1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন নির্বাচন

৬ নভেম্বর ২০১২

আবারও বারাক ওবামা? নাকি মিট রমনি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের খবর প্রচার করতে সেদেশে যাওয়া বাংলাদেশি সাংবাদিক সেলিম বাশার বললেন, এই মুহূর্তে বিজয়ীর নাম বলা অসম্ভব৷

ছবি: AP

চলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ দিকের ক্ষণগণনা৷ ঠিক এই পরিস্থিতিতে কথা হয় সেলিম বাশারের সঙ্গে৷ প্রশ্নটা গত আঠারো মাসে গতানুগতিক হয়ে গেলেও জানতে চাইতেই হলো, ‘‘কে জিতবেন? ওবামা? নাকি রমনি?'' উত্তরটা অবশ্য দু মাস আগের হলে চমকে উঠতেন সবাই৷ তখন তো বারাক ওবামার সম্ভাবনার পালে জোর হাওয়া৷ কিন্তু সে অবস্থা বদলে যেতে শুরু করে টেলিভিশনে দুই প্রার্থীর সরাসরি বিতর্ক শুরুর পর থেকেই৷ রমনি সেই যে এগোতে শুরু করলেন আর থামেননি৷ নির্বাচনী প্রচারণার শেষ দিকে এসে তাই পাল্লার দু'পাশে সমান ওজন৷ দুই প্রার্থী সমানে সমান৷ রেডিও টুডে-র বার্তা প্রধান সেলিম বাশার যুক্তরাষ্ট্রে গিয়ে সরেজমিনেও তেমনটিই দেখছেন৷

MMT BM 061112 Interview with journalist Selim Bashar on US Election - MP3-Mono

This browser does not support the audio element.

সাক্ষাৎকারেও উঠে এসেছে জরিপে দুই প্রার্থীর সমান্তরালে এগিয়ে চলার বাস্তবতা৷ উঠে এসেছে ভোটারদের আগ্রহের বিষয়টি৷ এ প্রসঙ্গে সেলিম বাশার জানালেন, বাংলাদেশি অভিবাসীদের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেলেও রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রের পথে-প্রান্তরে আফ্রো-অ্যামেরিকানদের মধ্যে নাকি এ নিয়ে খুব একটা চাঞ্চল্য লক্ষ্য করা যায়নি৷ সেটা যে বড় রকমের ব্যতিক্রম তা বলাই বাহুল্য৷ যুক্তরাষ্ট্রের নির্বাচন যে এ মুহূর্তের ‘‘টক অব দ্য ওয়ার্ল্ড'' তা কে না জানে!

সাক্ষাৎকার : আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা : জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ