1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচনে কারচুপির অভিযোগ তদন্তের নির্দেশ

১০ নভেম্বর ২০২০

নির্বাচনে পরাজয় মানছেন না মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ তাঁর অভিযোগ, ভোটে কারচুপি হয়েছে৷ সত্যতা যাচাই করতে তদন্তের নির্দেশ দিলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল৷

ছবি: picture-alliance/AP Photo/C. Riedel

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল যত স্পষ্ট হচ্ছিলো, ডনাল্ড ট্রাম্পের একের পর এক টুইট নাকচ করে দিচ্ছিল সেই ফলাফল৷ বর্তমান প্রেসিডেন্ট ও নির্বাচনে পরাজিত রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বক্তব্য, ভোট গণনায় কারচুপি হয়েছে এবং আসলে নির্বাচনে তিনিই জয়লাভ করেছেন৷

এই দাবির রেশ ধরেই সোমবার মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার কেন্দ্রীয় আইনজীবীদের নির্দেশ দিয়েছেন ভোট গণনায় অস্বাভাবিকতার তদন্ত করতে৷ সবকটি ভোট গণনা সরকারিভাবে শেষ হবার আগেই এমন নির্দেশ দিলেন তিনি, যা অ্যামেরিকার প্রচলিত কেন্দ্রীয় নীতির বিপরীত৷

দেশজুড়ে বিভিন্ন অ্যাটর্নিদের উদ্দেশ্যে একটি চিঠিতে উইলিয়াম বার লেখেন, ‘‘যেহেতু আমাদের ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তাই আমি নির্বাচনের ফলাফল সরকারিভাবে ঘোষণার আগেই ভোটসংক্রান্ত অস্বাভাবিকতার তদন্ত করবার এক্তিয়ার আপনাদের দিচ্ছি৷ যদি এমন কোনো গুরুতর অস্বাভাবিকতার অভিযোগ এসে থাকে, যা কোনো রাজ্যে নির্বাচনের ফলাফল বদলে দিতে পারবে বলে আপনাদের ধারণা, সেক্ষেত্রে প্রয়োজনীয় তদন্ত ও পর্যালোচনা করা যেতে পারে৷’’

আইনবহির্ভূত পদক্ষেপ?

নির্বাচনের ফলাফল ও ভোট গণনা বিষয়ে তদন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণত পুরোটাই থাকে রাজ্যের নিজস্ব এক্তিয়ারে৷ ভোট গণনা সম্পূর্ণ শেষ হওয়া ও ফলাফল নিশ্চিত হওয়া পর্যন্ত কেন্দ্রীয় হস্তক্ষেপ যাতে না হয়, সেটা নিশ্চিত করাই বিচার বিভাগের দায়িত্বের মধ্যে পড়ে৷ কিন্তু উইলিয়াম বার এবিষয়ে ভিন্নমত পোষণ করেন৷

তিনি বলেন, ‘‘এতদিন ধরে চলে আসা রীতিগুলি আসলে কোনো বাঁধাধরা নিয়ম নয়৷’’ ফলে যদি তদন্তকারীদের মনে হয় যে নির্বাচনের ফলাফল বদলে দেবার মতো কিছু আছে, সেক্ষেত্রে তাদের সেই উদ্দেশ্যেই কাজ করা উচিত৷

বার আরও বলেন, ‘‘গুরুতর অভিযোগকে সাবধানতার সাথে পরিচালনা করতে হবে, এবং আন্দাজ ও নিছক ধারণার ওপর ভিত্তি করে ওঠা অভিযোগ কখনোই কেন্দ্রীয় তদন্তে জায়গা পাবে না৷’’

বারের চিঠি প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই বিচার বিভাগের নির্বাচনি অপরাধ দপ্তরের প্রধান রিচার্ড পিলগার পদত্যাগ করেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস৷ 

ডনাল্ড ট্রাম্প কোনো তথ্যপ্রমাণ ছাড়াই নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছেন, যা বিতর্কের সৃষ্টি করেছে৷ কিন্তু মিচ ম্যাককনেলসহ একাধিক রিপাবলিকান নেতৃত্বের মত, এই ফলাফলকে চ্যালেঞ্জ জানাবার সাংবিধানিক অধিকার রয়েছে ডনাল্ড ট্রাম্পের৷

এসএস/কেএম (এএফপি, এপি, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ