফুট উঁচুতে৷ পাহাড়ের চূড়ায় তার অবস্থান৷ ইনকা সভ্যতার আগে এই কমপ্লেক্স তৈরি করা হয়েছে এমন ধারণা করছেন প্রত্নতত্ত্ববিদরা৷ পেরুর প্রত্নতত্ত্বের ভাণ্ডারে মার্কাউয়ামাচুকো হল নতুন এক সংযোগ৷ মাচুপিচু থেকে মার্কাউয়ামাচুকো প্রায় ছয়শো মাইল দূরে অবস্থিত৷

মার্কাউয়ামাচুকো নিয়ে কৌতূহল এখন অনেকের মনে৷ কারা বসবাস করতো এখানে? কবে তৈরি করা হয়েছিল পাথর দিয়ে তৈরি এই কমপ্লেক্স? এর কোন সদুত্তর এখনও জানেননা প্রত্নতত্ত্ববিদরা৷ ধারণা করা হচ্ছে অজানা অনেক তথ্য হয়তো এবার বেরিয়ে আসবে৷

পুরো কমপ্লেক্সটি পাথরের তৈরি৷ চারপাশের দেয়াল প্রায় দশ থেকে ১৫ মিটার পর্যন্ত উঁচু৷ রয়েছে চারকোনা এবং গ্যালারির মত চত্বর৷ এর সঙ্গে রয়েছে উপাসনার জন্য বিশেষ একটি স্থান৷

পেরুর সরকারের সঙ্গে কাজ করছেন প্রত্নতত্ববিদ ক্রিস্টিয়ান ভিসকন্ডে৷ তিনি জানান,‘‘পুরো জায়গাটি দেখে যে কারো একটি দুর্গ মনে হতে পারে৷ মনে হতে পারে কোন ধরণের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্যই পাথরের একটি কমপ্লেক্স তৈরি করা হয়েছে৷''

বিংশ শতাব্দীর শুরু থেকেই প্রত্নতত্ববিদরা মার্কাউয়ামাচুকো নিয়ে গবেষণা করছেন৷ তারা জানান, এখানে যারা বসবাস করতো তারা বাজ পাখির মাথার মত মুকুট পডরতো, বিশেষ করে পুরুষরা৷ তা থেকেই কেচুয়া ভাষায় নাম মার্কাউয়ামাচুকো৷ প্রত্নতাত্ত্বিকরা মনে করেন, মার্কাউয়ামাচুকোর অনেকটাই এখনো মাটির নীচে রয়েছে৷ অনেক কিছুই এখনো উদ্ধার করা হয়নি৷

পেরুর সরকার বিপন্ন সাংস্কৃতিক ঐতিহ্যসমৃদ্ধ স্থান রক্ষায় নিয়োজিত সংস্থা গ্লোবাল হেরিটেজ ফান্ডের সহযোগিতায় সংরক্ষণের এক বড় উদ্যোগ গ্রহণ করেছে৷ তারই আওতায় গত বছরের অক্টোবর মাসে মার্কাউয়ামাচুকো কমপ্লেক্স পরিষ্কার করা হয়৷ ফলে তার গৌরবময় চেহারা এখন দেখা সম্ভব হচ্ছে৷ প্রত্নতত্ববিদ ভিসকন্ডে আরো বলেন, ‘‘মার্কাউয়ামাচুকোতে যারা বসবাস করতো তাদের ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে আমরা এখনো কিছু জানি না৷ শুধু জানি যে সাড়ে তিনশো থেকে চারশো খ্রিষ্টাব্দের মধ্যে এই কমপ্লেক্স তৈরি করা হয়েছে৷ এখানে যারা বসবাস করতো তারা কোত্থেকে এসেছে বা তারা কোথায় চলে গেছে তাও আমাদের কাছে অজানা৷ হতে পারে কোন এক ধরণের মাহামরিতে আক্রান্ত হয়ে পুরো সম্প্রদায়ই নির্মূল হয়ে গেছে৷''

তবে খুব অল্প সংখ্যক মানুষের হাড় পাওয়া গেছে মার্কাউয়ামাচুকোতে৷ সেগুলো নিয়ে গবেষণা করা হবে৷ ধারণা করা হচ্ছে, আশে পাশেই রয়েছে কোন একটি সমাধিস্থান৷ যদি তা পাওয়া যায় তাহলে হয়তো মার্কাউয়ামাচুকো সম্পর্কে পাওয়া যাবে আরো চমকপ্রদ তথ্য৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ