1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

মার্কিন ক্যাপিটলে প্যারাসুট ডেমো ঘিরে আতঙ্ক

২১ এপ্রিল ২০২২

বুধবার সন্ধ্যায় প্যারাসুট আতঙ্ক মার্কিন ক্যাপিটলে৷ ক্যাপিটল পুলিশ এলাকা ফাঁকা করার নির্দেশ দেন । ‘সম্ভাব্য হুমকির আশঙ্কা' করে তারা এ পদক্ষেপ করেছিলেন বলে জানা গিয়েছে৷ 

Washington I Tag der Amtseinführung von Joe Biden
ছবি: Tayfun Coskun/AA/picture alliance

পরে যদিও প্রকৃত ঘটনা সামনে আসে ৷ সংযোগ সমস্যার ফলে এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা৷

ওয়াশিংটন ন্যাশনাল বেসবল স্টেডিয়ামে একটি পারফরম্যান্স চলছিল বুধবার৷ সেই সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গোল্ডেন নাইটস প্যারাসুট ডেমনস্ট্রেশন দলের বিমানের গতিবিধি নিয়ে আতঙ্ক তৈরি হয়৷

ক্যাপিটল পুলিশ, কংগ্রেস কর্মীদের এই ‘সম্ভাব্য হুমকি' সম্পর্কে সতর্ক করেছিল ৷ আতঙ্কের ফলে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাপিটল এবং আইনসভা ভবনটি ফাঁকা করে দেয়া হয়।

পরে জানা যায়, এটি সামরিক বিমান৷ ওই বিমানে গোল্ডেন নাইটস প্যারাসুট ডেমনস্ট্রেশন টিমের সদস্যরা ছিলেন৷ ওই বিমান থেকে তারা প্যারাসুট নিয়ে বেসবল স্টেডিয়ামে সরাসরি অবতরণ করেন৷

মেরিল্যান্ডের একটি ঘাঁটি থেকে এক ইঞ্জিনের এই বিমানটি রওনা দিয়েছিল ৷ এরপর ওয়াশিংটনের আকাশে এটিকে ঘুরতে দেখা যায়।

সামরিক বাহিনী, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ক্যাপিটল পুলিশের মধ্যে সংযোগস্থাপনের বড়সড় ব্যর্থতার ফলে আতঙ্ক তৈরি হয়েছিল৷

৬ জানুয়ারি ট্রাম্পের বক্তৃতা শোনার পরে তাঁর সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছিল। ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়। ক্যাপিটলের ভিতরে ঢুকে তছনছ করে দেওয়া হয় সবকিছু। অ্যামেরিকার ইতিহাসে প্রথম এমন হামলার ঘটনা ঘটে। এরপরই নিরাপত্তা আরও বেশি জোরদার করা হয়৷

হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বুধবার গভীর রাতে একটি বিবৃতিতে এফএএকে দোষারোপ করে বলেছেন, ‘‘পূর্বপরিকল্পিত এই উড়ানের বিষয়ে ক্যাপিটল পুলিশের না জানা আসলে ব্যর্থতা, এ ঘটনায় সেটি স্পষ্ট৷ এটি ক্ষমার অযোগ্য ৷ এফএএ-সংস্থার কোন ব্যক্তি এই আতঙ্ক ও ভীতির তৈরির জন্য দায়ী তা খতিয়ে দেখবে কংগ্রেস৷"

সে দেশের সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে আইন প্রণয়নকারী কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সংযোগ ছাড়া কীভাবে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷

ইউএস আর্মি রিক্রুটিং কমান্ডের একজন মুখপাত্র কেলি লেগাস্পি বলেছেন, ‘‘উড়ান এবং প্যারাসুট প্রদর্শন, এই দুয়ের পারস্পরিক সমন্বয়ের জন্য সমস্ত পদ্ধতি যথাযথভাবে অনুসরণ করা হয়েছে তা নিশ্চিত করতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে৷''

প্রকৃত ঘটনা জানার পর ক্যাপিটলের সমস্ত ভবনগুলি রাত ৮টার মধ্যেই আবার খুলে দেয়া হয়।

এএস/আরকেসি(রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ