1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজআফগানিস্তান

মার্কিন ড্রোনকে আকাশসীমা ব্যবহারের ‘অনুমতি’ পাকিস্তানের

২৮ আগস্ট ২০২২

তালেবানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, আফগানিস্তানের নাগাল পেতে পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে মার্কিন ড্রোনকে৷ এর আগেও কাবুলে মার্কিন ড্রোন হানার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান৷

মার্কিন ড্রোনকে অনুমতি দেয়া নিয়ে তালেবান সরকার পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছে
মার্কিন ড্রোনকে অনুমতি দেয়া নিয়ে তালেবান সরকার পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছেছবি: Aamir Qureshi/AFP via Getty Images

ফের মন্ত্রী মুল্লাহ মোহাম্মদ ইয়াকুব কাবুলের একটি সাংবাদিক বৈঠকে রোববার বলেন, পাকিস্তান হয়েই মার্কিন ড্রোন আফগানিস্তানে প্রবেশ করেছিল৷ তার কথায়, ‘‘আমাদের তথ্য অনুযায়ী ড্রোনগুলি পাকিস্তান হয়ে আফগানিস্তানে প্রবেশ করেছিল৷ তারা পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেছিল৷ আমরা পাকিস্তানকে বলেছি, আমাদের বিরোধিতা করতে যেন পাকিস্তান নিজেদের আকাশসীমা ব্যবহার না করে৷''

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি৷

সম্প্রতি মার্কিন ড্রোন হামলায় নিহত হন আল-কায়দার শীর্ষ নেতা এবং ৯/১১-র মূল চক্রান্তকারী আল-জাওয়াহিরি৷

মার্কিন ড্রোন হানার খবর তারা আগেই জানত, আফগানিস্তানের আনা এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান কর্তৃপক্ষ৷

আফগানিস্তানের শাসক তালেবান যখন পাকিস্তান ও পাকিস্তানি তালেবান জঙ্গিদের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে, এই পরিস্থিতিতে ইয়াকুবের মন্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷

আফগানিস্তান বাণিজ্যের  কারণে পাকিস্তানের উপর অনেক বেশি নির্ভরশীল৷ এদিকে অর্থনৈতিক বিপর্যয়ে জর্জরিত পাকিস্তান৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই কারণে যুক্তরাষ্ট্রকে সাহায্য করে ‘সুনজরে' থাকতে চাইছে পাকিস্তান৷

তালেবান বলেছে যে, তারা জুলাইয়ে হওয়া মার্কিন ড্রোন অভিযানের তদন্ত করছে৷ আল-কায়দা নেতার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি বলেও জানিয়েছে তালেবান৷

আরকেসি/আরআর

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ