বুধবার সন্ধ্যায় প্যারাসুট আতঙ্ক মার্কিন ক্যাপিটলে৷ ক্যাপিটল পুলিশ এলাকা ফাঁকা করার নির্দেশ দেন । ‘সম্ভাব্য হুমকির আশঙ্কা' করে তারা এ পদক্ষেপ করেছিলেন বলে জানা গিয়েছে৷
বিজ্ঞাপন
পরে যদিও প্রকৃত ঘটনা সামনে আসে ৷ সংযোগ সমস্যার ফলে এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা৷
ওয়াশিংটন ন্যাশনাল বেসবল স্টেডিয়ামে একটি পারফরম্যান্স চলছিল বুধবার৷ সেই সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গোল্ডেন নাইটস প্যারাসুট ডেমনস্ট্রেশন দলের বিমানের গতিবিধি নিয়ে আতঙ্ক তৈরি হয়৷
ক্যাপিটল পুলিশ, কংগ্রেস কর্মীদের এই ‘সম্ভাব্য হুমকি' সম্পর্কে সতর্ক করেছিল ৷ আতঙ্কের ফলে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাপিটল এবং আইনসভা ভবনটি ফাঁকা করে দেয়া হয়।
পরে জানা যায়, এটি সামরিক বিমান৷ ওই বিমানে গোল্ডেন নাইটস প্যারাসুট ডেমনস্ট্রেশন টিমের সদস্যরা ছিলেন৷ ওই বিমান থেকে তারা প্যারাসুট নিয়ে বেসবল স্টেডিয়ামে সরাসরি অবতরণ করেন৷
মেরিল্যান্ডের একটি ঘাঁটি থেকে এক ইঞ্জিনের এই বিমানটি রওনা দিয়েছিল ৷ এরপর ওয়াশিংটনের আকাশে এটিকে ঘুরতে দেখা যায়।
সামরিক বাহিনী, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ক্যাপিটল পুলিশের মধ্যে সংযোগস্থাপনের বড়সড় ব্যর্থতার ফলে আতঙ্ক তৈরি হয়েছিল৷
বাস্তেই থেকে ক্যাপিটল: সরকারি ভবনে হামলার কিছু ঐতিহাসিক ঘটনা
৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসে হামলার ঘটনায় হতবাক বিশ্ব৷ কিন্তু এটাই প্রথম নয়৷ ইতিহাসে এমন আরও কয়েকটি ঘটনার কথা জানুন ছবিঘরে৷
ছবি: akg-images/picture alliance
১৭৮৯: ফরাসি বিপ্লব
১৭৮৯ সালের ১৪ জুলাই প্যারিসের বাস্তেই দুর্গ পতনের মধ্য দিয়ে ফরাসি বিপ্লব সংঘটিত হয়৷ এই দুর্গে স্বাধীনতাকামী রাজনীতিবিদদের বন্দি করে নির্যাতন করা হত৷ বিক্ষুব্ধ মানুষ ফ্রান্সের রাজতন্ত্রের বিরোধিতা করতে দুর্গে চড়াও হয়৷ নিহত হয় দুই শতাধিক৷ ফ্রান্সে বর্তমানে সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয় ১৪ জুলাই৷
ছবি: akg-images/picture alliance
১৯১৭: অক্টোবর বিপ্লব
রাশিয়ায় অক্টোবর বিপ্লব শুরু হয় যখন বলশেভিকরা উইন্টার প্যালেসে হামলা চালায়৷ প্রাদেশিক সরকারের অফিস ছিলো এটি৷ ১৯১৭ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার জারের পতন ঘটে৷ ‘রেড অক্টোবরে’ বলশেভিকরা রাজধানী সেন্ট পিটার্সব্যর্গ থেকে সরকার উৎখাতে সফল হয়৷
ছবি: picture-alliance/akg
১৯৫৮: ইরাকে সামরিক অভ্যুত্থান
সে বছরের জুলাইয়ে বাগদাদে বাদশাহ ফয়সালের প্রাসাদে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা৷ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় রাজতন্ত্রের৷ বাদশাহ ফয়সাল এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের হত্যা করা হয়৷
ছবি: picture-alliance/akg-images
১৯৭৩: চিলির সামরিক অভ্যুত্থান
গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রেসিডেন্ট সালভাতরে আলেন্দে তিন বছর ক্ষমতায় থাকার পর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী৷ ১৯৭৩ সালের ১১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ভবন দখল করে নেয় সামরিকবাহিনীর সদস্যরা৷ আলেন্দে আত্মহত্যা করেন এবং চিলিতে আগুস্তো পিনোশের নৃশংস সামরিক স্বৈরাচারী শাসন শুরু হয়৷
ছবি: OFF/AFP/Getty Images
১৯৮১: স্পেনে অভ্যুত্থানের চেষ্টা
ঐ বছরের ২৩ ফেব্রুয়ারি লেফটেনেন্ট গভর্নর আন্তোনিও তেজেরো মলিনা ২০০ পুলিশ ও সেনা নিয়ে স্পেনের পার্লামেন্ট ভবনে ঢুকে পার্লামেন্ট সদস্যদের ১৮ ঘণ্টা জিম্মি করে রাখে৷ রাজা খুয়ান কার্লোসের মধ্যস্থতায় ফ্রাঙ্কো শাসনামলের শেষে গণতন্ত্রের পথে উত্তরণ হয় দেশটির৷ অভ্যুত্থান ব্যর্থ হয় এবং মলিনাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়৷
ছবি: picture-alliance/ dpa
১৯৩৩: জার্মান পার্লামেন্ট
সে বছরের ফেব্রুয়ারিতে এই ঘটনা ঘটে৷ চ্যান্সেলর হিসেবে হিটলারের শপথ নেয়ার চার সপ্তাহ পর এক বিদ্রোহী জার্মান পার্লামেন্ট ভবনের নীচতলায় আগুন দেয়৷ গত বছরের আগস্টে করোনা সংক্রমণ প্রতিরোধে কড়াকড়ি উঠিয়ে নেয়ার দাবিতে ভবনে চড়াও হওয়ার চেষ্টা করেছিল বিক্ষোভকারীরা৷ এদের বেশিরভাগই ছিলো কট্টর ডানপন্থি দলের সমর্থক৷
ছবি: Reuters/C. Mang
২০২১: ক্যাপিটল ভবন
২০২০ সালের নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ ৬ জানুয়ারি কয়েক হাজার ট্রাম্প সমর্থক কংগ্রেস ভবনের সামনে জড়ো হয়৷ এক পর্যায়ে ভবনে হামলা চালায় সহিংস বিক্ষোভকারীরা৷ নিহত হয় চারজন৷
ছবি: Shannon Stapleton/REUTERS
7 ছবি1 | 7
৬ জানুয়ারি ট্রাম্পের বক্তৃতা শোনার পরে তাঁর সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছিল। ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়। ক্যাপিটলের ভিতরে ঢুকে তছনছ করে দেওয়া হয় সবকিছু। অ্যামেরিকার ইতিহাসে প্রথম এমন হামলার ঘটনা ঘটে। এরপরই নিরাপত্তা আরও বেশি জোরদার করা হয়৷
হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বুধবার গভীর রাতে একটি বিবৃতিতে এফএএকে দোষারোপ করে বলেছেন, ‘‘পূর্বপরিকল্পিত এই উড়ানের বিষয়ে ক্যাপিটল পুলিশের না জানা আসলে ব্যর্থতা, এ ঘটনায় সেটি স্পষ্ট৷ এটি ক্ষমার অযোগ্য ৷ এফএএ-সংস্থার কোন ব্যক্তি এই আতঙ্ক ও ভীতির তৈরির জন্য দায়ী তা খতিয়ে দেখবে কংগ্রেস৷"
সে দেশের সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে আইন প্রণয়নকারী কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সংযোগ ছাড়া কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷
ইউএস আর্মি রিক্রুটিং কমান্ডের একজন মুখপাত্র কেলি লেগাস্পি বলেছেন, ‘‘উড়ান এবং প্যারাসুট প্রদর্শন, এই দুয়ের পারস্পরিক সমন্বয়ের জন্য সমস্ত পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করা হয়েছে তা নিশ্চিত করতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে৷''
প্রকৃত ঘটনা জানার পর ক্যাপিটলের সমস্ত ভবনগুলি রাত ৮টার মধ্যেই আবার খুলে দেয়া হয়।
ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে ক্যাপিটলে যত ক্ষয়ক্ষতি
বুধবার অনেকটা সময় ট্রাম্প সমর্থকদের দখলে ছিল মার্কিন ক্যাপিটল৷ বিস্তর ক্ষতি করেছেন তারা৷ জানুন ছবিঘরে...
ছবি: Alex Wong/Getty Images
যা হয়েছিল
বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংসদভবন ক্যাপিটলে ঢুকে পড়লেন উত্তেজিত ডনাল্ড ট্রাম্প সমর্থকরা৷ পুলিশের বাধা না মেনে দখল নেন ক্যাপিটল ভবনের একতলার৷ বিক্ষোভকারীদের থামাতে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করে৷ পরে, বাধ্য হয়ে গুলি চালায়৷ সব মিলিয়ে ক্যাপিটল ভবন ও সংবাদমাধ্যমের নানা সম্পত্তির অনেক ক্ষতি হয়৷
ছবি: REUTERS
রক্তাক্ত ক্যাপিটল
নির্বাচনের ফলাফল নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প সমর্থকদের ক্রোধের আঁচ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জ্যাকারি টেলরের আবক্ষমূর্তিতেও লেগেছে৷ ক্যাপিটলের ভেতরে হাতাহাতির ফলে রক্তপাত ঘটে, সেই রক্ত দেখা যাচ্ছে প্রেসিডেন্ট টেলরের মূর্তির গায়েও৷
ছবি: Samuel Corum/Getty Images
ভাঙচুর যত
বুধবার টেলিভিশন থেকে ইন্টারনেট সর্বত্র ছেয়ে ছিল ক্যাপিটলে ভাঙচুরের ছবি৷ বিক্ষুব্ধরা শুধু ক্যাপিটলের বিভিন্ন দরজা, জানালার কাঠ-কাঁচ ভেঙেই থামেনি, ভেতরের মূল পোডিয়ামও কাঁধে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা৷ একটি ভিডিওতে দেখা যায় কয়েক শতক পুরোনো আসবাব, ঝাড়বাতি সব টেনে মাটিতে ফেলে দিতে৷
ছবি: Erin Scott/REUTERS
যা বলছেন প্রত্যক্ষদর্শীরা
ক্যাপিটলে উপস্থিত হাউস প্রতিনিধি জেসন ক্রো বলেন, ‘‘আমাদের চারদিক থেকে ঘিরে ফেলা হয়৷ পালাবার পথ ছিল না৷ যখন আমি ইরাক বা আফগানিস্তানে লড়ছিলাম, তখনও আমি এতটা ভীত হয়েছিলাম৷ এরপর আর কখনো এমন অনুভূতি হয়নি৷ কিন্তু সেই সময় আমার সামনে লড়ে বিপদ থেকে বেরোবার পথ ছিল৷ লড়ার জন্য ক্যাপিটলে আমার পকেটের কলম ছাড়া আর কোনো অস্ত্র ছিল না৷’’
ছবি: Alex Wong/Getty Images
আক্রান্ত সংবাদমাধ্যম
শুধু ক্যাপিটলের ভেতরে নয়, বাইরে থাকা সংবাদমাধ্যমের কর্মীরাও আক্রান্ত হয়েছেন৷ বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরা, মাইক ভাঙা হয়েছে৷ সাংবাদিকদের গালিও দেওয়া হয়৷ ওপরের ছবিতেও তার প্রতিফলন৷ ক্যাপিটলের দরজার ওপরে লেখা ‘মার্ডার দ্য মিডিয়া!’
ছবি: Erin Scott/REUTERS
সন্ত্রাস ও মৃত্যু
বুধবারের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে৷ এর মধ্যে, রয়েছেন এক পুলিশকর্মীও৷ ভাঙচুর, মারামারি ও হাতাহাতির ভয়াবহতার কারণে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই বুধবারের ঘটনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছে৷