1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরস্কার ৬৪০ মিলিয়ন ডলার

৩১ মার্চ ২০১২

লটারির জ্বরে ভুগছে এখন গোটা যুক্তরাষ্ট্র৷ কারণ ভাগ্য মিলে গেলেই যে মিলিয়ন মিলিয়ন ডলার৷ শুক্রবার মেগা মিলিয়ন জ্যাকপটের ড্র শেষে একজন বিজয়ীর খবর পাওয়া গেল৷

ছবি: Fotolia/Farina3000

আর সেই বিজয়ী পেতে যাচ্ছেন গুনে গুনে ৬৪০ মিলিয়ন ডলার! টাকার অংকে সেটা পাঁচ হাজার একশ চুরাশি কোটি টাকা৷ মানে একজনই পাবে সেই অর্থ৷ অবশ্য ভাগ্যের সেই সংখ্যা যদি দুইজনের টিকিটে মিলে যায় তাহলে তারা ভাগ করে নেবে, যেমনটি বছর পাঁচেক আগে সর্বশেষ মেগা মিলিয়ন লটারির ৩৯০ মিলিয়ন ডলার দুইজন বিজয়ীর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল৷ শুক্রবার বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় লটারির ড্র-র পর ম্যারিল্যান্ড লটারি কর্মকর্তারা জানিয়েছেন তাদের কাছে একজন বিজয়ীর খবর এসেছে৷ তারা এখন অপেক্ষা করে দেখছেন আরও কেউ সেই ভাগ্যবানের তালিকায় নাম লেখাতে পারে কিনা৷ তবে যিনি বিজয়ী হয়েছেন তারা নাম তারা প্রকাশ করেননি, কেবল জানিয়েছেন বিজয়ী সেই টিকিটটি বাল্টিমোর কাউন্টির একটি দোকান থেকে কেনা হয়েছে৷ এক ডলার মূল্যের একটি টিকিটের কয়েকটি সংখ্যা একটি মানুষের জীবন পুরো বদলে দিতে পারে৷ তাই গোটা মার্কিন মুলুকের কোটি কোটি মানুষ গত কয়েক দিন ধরে এই লটারির টিকিট কিনে চলেছিলো৷

হুইটনির কানের দুল নিলামে

গত ফেব্রুয়ারিতে হঠাৎ করেই চির বিদায় নেন গ্র্যামি বিজয়ী তারকা হুইটনি হিউস্টন৷ তার রেখে যাওয়া ব্যবহার্য জিনিসপত্র সপ্তাহান্তের নিলামে জায়গা পাচ্ছে৷

হুইটনি হিউস্টনছবি: AP

এর মধ্যে রয়েছে তার বিখ্যাত বডিগার্ড ছবিতে অভিনয় করার সময় তার পরা কানের দুল৷ লস এঞ্জেলেসের বেভারলি হিলসে এই নিলাম অনুষ্ঠিত হবে৷ নিলাম প্রতিষ্ঠান জুলিয়েন অকশন্সের কর্মকর্তা মার্টিন নোলান জানিয়েছেন, হুইটনি মারা যাওয়ার পর এই প্রথম তার ব্যবহৃত সামগ্রী নিলামের হাতুড়ির নীচে আসছে৷ হিউস্টন ছাড়া আরও বেশ কিছু জিনিসপত্র এবার নজর কেড়েছে৷ যেমন বিখ্যাত চার্লি চ্যাপলিনের হাতে থাকা কেইন বা লাঠিটি৷ চ্যাপলিনের সেই লাঠিটি যেন তার প্রতীক হয়ে উঠেছিলো৷ সেটি উঠেছে এবারের নিলামের তালিকায়৷ সুপারম্যান ছবিতে অভিনয় করা ক্রিস্টোফার রিভের কস্টিউমটিও দেখা যাবে সপ্তাহান্তের নিলামে৷ দেখা যাক কাদের সংগ্রহশালায় জায়গা পায় এসব বিখ্যাত ব্যক্তির রেখে যাওয়া জিনিসপত্র৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম/এএফপি/রয়টার্স
সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ