1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিউত্তর অ্যামেরিকা

বিয়ের পর অনিয়মিত অভিবাসীদের নাগরিকত্ব দেবে যুক্তরাষ্ট্র

১৯ জুন ২০২৪

বাইডেন ঘোষণা দিয়েছেন, অ্যামেরিকায় বসবাস করা যেসব মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রীর বৈধ কাগজপত্র নেই, তাদের জন্য নাগরিকত্বের একটি পথ খুলে দেয়া হয়েছে৷

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
বাইডেনের নতুন প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রের নাগরিককে বিয়ে করেছেন এমন প্রায় পাঁচ লাখ অভিবাসীকে বৈধ কাগজপত্র দেয়া হবেছবি: Evan Vucci/AP/picture alliance

সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গণহারে প্রত্যাবাসন পরিকল্পনার সম্পূর্ণ উলটো পদক্ষেপ এটি৷

ওয়াশিংটনে হোয়াইট হাউসের একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন৷ নতুন প্রোগ্রামের আওতায় ১৭ জুন পর্যন্ত কমপক্ষে দশ বছর যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন এবং যুক্তরাষ্ট্রের নাগরিককে বিয়ে করেছেন এমন প্রায় পাঁচ লাখ অভিবাসীকে বৈধ কাগজপত্র দেয়া হবে৷ এছাড়া ২১ বছরের কম বয়সী ৫০ হাজার শিশুকেও বৈধ কাগজপত্র দেয়া হবে যাদের বাবা-মায়ের অন্তত একজন মার্কিন নাগরিক৷ তবে যাদের বিরুদ্ধে অপরাধের রেকর্ড আছে, তাদের ক্ষেত্রে এই নীতি কার্যকর হবে না৷

নির্বাচনের বছর এসে বাইডেন এমন ঘোষণা দিলেন৷ একইসঙ্গে তিনি ট্রাম্পের নীতি ও অভিবাসী পরিবারগুলোর প্রতি অবমাননাকর ভাষা ব্যবহারের সমালোচনা করেন৷

তবে বাইডেন এর আগে ট্রাম্পের মতোই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন৷ তার সময়ে রেকর্ড সংখ্যক অভিবাসী গ্রেফতার হয়েছেন৷ ট্রাম্পের মতো তিনিও আশ্রয় আবেদনের নীতি কঠোর করেছেন৷

ট্রাম্প শিবির বাইডেনের এই ঘোষণার বিরোধিতা করেছে৷ তাদের প্রচারণা শিবিরের মুখপাত্র ক্যারোলিন লেভিট বাইডেনের নতুন কর্মসূচিকে ‘অ্যামনেস্টি' বলে অভিহিত করেছেন৷ বলেছেন, এটি ‘অবৈধ অভিবাসনের আরেকটি আমন্ত্রণ৷'

টেক্সাস গভর্নর গ্রেগ আবোট ও অন্য রিপাবলিকান নেতারাও এই উদ্যোগের বিরোধিতা করেছেন৷ তবে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস লোপেজ ওব্রাডর সিদ্ধান্তের প্রশংসা করেছেন৷ বাইডেন দাবি করেছেন, তার এই ঘোষণা ৭০ ভাগ অ্যামেরিকান সমর্থন করেন৷

জেডএ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ