1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদ

২০ আগস্ট ২০১৪

জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট'-এর এক ভিডিওতে যুক্তরাষ্ট্রের এক সাংবাদিকের শিরশ্ছেদ করতে দেখা গেছে৷ এছাড়া আরও এক মার্কিন সাংবাদিকেরও এমন পরিণতির হুমকি দেয়া হয়েছে৷

James Foley Journalist Reporter Libyen
সাংবাদিক জেমস ফলিছবি: dapd

ইসলামিক স্টেট-এর সঙ্গে জড়িত এমন অনলাইন সূত্র থেকে প্রায় পাঁচ মিনিটের এই ভিডিওটি প্রকাশ করা হয়৷ এতে দেখা যাচ্ছে, মুখোশ পরা এক জঙ্গি কমলা রংয়ের পোশাক পরা মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদ করছেন৷ ব্রিটিশ উচ্চারণে ইংরেজি বলা ঐ জঙ্গি বলেন, ‘‘মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যদি ইরাকে ইসলামিক স্টেটের উপর হামলা বন্ধের নির্দেশ না দেন তাহলে দ্বিতীয় সাংবাদিকের শিরশ্ছেদ করা হবে৷''

শিরশ্ছেদ করা ঐ সাংবাদিকের নাম জেমস ফলি বলে জানা গেছে৷ তাঁকে ২০১২ সালের ২২ নভেম্বর সিরিয়ার ইডলিব এলাকা থেকে অপহরণ করা হয়েছিল৷ লিবিয়া যুদ্ধের খবর প্রচার শেষে তিনি সিরিয়া গিয়েছিলেন৷ এএফপি, গ্লোবালপোস্ট সহ কয়েকটি গণমাধ্যমে তিনি খবর প্রেরণ করতেন৷

ফেসবুকে জেমস ফলির মায়ের চিঠি...

যে সাংবাদিককে হত্যার হুমকি দেয়া হয়েছে তাঁর নাম স্টিভেন সটলফ৷ গত বছরের আগস্টে তাঁকে অপহরণ করা হয়৷ কয়েকটি মার্কিন সংবাদপত্র ও ম্যাগাজিনে তিনি লেখালেখি করতেন৷ এর মধ্যে টাইম, ফরেন পলিসি, দ্য ক্রিস্টিয়ান সায়েন্স মনিটর নামের প্রখ্যাত প্রকাশনাও রয়েছে৷

মা-বাবা যা বললেন

জেমস ফলির মা ডিয়ানে ফেসবুকে লিখেছেন, ‘‘আমরা জিমকে নিয়ে এর আগে কখনো এতটা গর্ব অনুভব করিনি৷ সে সিরিয়ার মানুষের দুর্ভোগের কথা সারা পৃথিবীকে জানাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছে৷'' এরপর তিনি আটক অন্যদের ছেড়ে দেয়ার জন্য অপহরণকারীদের প্রতি আহ্বান জানান৷ কারণ, ‘‘ইরাক, সিরিয়া সহ বিশ্বের যে-কোনো অঞ্চলের প্রতি মার্কিন নীতির উপর তাদের (আটককৃতদের) কোনো নিয়ন্ত্রণ নেই,'' বলেন ডিয়ানে৷

এদিকে, ফলির মা-বাবা এক টুইটার বার্তায় তাঁর শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন৷

হোয়াইট হাউসের প্রতিক্রিয়া

হোয়াইট হাউস জানিয়েছে তারা ভিডিওটি পরীক্ষা করে দেখছেন৷ প্রেসিডেন্ট ওবামাকেও বিষয়টি জানানো হয়েছে৷ তিনি তখন বাকি ছুটি কাটাতে ওয়াশিংটন থেকে মার্থা'স ভাইনইয়ার্ডে যাচ্ছিলেন৷ এদিকে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র কাইটলিন হেডেন জানিয়েছেন, ‘‘(ঘটনা) যদি সত্যি হয়, তাহলে আমরা এই নির্দোষ সাংবাদিকের এমন নৃশংস হত্যার ঘটনায় মর্মাহত৷ তাঁর পরিবার ও বন্ধুবান্ধবের প্রতি আমরা গভীর সহানুভূতি জানাচ্ছি৷''

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ