1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘মার্কিন ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে গণমাধ্যমও'

২৫ সেপ্টেম্বর ২০২৩

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, গণমাধ্যমও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় যুক্ত হতে পারে৷

USA Peter Haas, Botschafter
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস৷ছবি: United States Department of State

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র৷ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন গণমাধ্যমও এই নিষেধাজ্ঞার আওতায় যুক্ত হতে পারে৷

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কার্যালয় পরিদর্শনে গিয়ে রোববার দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য বলেন৷

পিটার হাস বলেন, ‘‘গণতান্ত্রিক নির্বাচনি প্রক্রিয়ায় যারাই বাধা দেবে - সরকারিপন্থি, বিরোধী দল, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিচারবিভাগের সদস্য কিংবা গণমাধ্যমকর্মী, সবার বিরুদ্ধেই ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ হবে৷''

গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাদানকারীদের পরিবারের সদস্যরাও ভিসা নিষেধাজ্ঞার আওয়তায় আসতে পারেন বলে মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত৷ 

তবে ঠিক কত জনের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলেননি তিনি। পিটার হাস বলেন, ‘‘এখানে সংখ্যাটি গুরুত্বপূর্ণ নয়, বার্তাটিই গুরুত্বপূর্ণ৷ সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই আমরা এটা করেছি। তবে ভিসা নীতি কোন স্বাধীন দেশের ওপর হস্তক্ষেপ নয়৷''  

বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই যুক্তরাষ্ট্র এই ভিসা নিষেধাজ্ঞার নীতি প্রয়োগ করছে বলে মন্তব্য করেন পিটার হাস৷

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট শুক্রবার এক বিবৃতিতে জানায়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনি প্রক্রিয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷  

নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা আছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার ক্ষেত্রে আরও যারা দায়ী বা জড়িত বলে প্রমাণিত হবে, ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। 

এসএইচ / এসিবি (দ্য ডেইলি স্টার) 

নির্বাচন সুষ্ঠু করতে ইইউ-মার্কিন চাপ কতটা?

01:00:26

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ