1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন যুক্তরাষ্ট্রের মোদী বর্জনের ইতি

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৩ ফেব্রুয়ারি ২০১৪

প্রায় এক দশকের বয়কটে ইতি টেনে বৃহস্পতিবার ভারতের মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল সাক্ষাৎ করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে৷ প্রমাণ হলো, যুক্তরাষ্ট্রের কাছে মোদী এখন আর অচ্ছুৎ নয়৷

Indien Gujarat Narendra Modi
ছবি: AP

গান্ধীনগরে নরেন্দ্র মোদীর বাসভবনে প্রায় ঘণ্টা খানেক ধরে ভারতের আসন্ন সাধারণ নির্বাচনে প্রধান বিরোধী দল বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত৷ তবে কী নিয়ে কথা হয়েছে সে বিষয়ে কেউই মুখ খোলেননি সংবাদমাধ্যামের কাছে৷

মার্কিন রাষ্ট্রদূতকে মোদী স্বাগত জানান লাল গোলাপের স্তবক দিয়ে৷ ২০০২ সালে গুজরাট সাম্প্রদায়িক দাঙ্গার পর থেকে মোদীকে বর্জন করে আসছিল ওয়াশিংটন৷ এমনকি, মোদীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দিতেও অস্বীকার করে তারা৷ কিন্তু এই সাক্ষাতের মাধ্যমে সেই ভিসা বিতর্কে যবনিকা পড়লো৷ অর্থাৎ, রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটি ভেবেছিলেন, ঠিক সেভাবেই সন্ধির হাত বাড়ালো ওবামা পরশাসন৷

বলা বাহুল্য, এই সাক্ষাতে বিজেপি স্বভাবতই খুশি৷ দলের মতে মোদীকে স্বীকার না করে যুক্তরাষ্ট্রের অন্য উপায় ছিল না৷ এটাই গণতন্ত্রের দাবি৷ আর এবার মোদী বয়কট অবসানের পর, ইউরোপের অন্যান্য দেশগুলির সঙ্গে এক সারিতে উঠে এলো ওয়াশিংটন৷ এতে মোদীর আন্তর্জাতিক গুরুত্ব বাড়লো, যেটা নির্বাচনি প্রচারে বেশ ভালোভাবেই কাজে লাগাতে পারবে বিজেপি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ