1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাষ্ট্র

মার্কিন নির্বাচন: ইলন মাস্কের মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা

২১ অক্টোবর ২০২৪

পেনসিলভানিয়ার ডেমোক্র্যাটিক গভর্নর জোশ শাপিরো টেসলার ইলন মাস্কের এক ঘোষণার প্রেক্ষিতে রোববার তদন্তের আহ্বান জানিয়েছেন৷ নির্বাচনের দিন অবধি প্রতিদিন দশ লাখ মার্কিন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন মাস্ক৷

নির্বাচনী প্রচারণায় ইলন মাস্ক
৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত প্রতিদিন দশ লাখ মার্কিন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা ব্যবসায়ী ইলন মাস্ক৷ ফাইল ফটোছবি: Jasper Colt/USA TODAY Network/IMAGO

আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত প্রতিদিন দশ লাখ মার্কিন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা ব্যবসায়ী ইলন মাস্ক দিয়েছেন পেনসিলভানিয়ার হ্যারিসবার্গে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের পক্ষে এক নির্বাচনি প্রচারণার সময়৷

টেসলার পলিটিক্যাল অ্যাকশন গ্রুপ ‘আমেরিকা প্যাক' এর আয়োজিত শনিবারের সেই কর্মসূচিতে তিনি একজনকে এমন উপহার দিয়েছেনও৷   

শাপিরো মার্কিন সংবাদমাধ্যম এনবিসির এক অনুষ্ঠানে বলেন যে, নিবন্ধিত ভোটারদের টাকা দেয়ার মাস্কের ঘোষণা ‘খুবই উদ্বেগের' ব্যাপার৷ ‘‘এটা এমন একটা বিষয় যেদিকে আইন-শৃঙ্খলা বাহিনী নজর দিতে পারে,'' বলেন তিনি৷

মার্কিন নির্বাচনে রিপাবলিক প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট পার্টি প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে অর্থ পুরস্কারের এই ঘোষণা দিলেন ইলন মাস্ক৷ পেনসিলভানিয়া জয় করা ট্রাম্প এবং হ্যারিস উভয়ের জন্যই জরুরি৷   

মার্কিন নির্বাচনে যে রাজ্যগুলো কে বিজয়ী হবেন তা নির্ধারণে বড় ভূমিকা রাখবে সেগুলোতে ভোটারদের নিবন্ধিত হতে উদ্বুদ্ধ করতে প্রচারণা চালাচ্ছে মাস্কের অ্যামেরিকা পিএসি৷ তবে প্রচারণার লক্ষ্য অর্জনে হিমশিম খাচ্ছে উদ্যোগটি৷  

নিবন্ধিত ভোটার জন ড্রেহার শুক্রবার লটারির মাধ্যমে দশ লাখ মার্কিন ডলার জয় করেন৷ মাস্ক তার হাতে এই অর্থ তুলে দেয়ার সময় জানান যে, এরকম কিছু যে পাবেন সেসম্পর্কে কোনো ধারণাই ছিল না ড্রেহারের৷ ফলে যেকেউ এই অর্থ জয় করতে পারেন বলেও জানিয়েছেন মাস্ক৷  

আমেরিকা পিএসির এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক ঘোষণা থেকে জানা গেছে, পিটসবার্গে রোববার এক নারীর হাতে দশ লাখ মার্কিন ডলার তুলে দিয়েছেন মাস্ক৷  

মাস্ক তার অনলাইন প্রচারণায় স্বাক্ষরকারীদের মধ্যে এই অর্থ প্রদান করছেন৷ প্রচারণায় লেখা হয়েছে, ‘‘প্রথম এবং দ্বিতীয় সংশোধনী বাকস্বাধীনতার নিশ্চয়তা এবং অস্ত্র বহনের অধিকার দেয়৷ আমি নিচে স্বাক্ষর করার মাধ্যমে প্রথম এবং দ্বিতীয় সংশোধনীর প্রতি আমার সমর্থন ব্যক্ত করছি৷’’

অ্যামেরিকা পিএসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, দশ লাখ মার্কিন ডলার উপহার পাওয়ার উপযুক্ত হতে পিটিশনে স্বাক্ষরকারীকে একজন নিবন্ধিত ভোটার হতে হবে, যিনি অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, উত্তর ক্যারোলিনা, পেনসিলভানিয়া বা উইসকনসিন রাজ্যের বাসিন্দা৷ 

পাশাপাশি পেনসিলভানিয়া রাজ্যে নিবন্ধিত কোনো ভোটার যদি পিটিশনে স্বাক্ষর করেন তাহলে তাকে ১০০ মার্কিন ডলার দেয়া হচ্ছে এবং একই রাজ্যে নিবন্ধিত আরেকজন ভোটারকে পিটিশনটি স্বাক্ষর করতে পাঠালেও ১০০ মার্কিন ডলার দেয়া হচ্ছে৷ 

তবে ভোটারদের এভাবে উপহার দেয়া নিয়ে আগামী দিনগুলোতে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে৷

মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ভোটারকে ভোট দিতে বা নিবন্ধিত হতে প্ররোচিত করতে অর্থ প্রদান অপরাধ হিসেবে বিবেচিত হয়৷ মার্কিন বিচার বিভাগের নির্বাচন অপরাধ সংক্রান্ত নথি অনুযায়ী, ভোটারকে শুধু নগদ অর্থ দেয়াই নয়, আর্থিকভাবে মূল্যায়ন করা যায় যেমন লিকার বা লটারিও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে৷

ফোর্বসের বিবেচনায় বিশ্বের সবচেয়ে বড় ধনী মাস্ক এখন অবধি আমেরিকা পিএসির পেছনে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন৷ ট্রাম্পে আবারো হোয়াইট হাউসে পাঠানোর চেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই উদ্যোগ৷

এদিকে, আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হলে ব্যবসায়ী ইলন মাস্ককে সরকারের ‘এফিশিয়েন্সি কমিশন'-এর প্রধান হিসেবে নিয়োগ দেয়ার ঘোষণা দিয়েছেন ডনাল্ড ট্রাম্প৷

এআই/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ