রেকর্ড। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মঙ্গলবার আনুষ্ঠানিক ভোটদানের আগেই ভোট পড়েছে ১০ কোটি।
বিজ্ঞাপন
করোনার কারণে আমূল বদলে গেল ছবিটা। মঙ্গলবার অ্যামেরিকায় বুথে গিয়ে ভোটদান-পর্ব শুরু হবে। তার আগেই প্রায় ১০ কোটি ভোটদাতার ভোট পড়েছে। করোনার ভয়ে আগে থেকেই পোস্টাল ব্যালট এবংআর্লিং ভোটিং-এর ডাকে সাড়া দিয়েছেন ভোটদাতারা। সোমবার পর্যন্ত হিসাব অনুযায়ী নয় কোটি ৭৬ লাখের বেশি ভোটদাতার ভোট দেওয়া হয়ে গিয়েছে। ২০১৬ সালে সব মিলিয়ে ভোট দিয়েছিলেন ১৩ কোটি ৬৫ লাখ। গতবারের তুলনায় দুই তৃতীয়াংশেরও বেশি ভোট পড়ে গেছে।
করোনার ভয় স্বাভাবিক। অ্যামেরিকায় আক্রান্তের সংখ্যা প্রায় এক কোটি ছুঁইছুঁই। মারা গেছেন দুই লাখ ৩১ হাজার ৫০০-র বেশি মানুষ। এই অবস্থায় পোস্টাল ব্যালট বা আগে ভোটদানের সুবিধা নেওয়ার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই।
তবে এ কারণেই এ বারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ইতিহাসে ঢুকে পড়েছে। ভোটের দিন অধিকাংশ মানুষ ভোট দেবেন, অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দীর্ঘদিনের এই ছবিটা বদলে গেছে। এ বার ভোটদাতাদের বড় অংশ নিরাপদে থাকতে চেয়েছেন। এই মানসিকতার কারণেই আমূল বদলে গেছে ভোটের ছবি।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২০-র প্রচারে শিশুরা
সাধারণত নির্বাচনের সঙ্গে শিশুদের সম্পর্ক থাকার কথা নয়। কারণ, তারা ভোট দিতে পারে না। তাও অ্যামেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে দেখা গেলো অনেক শিশুকে।
ছবি: Edgard Garrido/Reuters
ট্রাম্প সেজে
পেনসিলভেনিয়াতে ট্রাম্পের প্রচারের ছবি। একটি শিশুকে ট্রাম্প সাজানো হয়েছে।
পেনসিলভেনিয়ায় ট্রাম্পের প্রচার সভা। চার আঙুল তুলে দেখাচ্ছে শিশুটি।
ছবি: Tom Brenner/Reuters
বাইডেনের প্রচারে
সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাট সেনেটার হ্যারিসন ড্রাইভ ইন প্রচার করছেন। তাঁর গাড়ির পিছনে শিশুর হাতে ধরা পোস্টার।
ছবি: Sam Wolfe/Reuters
টুপি-প্রচারে
ট্রাম্পের প্রচার। পেনসিলভেনিয়া। একটি শিশুর টুপিতে লেখা 'মেক অ্যামেরিকা গ্রেট এগেইন'। ট্রাম্পের প্রচারের লাইন।
ছবি: Leah Millis/Reuters
বাইডেনের খুদে প্রচারকরা
জো বাইডেনের খুদে প্রচারকরা। পেনসিলভেনিয়াতেই বাইডেনের পোস্টার উঁচিয়ে ধরে আছে তারা।
ছবি: Kevin Lamarque/Reuters
বাইডেনের অপেক্ষায়
জর্জিয়ার ছবি। বাইডেন আসবেন প্রচারে। তাঁর অপেক্ষায় আছে বাচ্চাটি।
ছবি: Brian Snyder/Reuters
ট্রাম্পের দিকে তাকিয়ে
ভাষণ দিচ্ছেন ট্রাম্প। তাঁর দিকে তাকিয়ে এই খুদে ভক্ত। অ্যারিজোনায়।
ছবি: Jonathan Ernst/Reuters
পোস্টার হাতে
বাইডেনের সমর্থনে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার জনসভা। সেখানে বাচ্চাদের হাতে বাইডেনের পোস্টার।
ছবি: Kevin Lamarque/Reuters
হিউস্টনের ঘটনা
প্রিসিলিকা ম্যাকনালটির বয়স মাত্র ছয়। গত ২৫ অক্টোবর হিউস্টনে একটি অনুষ্ঠান হয়েছিল। প্রেসিডেন্ট নির্বাচনের আগেই পোস্টাল ব্যালটে ভোট দেয়া নিয়ে। সেখানেই প্রিসিলিকাকে মাস্ক পরতে সাহায্য করা হচ্ছে।
ছবি: Callaghan O'Hare/Reuters
কেন চেয়ে আছ
হিউস্টনের অনুষ্ঠানেই দশ বছরের অ্যালিসিয়া চার্লস। ছবি তোলার জন্য পোজ দিলো সে। তার চোখে কি কোথাও অবাক হওয়ার চিহ্ন আছে?
ছবি: Callaghan O'Hare/Reuters
11 ছবি1 | 11
ট্রাম্প আগেই বলে রেখেছেন, পোস্টাল ব্যালটে কারচুপির সম্ভাবনা আছে। ফল প্রত্যাশামতো না হলে তিনি আদালতেও যেতে পারেন, এমন একটা ধারণা অ্যামেরিকায় ছড়িয়েছে। সোমবারও ট্রাম্প বলেছেন, পেনসিলভানিয়ায় পোস্টাল ব্যালট গুণতে অনেক সময় লেগে যাবে। তার জন্য ভোটের ফলাফল বন্ধ রাখা যাবে না। সব পোস্টাল ব্যালটের গণনা একদিনেই সেরে ফেলতে হবে।
ট্রাম্পের দাবি মানা হবে কি না, মানা সম্ভব কি না, তা বোঝা যাবে গণনা শুরুর পর। তার আগে এই টুকু বলা যায়, করোনা মানুষের জীবনযাপনে, চিন্তা-ভাবনায় অনেক পরিবর্তন এনে দিয়েছে। ভোটের ময়দানেও সেই পরিবর্তনের স্পষ্ট ছায়াপাত ঘটেছে।