মঙ্গলবারই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে এ বারের এই নির্বাচন নিয়ে কয়েকটি তথ্য জেনে রাখা দরকার।
বিজ্ঞাপন
প্রেসিডেন্ট নির্বাচনের আগে রোববার জো বাইডেন ও তাঁর সহযোগীরা পেনসিলভানিয়ায় ঘাঁটি গাড়লেন। ফলাফলের দিক থেকে পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানের গুরুত্ব অপরিসীম। মিশিগান ও উইসকনসিনে প্রচার সেরে ফেলেছেন বাইডেন। এ বার পেনসিলভানিয়ার মন পেতে চাইছেন তিনি। তাঁর ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস প্রচার করলেন জর্জিয়াতে। অন্যদিকে ট্রাম্প ছুটে বেড়ালেন পাঁচটি রাজ্যে। মিশিগান, আইওয়া, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, জর্জিয়ায় সভা করলেন। এই রাজ্যগুলি রিপাবলিকানদের ঘাঁটি বলে পরিচিত।
ইতিমধ্যে ৯ কোটি ৩০ লাখেরও বেশি ভোটদাতা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ফেলেছেন। করোনাকালে তাঁরা পোস্টাল ব্যালটের মাধ্যমে নিরাপদে ভোট দেয়া পছন্দ করেছেন। তার মানে ২০১৬-তে যত ভোট পড়েছিল, তার দুই তৃতীয়াংশ ভোট ইতিমধ্যেই পড়ে গেছে।
কার্টুনিস্টদের চোখে মার্কিন নির্বাচন
আবারও ডনাল্ড ট্রাম্প, নাকি জো বাইডেন? কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট? বিশ্বের প্রখ্যাত কেরিক্যাচার শিল্পীদের ভাবনায় উঠে এসেছে নির্বাচনের বিভিন্ন দিক৷ আপনার কোন ছবি বা বিষয়বস্তু ভালো লেগেছে?
ছবি: Waldemar Mandzel/Toonpool
যুদ্ধাবস্থা
জো বাইডেনের রানিংমেট কমলা হ্যারিস বলেছিলেন ডনাল্ড ট্রাম্প নোংরা উপায়ে নির্বাচন জিততে চান৷ তাঁর মনোভাবটাই যেন প্রকাশ পেয়েছে জার্মান শিল্পী ইয়েনস ক্রিকের আঁকা ছবিতে৷ ট্রাম্প যে কাউকে পাত্তা দেন না সেটাই ফুটে উঠেছে এই ছবিতে৷
ছবি: Jens Kricke/toonpool.com
ট্রাম্পের জন্য প্রচারণা
ট্রাম্প তার প্রচারণায় বরাবরই নিজেকে সর্বোত্তম হিসেবে উল্লেখ করেন৷ যেমন: ‘‘আমার মতো বর্ণবাদবিরোধী মানুষ খুঁজে পাবে না৷’’ ‘‘আমার মতো কেউ নারীদের সম্মান করে না’’ এবং ‘‘যুক্তরাষ্ট্রে আমার মতো ভালো প্রেসিডেন্ট কখনোই আসবে না৷’’ কিন্তু মার্টিন এর্লের এই ছবিতে ট্রাম্পের ভিন্ন রূপ, তিনি ফটোগ্রাফারের প্রশংসা করছেন৷ কারণ কী? ছবিতে দেখে নিন৷
ছবি: Martin Erl/toonpool.com
টিভি বিতর্ক
এই ছবির মাধ্যমে চেক শিল্পী মারিয়ান কামেনস্কি বিশ্ববাসীর কাছে জানতে চাইছেন, মার্কিন নির্বাচনের বিতর্ক সংস্কৃতি কোথায় দাঁড়িয়েছে? এবারের বিতর্কে রাজনৈতিক বাক-বিতণ্ডার বদলে দুই পক্ষ একে অপরকে অপমান করতে ব্যস্ত ছিল৷
‘ঘুমন্ত জো’ এবং ভাঁড়
ট্রাম্প বাইডেনের উদ্দেশে বিতর্কে বলেছিলেন তিনি একজন ‘ঘুমন্ত বুড়ো মানুষ’ এবং ‘চরমপন্থি বামদের পাপেট’৷ অন্যদিকে বাইডেন ট্রাম্পকে আক্রমণ করেছিলেন বর্ণবাদী, মিথ্যুক, ভাঁড় এবং অ্যামেরিকার সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট বলে৷ ইটালির শিল্পী ক্রিস্টিলের আঁকা ছবিতে বিতর্কের প্রতিচ্ছ্ববি৷
শিশুর মতো আচরণ
আফ্রিকার মানুষও ট্রাম্পের আচরণকে শিশুতোষ বলে মনে করে৷ বুরকিনা ফাসোর কার্টুনিস্ট ডামিয়েন গ্লেজ তার ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছেন ট্রাম্প যে-কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চান, ঠিক যেন একটা শিশু৷
ট্রাম্পজিলা
প্রথম জাপানিজ গর্জিলা মুভি মুক্তি পেয়েছিল ১৯৫৪ সালে৷ যে পথ দিয়ে গর্জিলা যেতো তার ধ্বংসচিহ্ন রেখে যেতো৷ জাপানি কার্টুনিস্ট তাকেশি কিশিনো’র ছবিতে ট্রাম্পকে গর্জিলা হিসেবে দেখানো হয়েছে৷
শত্রুর শত্রু যখন মিত্র
গণতন্ত্রকে ‘কাঁচকলা দেখানো’ রাষ্ট্রনেতাদের ট্রাম্পের ভীষণ পছন্দ৷ যেমন: পুটিন, এর্দোয়ান, কিম জং উন৷ ডাচ কার্টুনিস্ট জেরেড রোয়ার্ডসের কার্টুনে তাই তাদের ‘আলফা মেলস’ হিসেবে দেখানো হয়েছে৷
মেইল-ইন ভোটের পক্ষে না!
মেইলের মাধ্যমে ভোট হলে তা হবে জালিয়াতি, মেইল-ইন ভোটের বিরুদ্ধে এমনটাই বলেছেন ট্রাম্প৷ এমনকি পোস্টাল সার্ভিসের তহবিল কাটছাট করেছেন৷ করোনা সংক্রমণ থেকে বাঁচতে বেশিরাগ ডেমোক্র্যাট এই পদ্ধতিতে ভোট দিতে আগ্রহী৷ মারিয়ান কামেনিস্কির আঁকা কার্টুনে ট্রাম্পের আচরণের বহিঃপ্রকাশ৷
ছবি: Waldemar Mandzel/Toonpool
চিরস্থায়ী রাজত্ব
অ্যামেরিকার সংবিধান অনুযায়ী কেনো কোনো প্রেসিডেন্ট তৃতীয় দফায় নির্বাচনে অংশ নিতে পারবে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প৷ তিনি কি আজীবন প্রেসিডেন্ট থাকতে চান? জার্মান কার্টুনিস্ট ক্রিস্টিয়ানে ফোলমানের আঁকা ছবিতে সেই সম্ভাবনা ফুটে উঠেছে৷
ছবি: Chrsitiane Pfohlmann/toonpool.com
9 ছবি1 | 9
প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সংবাদমাধ্যমগুলি সমানে সমীক্ষা করছে। সেই সমীক্ষা অনুযায়ী অ্যামেরিকার যে রাজ্যগুলিকে রাস্ট বেল্ট বলে, সেখানে ট্রাম্পের তুলনায় বাইডেন এগিয়ে আছেন। এই রাজ্যগুলির মধ্যে আছে, ওহাইও, মেরিল্যান্ড, ইন্ডিয়ানা, মিশিগানের একটা অংশ, উইসকনসিন, উত্তর ইলিনয়ের মতো রাজ্যগুলি। গতবার বাইডেনের দলের প্রার্থী হিলারি ক্লিন্টন এখানে যা ভোট পেয়েছিলেন, এ বার বাইডেন তার থেকেও বেশি ভোট পেতে পারেন।
সমীক্ষাগুলির মতে, ফ্লোরিডা, অ্যারিজোনার মতো সান বেল্টের রাজ্যগুলিতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ওয়াশিংটন-এবিসি-র সমীক্ষা বলছে, ফ্লোরিডায় ট্রাম্প দুই পয়েন্টে এগিয়ে আছেন। কিন্তু নিউ ইয়র্ক টাইমস-সিয়েনার সমীক্ষায় ট্রাম্প তিন পয়েন্টে পিছিয়ে আছেন। ২০১৬-র নির্বাচনে ট্রাম্প এখানে ১২ পয়েন্টে এগিয়েছিলেন।
নিউ ইয়র্ক টাইমসের সমীক্ষা বলছে উইসকনসিনে বাইডেন এগিয়ে আছেন ১১ পয়েন্টে। সিএনএন বলছে, ট্রাম্প আট পয়েন্টে পিছিয়ে আছেন।
যুক্তরাষ্ট্রে নির্বাচনের জমজমাট প্রচারণা
যুক্তরাষ্ট্রে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের জোর প্রচারণা৷ ৩ নভেম্বরের এ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের পক্ষে প্রচারটা কেমন হচ্ছে জেনে নিন ছবিঘরে...
ছবি: Brian Snyder/Reuters
১৪ ফুট ট্রাম্প
পেনসিলভানিয়ার ইয়ংসটাউনের ট্রাম্প হাউসের সামনের লনে দাঁড়িয়ে আছে ডনাল্ড ট্রাম্পের ১৪ ফুট উঁচু কাটআউট৷
ছবি: Shannon Stapleton/Reuters
পুরোপুরি দুর্নীতিপরায়ন
পেনসিলভানিয়ার মনরোভিল এলাকার রাস্তায় জো বাইডেনবিরোধী ডিজিটাল বিলবোর্ড, সেখানে বাইডেনের ছবির পাশে লেখা ‘পুরোপুরি দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ’৷
ছবি: Shannon Stapleton/Reuters
প্রচারে সান্তা ক্লজ
ক্রিস্টমাস আসতে অনেক বাকি, তবে নির্বাচনকে সামনে রেখে ফ্লোরিডায় সান্তায় ক্লজের সাজে নেমে পড়েছেন এক ট্রাম্প-ভক্ত৷ তার হাতের প্ল্যাকার্ডে লেখা, ‘ট্রাম্পের পক্ষে সান্তা’৷
ছবি: Ricardo Arduengo/Reuters
নৈতিক যুক্তরাষ্ট্র
ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থীর সমর্থকরা এখন ট্রাম্পের বিরুদ্ধে প্রচারণায় ব্যস্ত৷ উইসকনসিনের এক দেয়ালে তাই বাইডেন আর তার রানিংমেট কমলা হ্যারিসকে ভোট দেয়ার আহ্বান জানাতে গিয়ে লেখা হয়েছে, ‘‘যুক্তরাষ্ট্রকে আবার নৈতিক করুন৷’’
ছবি: Bing Guan/Reuters
কোভিডে মৃত্যুর দায়
টেনেসির নেসভিলে বেলমন্ট বিশ্ববিদ্যালয়ে ট্রাম্প-বাইডেন দ্বিতীয়, অর্থাৎ চূড়ান্ত বিতর্কের আগে বাইডেন সমর্থক এক স্কুলবাস চালক৷ যুক্তরাষ্ট্রে কোভিড-১৯- এ পর্যন্ত দুই লাখ ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করে প্ল্যাকার্ডে তিনি লিখেছেন, ‘‘ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ব্যর্থ করেছে৷’’
ছবি: Mike Segar/Reuters
প্রতিটি ভোটের গুরুত্ব
ট্রাম্প ‘বড়’ প্রার্থী, তার জয় সুনিশ্চিত- এ কথা ভেবে কেউ যাতে ভোট দিতে নিরুৎসাহিত না হন তা নিশ্চিত করতে উইসকনসিনে বাইডেন-কমলা সমর্থকদের প্রতীকী প্রচারণা৷ছোট ছোট মাছ একতাবদ্ধ হয়ে বড় একটা মাছকে তাড়া করছে- এমন ছবির নীচে লেখা ‘‘প্রত্যেকটি ভোট হিসেব হয়৷’’
ছবি: Bing Guan/Reuters
ফ্যাসিস্টের স্থান নেই
ম্যাসাচুসেটসের এক রাস্তার একপাশে ট্রাম্পের পক্ষে প্রচার চালাচ্ছেন তার সমর্থকরা, অন্যদিকে বাইডেনের এক সমর্থক দেখাচ্ছে ‘এই সড়কে কোনো ফ্যাসিস্টের স্থান হবে না’ লেখা প্ল্যাকার্ড৷
ছবি: Brian Snyder/Reuters
যথেষ্ট হয়েছে
উইসকনসিনের ব্ল্যাক আর্থের এক খামারের সামনে বাইডেন-কমলার সমর্থকরা লিখেছেন ট্রাম্প যথেষ্ট হয়েছে, ‘‘এবার বাইডেন আর কমলাকে ভোট দিন৷’’
ছবি: Bing Guan/Reuters
শত্রু সমাজতন্ত্র আর ‘ভুয়া খবর’
টেনেসির ন্যাশভিলে এক ট্রাকে ট্রাম্পের পক্ষের প্রচারণায় লক্ষ্যবস্তু বানানো হয়েছে সমাজতন্ত্র আর সংবাদমাধ্যমকে৷ সেখানে লেখা, ‘‘সমাজতন্ত্রকে বর্জন করুন, ট্রাম্পকে ভোট দিন’’ এবং ‘‘ভুয়া খবর জনগণের শত্রু৷’’
ছবি: Brian Snyder/Reuters
9 ছবি1 | 9
পেনসিলভানিয়ার ক্ষেত্রে সমীক্ষার পূর্বাভাস, এখানে বাইডেন এগিয়ে। ওয়াশিংটন পোস্ট বলছে সাত পয়েন্টে, নিউ ইয়র্ক টাইমস ছয় পয়েন্টে ও আরেকটি সমীক্ষায় পাঁচ পয়েন্টে।
ট্রাম্প যদি নিশ্চিত হন যে তিনি জিতছেন, তা হলে মার্কিন সময় মঙ্গলবার রাতে ভোটের ফলাফল প্রকাশের আগেই তিনি নিজের জয় ঘোষণা করে দেবেন। এই কৌশল নিয়েই তিনি এগোচ্ছেন বলে জানিয়েছে একাধিক রিপোর্ট। ট্রাম্প অবশ্য একাধিকবার পোস্টাল ব্যালট নিয়ে তাঁর আশঙ্কার কথা জানিয়েছেন। আর ইতিমধ্যে পোস্টাল ব্যালটে গতবারের তুলনায় ৬৭ শতাংশ ভোট পড়ে গেছে।
হিউস্টনে ড্রাইভ-থ্রু পদ্ধতিতে এক লাখ ২৭ হাজার ভোট পড়েছে। সেই ভোট বাতিলের দাবি জানিয়েছিল রিপাবলিকানরা। কিন্তু আদালতে তাদের আর্জি খারিজ হয়ে গেছে।