1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন রণতরী, রুশ জঙ্গি বিমান

১৪ এপ্রিল ২০১৬

গত সোম ও মঙ্গলবার দু'টি রুশ সুখয় এসইউ-২৪ জঙ্গিজেট মার্কিন রণতরী ইউএসএস ডোনাল্ড কুক-এর কাছ দিয়ে বার বার উড়ে যায়, যেন তারা আক্রমণের মহড়া দিচ্ছে৷ মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে এ খবর৷

Russland Moskau Sukhoi Su-34 Kampfjet Sukhoi T-50 PAK FA Demonstrationsflug
ছবি: picture-alliance/dpa/S.Bobylev

বালটিক সাগরের উপকূলে পোল্যান্ডের গিডিনিয়া বন্দর৷ ইউএসএস ডোনাল্ড কুক সেই বন্দর ছেড়ে সাগরে বেরোয় গত ১১ই এপ্রিল৷ রণতরীর ডেকে একটি পোলিশ হেলিকপ্টারও ছিল৷

সেইদিনই দু'টি এসইউ-২৪ জঙ্গিজেট ডোনাল্ড কুক-এর কাছ দিয়ে বিশ বার উড়ে যায়৷ জঙ্গিজেটগুলি রণতরীর এক হাজার মিটারের ভিতর দিয়ে উড়ে যায়, মাত্র ত্রিশ মিটার উচ্চতায়৷ তার পরদিন, অর্থাৎ ১২ই এপ্রিল, জঙ্গিজেটগুলির সঙ্গে একটি রুশি কেএ-২৭ হেলিক্স হেলিকপ্টার যোগ দেয় ও বারংবার মার্কিন রণতরীটির আরো কাছ দিয়ে উড়ে যায়৷ কত কাছে, তা মার্কিন নৌবাহিনীর প্রকাশিত ভিডিও দেখলেই বোঝা যায়৷

মঙ্গলবার সুখয় এসইউ-২৪ জঙ্গিজেটগুলি রণতরীর এত কাছ দিয়ে উড়ে গেছে যে, সাগরের জল কেঁপে গেছে বলে প্রকাশ৷ মোট এগারো বার ওড়ে তারা৷ তবে দৃশ্যত বিমানগুলির কোনো রকেট গোত্রীয় রণসজ্জা ছিল না৷ তবুও ঘটনাটি যেন ঠান্ডা লড়াইয়ের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়৷

ঠান্ডা লড়াইয়ের আমলে দু'পক্ষের সামরিক বাহিনীর মধ্যে আচম্বিত সঙ্ঘর্ষ লাগার বিপদ সম্বলিত একাধিক ঘটনা ঘটার পর, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৭২ সালে৷ সেই চুক্তিতে ‘‘জাহাজ অথবা বিমানের বিরুদ্ধে আক্রমণের মহড়া, জাহাজের উপর বিমানের কসরত বা জাহাজের কাছে বোমা জাতীয় বিপজ্জনক পদার্থ ফেলা'' নিষিদ্ধ করা হয়৷

এবারের ঘটনায় হোয়াইট হাউসের মুখপাত্র আন্তর্জাতিক জলরাশি বা বায়ু অঞ্চলে সামরিক বাহিনীর কার্যকলাপের ‘‘পেশাদারি মানের সঙ্গে সঙ্গতিহীন'' বলে উল্লেখ করেই ক্ষান্ত হয়েছেন৷ অপরদিকে পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী আন্টনি মাচিয়েরেভিচ ‘‘প্ররোচনা ছাড়া আর কিছু নয়'' ও ‘‘আগ্রাসী অভিপ্রায়''-এর কথা বলেছেন৷

ন্যাটো আপাতত পূর্ব ইউরোপে যে সামরিক শক্তিবৃদ্ধি করতে চলেছে, তা ঠান্ডা লড়াইয়ের আমল যাবৎ বৃহত্তম৷ বালটিক সাগরের উপকূলবর্তী তিনটি দেশ - এস্টোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া - ও সেই সঙ্গে পোল্যান্ড রাশিয়ার তরফে ক্রমবর্ধমান আগ্রাসন দেখছে; তাদের আশ্বস্ত করতেই ন্যাটোর এই ‘বিল্ড-আপ'৷

এসি/এসিবি (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ