এক সপ্তাহের মধ্যে মার্কিন সেনা স্থাপনায় এটি দ্বিতীয় হামলার ঘটনা৷
নৌঘাঁটিটিতে ১৬ হাজার মানুষ চাকরি করেন, এদের মধ্যে প্রায় সাড়ে সাত হাজার বেসরকারি নাগরিক৷ তবে সামরিক স্থাপনা হলেও এর আশেপাশে নিরাপত্তার দায়িত্ব ছাড়া অন্য কাউকে অস্ত্র বহন করতে দেয়া হয় না৷
সকাল সাতটার দিকে এ হামলার ঘটনা ঘটে৷ একটি ক্লাসরুমে হামলাকারী বন্দুক নিয়ে হামলা চালান৷ এর কিছুক্ষণের মধ্যেই এক ডেপুটি শেরিফের গুলিতে মারা যান বন্দুকধারীও৷ এ হামলায় তিন জন মারা যান, আহত হন আরো সাত জন৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
আহতদের দুজন শেরিফের ডেপুটি হিসেবে কর্মরত ছিলেন৷ একজনের হাতে ও অপরজনের পায়ে গুলি লাগলেও তারা আশংকামুক্ত বলে জানা গেছে৷
শেরিফ ডেভিড মরগান এক সংবাদ সম্মেলনে জানান, ‘‘ঘটনাস্থলে হাঁটার সময় মনে হচ্ছিল সিনেমার শ্যুটিং-এর সেটের মধ্যে হাঁটছি৷''
ক্ষুধা, দারিদ্র্যসহ চরম মানবিক সংকটের মধ্য দিয়ে দিন পার করছেন ইয়েমেনের মানুষ৷ সবচেয়ে বেশি বিপদে আছে শিশুরা৷
ছবি: Reuters/K. Abdullah২০১৪ সালের শেষ দিকে ইয়েমেনের প্রেসিডেন্ট আবু রাব্বু মনসুর হাদিকে উৎখাত করে দেশটির হুতি বিদ্রোহীরা৷ ২০১৫ সালের মার্চে তাঁকে আবারও ক্ষমতায় বসাতে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট৷ গত ডিসেম্বরে জাতিসংঘের নেতৃত্বে যুদ্ধবিরতি ও সৈন্য ফিরিয়ে নেয়ার চুক্তি হয়েছে, কিন্তু তা এখনও বাস্তবায়ন হয়নি৷
ছবি: picture-alliance/AP Photo/ H. Jamaliবিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে সৌদি হামলার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ১০,০০০ মানুষ নিহত ও ৬০,০০০ হাজার জন আহত হয়েছেন৷ তবে ‘অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার’ নামের একটি সংগঠনের হিসাবে নিহতের সংখ্যা ৫৭,০০০ ছাড়িয়েছে৷ আরেক সংস্থার হিসাবে ৩৩ লাখ মানুষ দেশটিতে বাস্তুচ্যূত হয়েছে৷
ছবি: Reutersশিশুদের জন্য দেশটিতে বসবাস করা নরকের সমতুল্য বলে অভিহিত করেছে ইউনিসেফ৷ তাদের নভেম্বর ২০১৮ সালের প্রতিবেদন অনুযায়ী, ৫ বছরের নীচের ১৮ লাখ শিশু পুষ্টিহীনতায় ভুগছে৷ ‘সেভ দ্যা চিলড্রেন’এর হিসাবে এপ্রিল ২০১৫ থেকে অক্টোবর ২০১৮ পর্যন্ত ৮৫,০০০ শিশু চরম পুষ্টিহীনতায় মৃত্যুবরণ করেছে৷ ছবিতে পুষ্টিহীনতায় ভোগা ১২ বছর বয়সি এক মেয়েকে হাসপাতালের বিছানার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে৷
ছবি: Reuters/K. Abdullahদারিদ্র্যের কারণে প্রতি পাঁচ মেয়ে শিশুর দুজনেরই ১৫ বছর বয়সের আগে বিয়ে হয়ে যাচ্ছে৷ তিন চতুর্থাংশের আঠারো বছরের আগে বিয়ে হচ্ছে৷ অন্যদিকে কয়েক হাজার ছেলে শিশুকে যুদ্ধে সৈনিক হিসেবে ব্যবহার করা হচ্ছে৷
ছবি: Reuters/K. Abdullahছবির এই শিশুর নাম আফাফ৷ পুষ্টিহীনতার কারণে দুই বছর ধরে সে স্কুলে যেতে পারছে না৷ জাতিসংঘের হিসাবে, দেশটিতে তার মতো ৭০ লাখ স্কুল বয়সি শিশু আছে৷ তাদের ২০ লাখই এখন শিক্ষা বঞ্চিত৷ আড়াই হাজারের বেশি স্কুল বন্ধ৷ যার দুই তৃতীয়াংশই হামলায় বিধ্বস্ত হয়েছে৷
ছবি: Reuters/K. Abdullahখাবারের দাম বেড়ে যাওয়ায় জীবন ধারণে হিমশিম খাচ্ছেন ইয়েমেনের নাগরিকরা৷ জাতিসংঘের হিসাবে দেশটির আশিভাগ মানুষেরই এখন কোনো না কোনো মানবিক সহযোগিতা প্রয়োজন৷ ইয়েমেনের দুই তৃতীয়াংশ জেলা রয়েছে প্রাক দুর্ভিক্ষ পর্যায়ে৷
ছবি: Reuters/K. Abdullahআরব রাষ্ট্রগুলোর মধ্যে ইয়েমেন অন্যতম দারিদ্র্যপীড়িত৷ যুদ্ধ সেই পরিস্থিতিকে আরো নাজুক করেছে৷ ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা৷ যার কারণে মানবিক সহায়তা, জ্বালানি, খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দেশের সব জায়গায় পৌঁছানো যাচ্ছে না৷ ছবির মহাসড়কটি ইয়েমেনের রাজধানী সানাকে যুক্ত করেছে৷ যেটি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত৷
ছবি: Reuters/K. Abdullahদেশটির মানুষ সুপেয় পানির অভাবেও ভুগছেন৷ পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থ পানি তুলতে হয়৷ কিন্তু জ্বালানির অভাবে সব জায়গায় পানি তোলা সম্ভব হচ্ছে না৷ যে কারণে পানির দামও বেড়ে গেছে৷ অনেক জায়গায় পুকুরের পানিই ব্যবহার করছেন মানুষ৷
ছবি: Reuters/K. Abdullah হামলাকারী সৌদি বৈমানিক
ঘটনার পর হামলাকারী সৌদি নাগরিক বলে শনাক্ত করা হয়৷ সৌদি বিমান বাহিনীর সদস্য ছিলেন তিনি৷
ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস বলেন, ‘‘হামলাকারী বিদেশি নাগরিক, সৌদি বিমানবাহিনীর সদস্য এবং আমাদের মাটিতেই প্রশিক্ষণ নিতে এসে এ ঘটনা ঘটিয়েছে৷ এসব নিয়ে অবশ্যই অনেক প্রশ্ন উঠতে চলেছে৷ সৌদি সরকারকে হতাহতের পরিবারগুলোর প্রতি দায়বদ্ধ থাকতে হবে৷''
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি বাদশাহ সালমান তার কাছে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন৷
সহায়তার অঙ্গীকার
হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন বাদশাহ সালমান৷ ওয়াশিংটনে সৌদি দূতাবাস এক বিবৃতিতে ট্রাম্পকে বাদশাহর ফোন করার বিষয়টি জানিয়েছে৷
বিবৃতিতে বলা হয়েছে, ‘‘যে এমন জঘন্য অপরাধ করেছে, সে সৌদি জনগণের প্রতিনিধিত্ব করে না৷ সৌদি জনগণ মার্কিন জনগণকে বন্ধু মনে করে৷''
বাদশাহ সালমান এই হামলার পেছনের কারণ কী, তা নির্ধারণে মার্কিন সংস্থাগুলোকে সহায়তার জন্য সৌদি নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন বলেও জানানো হয়েছে বিবৃতিতে৷
এডিকে/(এপি, এএপপি, রয়টার্স)