1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন বাস্কেটবল

১৯ ফেব্রুয়ারি ২০১২

ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন বা এনবিএ’তে জেরেমি লিন’এর আগে ইয়াও মিং’কেও ব্যাপারটা সহ্য করতে হয়েছে৷ কিন্তু খেলাটা বাস্কেটবল এবং দেশটা মার্কিন যুক্তরাষ্ট্র৷

NEW YORK, NY - FEBRUARY 10: Jeremy Lin #17 of the New York Knicks brings the ball up court against the Los Angeles Lakers at Madison Square Garden on February 10, 2012 in New York City. NOTE TO USER: User expressly acknowledges and agrees that, by downloading and or using this photograph, User is consenting to the terms and conditions of the Getty Images License Agreement. (Photo by Chris Chambers/Getty Images)
Basketball NBA Jeremy Linছবি: Getty Images

নিউ ইয়র্ক নিক্স'দের জেরেমি লিন'এর বাবা-মা তাইওয়ান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন সত্তরের দশকে৷ লিন নিজে হার্ভার্ডে পড়েছেন৷ বাস্কেটবল খেলোয়াড় হিসেবে দৈহিক উচ্চতা তার বেশি নয়: ৬ ফুট ৩ ইঞ্চি৷ কিন্তু লিন সম্প্রতি নিক্সদের হয়ে যে খেলা দেখিয়েছেন এবং যেভাবে পয়েন্ট সংগ্রহ করেছেন, তাতে অ্যামেরিকান বাস্কেটবলে একটা নতুন শব্দ যোগ হয়েছে: লিনস্যানিটি, অর্থাৎ লিনকে নিয়ে পাগল৷

কিন্তু দৈত্যাকার চীনা খেলোয়াড় ইয়াও মিং অবসর নিতে না নিতে আবার একজন চীনা, অন্তত চীনা বংশোদ্ভূত খেলোয়াড় এনবিএ মাত করবে, এ'তে সকলে দৃশ্যত সন্তুষ্ট নয়৷ নয়তো অ্যামেরিকান স্পোর্টস চ্যানেল ইএসপিএন তাদের একটি অনলাইন কাহিনিতে খামোখাই ‘‘চিংক ইন দ্য আর্মর'' শীর্ষক দিতো না৷ কেননা ‘চিংক' শব্দটাতেই চীনা জাতি এবং চীনা বংশোদ্ভূতদের প্রতি একটি জাতিবৈষম্যসূচক গভীর অবজ্ঞা লুকিয়ে রয়েছে৷ ইএসপিএন বলছে, অনলাইন লেখাটি মাত্র ৩৫ মিনিটের জন্য দেখা গেছিল, প্রতিষ্ঠানের অভ্যন্তরেও প্রক্রিয়া পরিবর্তনের, এমনকি শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ কিন্তু ক্ষতি যা হবার তা ততোক্ষণে হয়ে গিয়েছে৷

বাস্কেট করছেন জেরেমি লিনছবি: AP

কৃষ্ণাঙ্গ বক্সার ফ্লয়েড মেরিওয়েদার কিন্তু বলেছেন, জেরেমি লিন ভালো খেলোয়াড় হতে পারে, কিন্তু এশীয় বলেই তাকে এতো বেশি ‘হাইপ', অর্থাৎ প্রচারণা দেওয়া হচ্ছে৷ ইয়াও মিং'এর ক্ষেত্রে এর আগে যা ঘটেছিল৷ মার্কিন মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রে ‘পলিটিকাল করেক্টনেস', বা রাজনৈতিকভাবে ভেবেচিন্তে কথা বলার একটা সংস্কৃতি আছে বটে, কিন্তু এনবিএ যেন তার বাইরে৷

বলতে কি, গল্ফ'এ টাইগার উডস'এর উত্থানের সময়েও তাই ঘটেছিল৷ এছাড়া অধিকাংশ মার্কিনিরা ভালো খেলা দেখতে পারলেই খুশি৷ তারা অতো জাত-পাত নিয়ে মাথা ঘামায় না, বলে বিশেষজ্ঞদের মত৷ ২৩ বছর বয়সী লিন নিজেও নয়, তা তাইওয়ানিরা তাকে নিয়ে যতোই মাতুক না কেন, ইয়াও মিং'কে নিয়ে চীনের মানুষ যেমন পাগল হয়েছিল৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ