1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পদ্মা সেতুতে অর্থায়ন বাতিল’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৭ জুলাই ২০১৪

পদ্মা সেতু প্রকল্পে কোনো কারণ ছাড়াই বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি বলেন, একটা বিশেষ মহল, দেশের কিছু লোক এবং অ্যামেরিকার প্ররোচনায় এটা বাতিল হয়েছে৷

Sheikh Hasina
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)ছবি: Reuters

রবিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগাযোগ মন্ত্রণালয় পরিদর্শনে যান৷ সেখানে তিনি বলেন, ‘‘পদ্মা সেতু নির্মাণ নিয়ে অনেক তোলপাড় হয়ে গেল৷ এটা নিয়ে অন্য উদ্দেশ্য ছিল৷ কোনো কারণ ছাড়া বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট তাঁর শেষ কার্যদিবসে এ দেশের একটি মহল এবং অ্যামেরিকার প্ররোচনায় পদ্মা সেতুর বরাদ্দ বন্ধ করে দেন৷''

তিনি বলেন, ‘‘পদ্মা সেতু নিয়ে দুর্নীতি হয়েছে – বিশ্বব্যাংক এ অভিযোগ করার পর, আমরা চ্যালেঞ্জ করলাম৷ কী দুর্নীতি হয়েছে, তার ‘ডকুমেন্ট' চাইলাম৷ কিন্তু তারা যে কাগজ-পত্র দেখাল, তা ছিল আগের সরকারের আমলের ঢাকা-ময়মনসিংহ চার লেন সড়কের কাজ নিয়ে৷''

শেখ হাসিনা বলেন, ‘‘ওরা অনেক চালাকি করেছে৷ নানা শর্ত জুড়ে দিয়েছে৷ একবার বলছে অমুক অমুককে বাদ দিতে হবে৷ আবার বলছে এঁদের ‘অ্যারেস্ট' করলে অর্থ বরাদ্দ পাওয়া যাবে৷''

তাঁর কথায়, ‘‘বিআরটিসি বাস সার্ভিস বা খুলনা শিপ ইয়ার্ডের মতো অনেক প্রকল্পই বন্ধ করার পরামর্শ দিয়েছিল তারা৷ এমনকি বাংলাদেশের পাটকল বন্ধ করে ভারতকে এই খাতে অর্থায়ন করেছে বিশ্বব্যাংক৷ বিশ্বব্যাংকের অনেক পরামর্শই সরকার গ্রহণ করেনি৷ আর এতে বাংলাদেশের ক্ষতি নয়, বরং লাভ হয়েছে৷''

শেখ হাসিনা জানান, ‘‘অনেক চড়াই-উতরাই পার হয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সব প্রস্তুতি শেষে এর বাস্তবায়নের কাজ শুরু হয়েছে৷ মূল সেতু নির্মাণে ‘চায়না মেজর ব্রিজ কোম্পানি লিমিটেড'-এর সঙ্গে আমাদের চুক্তি হয়েছে৷ এ কোম্পানিকে কার্যাদেশ দেওয়া হয়েছে৷''

সময়মতো পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ সেতু নির্মাণে আর যাতে কোনো বাধা না আসে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি৷

প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘‘আমরা যে কাজটি শুরু করেছি, তা যেন ভালোভাবে করতে পারি, সে ব্যাপারে নজর রাখতে হবে৷ মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে পারলে একটা ব্রিজ বানাতে কেন পারব না?''

বৈদেশিক মুদ্রার অভাব নেই উল্লেখ করে তিনি বলেন, দেশে এখন রিজার্ভ ২১ বিলিয়ন মার্কিন ডলার৷ তার থেকে এক-দুই বিলিয়ন খরচ করলে সমস্যা হবে না৷''

তিনি বলেন, ‘‘ব্রিজ হওয়ার পর পদ্মার পাড়ে হংকংয়ের মতো শহর নির্মাণ করা হবে, যেখানে একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টার তৈরি করা হবে৷ আর ভবিষ্যতে সেখানেই অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক বাণিজ্যিক মেলা৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ