1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন ও জার্মান সেনারা এক্ষুনি আফগানিস্তান ছাড়ছে না

১৬ অক্টোবর ২০১৫

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও জার্মানির বাকি সৈন্য এখনি প্রত্যাহার করা হবে না৷ বারাক ওবামা জানিয়েছেন, ২০১৬ সালের পরও আফগানিস্তানে থাকবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী৷ জার্মান সরকারও একই সিদ্ধান্ত নিয়েছে৷

Griechenland - Registrierungsstelle für Flüchtlinge auf Lesbos
ছবি: Getty Images/S. Platt

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, আফগানিস্তানে এখন যুক্তরাষ্ট্রের যে ৯ হাজার ৮০০ সৈন্য আছে তাঁদের ২০১৬ সালেও ফিরিয়ে নেয়া হবে না৷ এ সিদ্ধান্তকে ‘এ মুহূর্তে ঠিক কাজ' বলেও উল্লেখ করেছেন তিনি৷

এমন সিদ্ধান্ত গ্রহণের পক্ষে যুক্তি দেখাতে গিয়ে ওবামা বলেছেন, ‘কমান্ডার ইন চিফ হিসেবে আমি কখনোই যুক্তরাষ্ট্র আবার আক্রমণ করার জন্য আফগানিস্তানকে জঙ্গিদের অভয়ারণ্য হতে দেবো না৷''

দু'সপ্তাহ আগে আফগানিস্তানের কুন্দুস শহর দখল করে নেয় তালেবান৷ ২০০১ সালের পর এটাই তালেবানের সবচেয় বড় সামরিক সাফল্য৷ তাদের এমন সাফল্যের কারণে যুক্তরাষ্ট্র মনে করছে, এখনো শুধু নিজেদের সেনাবাহিনী দিয়ে তালেবানকে মোকাবেলা করার সক্ষমতা অর্জন করতে পারেনি আফগানিস্তান৷

সে কারণেই যুক্তরাষ্ট্রের সেনাসদস্যদের আফগানিস্তানে অবস্থানের মেয়াদ দীর্ঘ করার সিদ্ধান্ত নিয়েছেন ওবামা৷ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ ওবামার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে টুইটও করেছেন তিনি৷

জার্মানিও আফগানিস্তান থেকে এখনই সৈন্য প্রত্যাহার করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে৷ জার্মান সৈন্যরাও আরো কিছু দিন আফগানিস্তানে আফগান পুলিশ ও সেনা সদস্যদের সেনাপ্রশিক্ষণ দেয়ার কাজ করবে৷ কবে নাগাদ সৈন্যদের ফিরিয়ে নেয়া হতে পারে সে সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কিছু জানায়নি জার্মান সরকার৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ