1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

মার্কিন হামলায় সহস্রাধিক বেসামরিক মানুষের মৃত্যু: প্রতিবেদন

১৯ ডিসেম্বর ২০২১

পেন্টাগনের গোপন নথিতেই ২০১৪ থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন ড্রোন হামলায় অন্তত তেরশো বেসামরিক নাগরিকের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে৷ এই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস৷

Symbolbild US-Drone in Nahost
ছবি: Yahya Arhab/EPA/dpa/picture alliance

পেন্টাগনের নথিতেই এসব ড্রোন হামলাকে ‘ব্যাপক ত্রুটিপূর্ণ' হিসেবে অভিহিত করা হয়েছে৷ যার কারণে সিরিয়া, ইরাক ও আফগানিস্তানে প্রাণ হারিয়েছেন হাজারো বেসামরিক মানুষ৷ এসব হামলা থেকে রেহাই পায়নি শিশুরাও৷ এই প্রতিবেদনের ভিত্তিতে অনুসন্ধান চালিয়েছে নিউ ইয়র্ক টাইমস৷ নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এর একটি ঘটনাতেও ভুল স্বীকার বা কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি যুক্তরাষ্ট্র৷ এত এত ঘটনার মধ্যে মাত্র এক ডজনেরও কম ভুক্তভোগী বা স্বজনকে ক্ষতিপূরণ দিয়েছে কর্তৃপক্ষ৷

প্রতিবেদনে যা আছে

২০১৬ সালের ১৯ জুলাই সিরিয়ার উত্তরাঞ্চলে হামলা চালিয়ে ৮৫ জন ইসলামিক স্টেট যোদ্ধাকে হত্যার দাবি করে ‘অ্যামেরিকান স্পেশাল অপারেশন্স' বাহিনী৷ কিন্তু নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে দেখা গেছে এই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১২০ জনের বেশি, যাদের সবাই ছিলেন নিরীহ গ্রামবাসী৷ ২০১৭ সালে ইরাকের পশ্চিম মসুলে অ্যামেরিকান বিমান থেকে একটি গাড়ি লক্ষ্য হামলা চালানো হয়৷ মার্কিন বাহিনীর দাবি অনুযায়ী গাড়িটিতে বোমা ছিল৷ কিন্তু নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধান বলছে সেই তথ্য সঠিক নয়৷ গাড়িটিতে মাজিদ মাহমুদ আহমেদ নামের এক ব্যক্তি, তার স্ত্রী ও দুই সন্তান ছিল৷ হামলায় তারা সবাই এবং আরো তিন বেসামরিক নাগরিক মারা যান৷

প্রতিবেদন অনুযায়ী, ইসলামিক স্টেটের বিরুদ্ধে বোমা হামলায় মার্কিন বাহিনী বেসামরিক নাগরিকদের রক্ষার বিষয়টি নিয়মিতভাবেই পাশ কাটিয়ে গেছে৷

গত আগস্টে কাবুল বিমান বন্দরে আত্মঘাতী হামলার পর যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করে৷ পেন্টাগন থেকে শুরুতে দাবি করা হয়েছিল তারা বোমা বহনকারী একটি গাড়িতে হামলা চালিয়েছে৷ তবে নিউ ইয়র্ক টাইমসের অনুসন্ধানে দেখা যায় নিহত ১০ জন একই পরিবারের সদস্য৷

শুরু যেভাবে

ইরাক ও আফগানিস্তানে যুদ্ধরত মার্কিন সেনাদের মৃত্যুতে সমালোচনার মুখে তৎকালীন বারাক ওবামা সরকারের আমলে বিমান হামলার ব্যাপকতা পায়৷ ধীরে ধীরে দেশগুলো থেকে সেনা কমিয়ে ড্রোন হামলা তীব্রতা বাড়ায় যুক্তরাষ্ট্র৷ বারাক ওবামা এই হামলাকে ‘ইতিহাসের সবচেয়ে নিখুঁত বিমান অভিযান' হিসেবে অভিহিত করেন৷ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলেও তা অব্যাহত থাকে৷

পাঁচ বছরের বেশি সময় ধরে আফগানিস্তান, ইরাক ও সিরিয়াতে মার্কিন বাহিনী ৫০ হাজারের বেশি হামলা চালিয়েছে বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক টাইমস৷

এফএস/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ