মার্কিন পররাষ্ট্রমন্ত্রী: রুবিওর নামে সম্মতি সেনেটের
২১ জানুয়ারি ২০২৫মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মার্কো রুবিওকে তার পররাষ্ট্রমন্ত্রী হিসাবে চেয়েছিলেন। সেনেট রুবিওর পক্ষে ভোট দিয়েছে।
ফ্লোরিডার রিপাবলিকান সেনেটরের পক্ষে পড়েছে ৯৯টি ভোট, বিপক্ষে কোনো ভোট পড়েনি। ডেমোক্র্যাটরা জানিয়েছে, রুবিও তাদের বন্ধু।
পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরই রুবিওকে ট্রাম্পের পররাষ্ট্রনীতি রূপায়ণের চ্যালে়ঞ্জ নিতে হবে।
সোমবার প্রেসিডেন্ট হওয়ার পর ভাষণে ট্রাম্প আবার পানামা খাল নিয়ে নেয়ার হুমকি দিয়েছেন। পরে তিনি প্রতিবেশী দেশগুলির পণ্য়ের উপর মাসুল বসিয়েছেন। তিনি এটাও বলেছেন, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডকে অ্যামেরিকার নেয়া দরকার।
এ সবই পররাষ্ট্রমন্ত্রী হিসাবে রুবিও-র সামনে বড় চ্যালেঞ্জ হিসাবে আসবে। তাছাড়া ইউক্রেন যুদ্ধ, গাজায় যুদ্ধবিরতি, চীনের উচ্চাশা, অভিবাসীদের সমস্যার মোকাবিলা করতে হবে তাকে।
নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে, রুবিওর সঙ্গে ট্রাম্পের সব বিষয়ে মতামত মেলে না। রুবিও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কট্টর অবস্থান নিতে চান, আর তিনি মানবাধিকারের বিষয়টিকে খুবই গুরুত্ব দেন।
৫৩ বছর বয়সি মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের ৭২তম পররাষ্ট্রমন্ত্রী হতে চলেছেন। এই প্রথম ল্যাটিনো বংশোদ্ভূত কোনো রাজনীতিক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন।
জিএইচ/এসজি(এপি, এেফপি, রয়টার্স)