1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিখ গুরুদ্বার

৬ আগস্ট ২০১২

মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন’এর এক শিখ গুরুদ্বারে বন্দুকবাজের হামলায় সাতজন শিখ পুণ্যার্থীর মৃত্যুতে ভারত তীব্র ক্ষোভ প্রকাশ করে এই নৃশংস ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানায়৷

A distraught women is helped to a car outside of the Sikh temple in Oak Creek, Wisconsin August 5, 2012. A shooting during Sunday services at the temple left at least seven people dead, including a gunman, and at least three critically wounded, police and hospital officials said. REUTERS/Tom Lynn (UNITED STATES - Tags: CRIME LAW TPX IMAGES OF THE DAY)
ছবি: Reuters

রবিবার সকালে অ্যামেরিকার উইসকনসিন'এর এক শিখ গুরুদ্বারে আচমকা ঢুকে এক বন্দুকবাজ এলোপাথাড়ি গুলি চালালে নিহত হয় সাতজন শিখ পূণ্যার্থী৷ আহত হন বেশ কয়েকজন৷ পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে অবশ্য মারা যায় ঐ বন্দুকবাজ৷ স্বাভবিকভাবেই, এই মর্মান্তিক ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় ভারতে৷ বিক্ষোভ দেখায় জম্মু-কাশ্মীরের শিখ সম্প্রদায়৷ সর্বোচ্চ শিখ ধর্মীয় সংস্থা শিখ গুরুদোয়ারা প্রবন্ধক কমিটি এ বিষয়ে শিখ প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে হস্তক্ষেপের অনুরোধ করেছে৷

প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং মার্কিন প্রেসিডেন্টের বিবৃতিকে স্বাগত জানালেও, এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ‘‘আশা করি মার্কিন কর্তৃপক্ষ এই নিদারুণ ঘটনার তদন্ত করবে যে, কারা নিরীহ ভক্তদের ওপর হামলার জন্য দায়ী৷ আর ভবিষ্যতে এই ধরণের ঘটনা যাতে না হয়, তারজন্য প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা নেবে৷''

হত্যাকাণ্ড যেখানে হয়েছে সেই শিখ গুরুদ্বারছবি: AP

ধর্মস্থানে হামলার নিন্দা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস.এম কৃষ্ণা৷ নিহতদের পরিবারবর্গকে সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি৷ ওয়াশিংটনে তিনি ভারতীয় রাষ্ট্রদূত নিরুপমা রাও'এর সঙ্গেও কথা বলেছেন যাতে সর্বোচ্চ মার্কিন প্রশাসনিক স্তরে বিষয়টির ওপর গুরুত্ব দেয়া হয়৷ ভারতীয় দূতাবাস থেকে একজন বিশেষ অফিসারকে পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পাঠানো হয়৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ভারতীয় রাষ্ট্রদূত মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে লাগাতার যোগাযোগ রেখে চলেছেন৷

পাঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রী বলেন, দিল্লির মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে তাঁকে অনুরোধ করবো এই হামলার পেছনে যাদের হাত আছে তাদের ধরার জন্য মার্কিন প্রশাসনের ওপর যেন তিনি চাপ দেন৷ ওদিকে, নতুন দিল্লির মার্কিন রাষ্ট্রদূত আজ দিল্লির এক গুরুদ্বারে গিয়ে শোক ও সমবেদনা জানিয়ে আসেন বলে জানা গেছে৷

এছাড়া, ঘটনাটির নিন্দা জানিয়েছে গোটা বিশ্বের শিখ ধর্মাবলম্বী, সুশীল সমাজ, অ্যামেরিকান-মুসলিম সমাজ এবং মার্কিন রাজনৈতিক নেতারা৷ আর অ্যামেরিকান মুসলিম সম্প্রদায় এই দুঃসময়ে শিখদের পাশে দাঁড়াবার কথা বলে৷

মার্কিন কর্তৃপক্ষ এই ঘটনাকে অভ্যন্তরীণ হামলা হিসেবে দেখছে৷ ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই৷ উল্লেখ্য, গত ২০শে জুলাই কলোরাডো সিনেমা হলে ‘ব্যাটম্যান' ছবির প্রিমিয়ারে একজন বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে নিহত হন ১৪ জন নিরপরাধ ব্যক্তি৷ তারপরও নিরাপত্তা ব্যবস্থা যে মজবুত হয়নি, গুরুদ্বারের এই হামলা তারই প্রমাণ৷

প্রসঙ্গত, বিশ্বে শিখ ধর্মাবলম্বীদের মোট সংখ্যা আড়াই কোটি, তার মধ্যে সাত লাখ থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ