1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্লিন্টন ঢাকায়

৫ মে ২০১২

ঢাকা এসেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন৷ আর রাতে আসছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি৷ সরকারের নীতি নির্ধারকরা মনে করেন, এ’তে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্ক আরো জোরদার হবে৷

Secretary of State Hillary Rodham Clinton testifies on Capitol Hill in Washington Wednesday, Feb. 29, 2012, before the House Foreign Affairs Committee hearing "Assessing U.S. foreign policy priorities amidst economic challenges: The Foreign Relations Budget for Fiscal Year 2013". (AP Photo Manuel Balce Ceneta)
হিলারি ক্লিন্টনছবি: dapd

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন ঢাকায় এসে পৌঁছান বিকেল পৌনে ৫টার দিকে৷ তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি৷ তিনি চীন থেকে সরাসরি ঢাকা এলেন৷ ঢাকায় দুই দিনের সফর শেষে কাল তিনি প্রথমে কলকাতা এবং পরে নতুন দিল্লি যাবেন৷

হিলারি সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন৷ রাতে হিলারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন৷ কাল তাঁর গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কথা রয়েছে৷ তিনি ব্যবসায়ী প্রতিনিধি এবং সুশীল সমাজের সঙ্গেও বৈঠক করবেন৷

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ডয়চে ভেলেকে জানিয়েছেন, হিলারির এই সফর বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করবে৷ তিনি মনে করেন দুই দেশের মধ্যে সম্পর্কে ড. মুহাম্মদ ইউনূস এখন কোন ইস্যু নয়৷

এই সফরে বাণিজ্য এবং বিনিয়োগ সহযোগিতা রূপরেখা বা টিকফা চুক্তি সই হওয়ার সম্ভানা কম৷ তবে কৌশলগত অংশীদারিত্ব সংলাপ চুক্তি হতে পারে৷

হিলারি যখন বাংলাদেশ সফর করছেন তখন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি অনেকটা উত্তপ্ত৷ প্রশ্ন আছে মানবাধিকার পরিস্থিতি নিয়ে৷ আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ডয়চে ভেলেকে বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক কারণেই হিলারির আলোচনায় আসবে৷

আর মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির আশা করেন, হিলারির সঙ্গে আলোচনায় রাজনৈতিক নেতারা নিশ্চয়ই দায়িত্বশীলতার পরিচয় দেবেন৷

এদিকে রাত সোয়া ৯টার দিকে ঢাকায় আসছেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি৷ ড. গওহর রিজভী জানান, তিনি মূলত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এলেও তিস্তার পানিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ