1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন অর্থনীতি

অরুণ শঙ্কর চৌধুরী১২ নভেম্বর ২০১২

প্রেসিডেন্ট ওবামা পুনর্নির্বাচিত হবার পরেই যুক্তরাষ্ট্র যে ‘ফিস্কাল ক্লিফ’-এর মুখোমুখি হতে চলেছে, তা এড়াতে না পারলে দেশ নানা করবৃদ্ধি ও বাজেট হ্রাসের সম্মুখীন হবে৷

ছবি: privat

ওয়াল স্ট্রিটের সঙ্গে গত ত্রিশ বছর ধরে যুক্ত শ্যামল সেন’ও বিষয়টি নিয়ে ভেবেছেন৷

গত গ্রীষ্মে মার্কিন সরকার যখন রিপাবলিকানদের সাহায্য নিয়ে বাজেট ঘাটতির সর্বোচ্চ মাত্রা বাড়ান - নয়তো মার্কিন যুক্তরাষ্ট্র দেউলিয়া হতে চলেছিল! - তখন ওবামা ও তাঁর ডেমক্র্যাটদের তার দাম দিতে হয় একটি ‘‘বাজেট কন্ট্রোল অ্যাক্ট'' বা বাজেট নিয়ন্ত্রণ আইনের মাধ্যমে৷ এই আইন অনুযায়ী দশ বছর ধরে প্রতিবছর ১০৯ বিলিয়ন ডলার ব্যয়সংকোচ করা হবে, যদি না তার আগে কোনো উপযুক্ত আর্থিক পরিকল্পনা খাড়া করা সম্ভব হয়৷ নির্বাচনের তোড়ে রিপাবলিকান কি ডেমক্র্যাট, কোনো পক্ষই আপোশে রাজি না হওয়ায় এখন সেই শেষের সেদিন ভয়ঙ্কর প্রায় ঘাড়ে এসে পড়েছে৷ জানুয়ারিতেই ব্যয়সংকোচ শুরু হবে, এবং মার্কিন প্রবৃদ্ধি আধ শতাংশে নেমে যাবে, বলে আশংকা করছেন বিশেষজ্ঞরা৷

শ্যামল সেন প্রায় ত্রিশ বছর ধরে ওয়াল স্ট্রিটের সঙ্গে যুক্ত, তবে কম্পিউটার প্রযুক্তির দিক দিয়ে৷ বর্তমানে তিনি নিউ ইয়র্কের কম্পিউটার সায়েন্সেস কর্পোরেশনের চিফ টেকনোলজি অফিসার৷ তাঁকে ‘ফিস্কাল ক্লিফ' নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন:

BM/121112/Interview: Shyamal Sen, CTO of CSC NY on Obama - MP3-Mono

This browser does not support the audio element.

‘‘এখানে তো দু'দলই এতো পরস্পরের বিপরীত অবস্থানে আছে যে, গত কয়েক বছর ধরে সমস্যাটা সম্পর্কে কিছু করা হয়নি৷ আমরা এখন এমন জায়গায় এসে পৌঁছেছি যে, সমস্যাটার অবিলম্বে মোকাবিলা করা দরকার৷ নির্বাচনের ফলাফল দু'টি দলের মনোভাব নিশ্চয় কিছুটা প্রভাবিত করবে৷ এবং যে বাইপার্টিজান বা উভয়দলীয় মনোভাবটার এতোদিন অভাব ছিল, এখন আমরা একটা সর্বনাশের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি৷ সুতরাং বাইপার্টিজান মনোভাবটা আগের থেকে বেশি প্রত্যাশা করা যাবে৷''

যেমন করবৃদ্ধির ক্ষেত্রে একটা আপোশের প্রত্যাশা করছেন শ্যামল সেন৷ আবার মোটরগাড়ি শিল্পের বেলআউটের ক্ষেত্রে ওবামার সাফল্য রিপাবলিকানদের কাছ থেকে থেকে কিছুটা স্বীকৃতি পাবে, এ'আশাও আছে তাঁর৷

ওয়াল স্ট্রিটের ব্যবসায়ীরা নিজেরাই সাধারণত কিছুটা স্বল্পমেয়াদী মনোভাব প্রদর্শন করেন৷ শেয়ারবাজারের সূচক ওঠে-নামে সেদিনকার অবস্থা বুঝে৷ দীর্ঘমেয়াদী প্রবণতার ক্ষেত্রে ওয়াল স্ট্রিট এখনও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, বললেন শ্যামল সেন৷

রিপাবলিকান-ডেমক্র্যাট কাজিয়া বা বাজেট ঘাটতি বাদ দিলেও, মার্কিন অর্থনীতির কিছু বাস্তব সমস্যা আছে৷ যার মধ্যে প্রথম হল যুদ্ধের খরচ, বললেন শ্যামল সেন৷ দ্বিতীয়ত, ওবামার প্রথম কর্মকালে চাকুরি সৃষ্টির বিষয়টি কিছুটা অবহেলিত হয়েছে, বলে তিনি মনে করেন৷ ওবামা বিশেষ করে হেল্থ কেয়ার বা স্বাস্থ্যবিমার উপর জোর দিয়েছিলেন৷ সেই সঙ্গে যোগ হয়েছে কয়েকটি বিশ্বব্যাপী প্রবণতা, যেমন ম্যানুফাকচারিং শিল্পে চাকুরি চীনে চলে যাওয়ার প্রবণতা৷

সব মিলিয়ে, ওবামার প্রথম কর্মকালে যা কিছু উপেক্ষিত হয়েছিল, এবার তার মোকাবিলা করতেই হবে, কেননা আমরা ‘‘সত্যের মুখোমুখি দাঁড়িয়েছি,'' বললেন নিউ ইয়র্কবাসী শ্যামল সেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ