রাশিয়ার অভিযোগ, অ্যামেরিকার সাহায্যে রাসায়নিক অস্ত্র তৈরি করছে ইউক্রেন। অভিযোগ অস্বীকার জেলেনস্কির।
বিজ্ঞাপন
রাশিয়া-ইউক্রেন সংঘাতে এখন বিতর্কের কেন্দ্রে রাসায়নিক অস্ত্র। রাশিয়া অভিযোগ করেছে, অ্যামেরিকার সহায়তায় ইউক্রেন এখন রাসায়নিক অস্ত্র তৈরি করছে। বিষয়টি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনা চেয়েছে রাশিয়া। তাদের সেই আবেদন মেনে আলোচনাও হবে।
কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করেছেন। অ্যামেরিকা বলেছে, রাশিয়া আসলে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে চায়। তার জন্য বাহানা তৈরি করছে।
জেলেনস্কি যা বলেছেন
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, ''অভিযোগ করা হয়েছে, আমরা নাকি রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছি। তোমরা কি ইউক্রেনকে রাসায়নিক-মুক্ত করতে চাইছ? কী করে করবে? অ্যামোনিয়া ব্যবহার করে? ফসফরাস দিয়ে?''
যেভাবে ধ্বংসস্তূপ হচ্ছে ইউক্রেন
ইউক্রেনে রাশিয়ার হামলার দুই সপ্তাহ হতে চলেছে৷ রুশ সৈন্যরা বিভিন্ন শহর ঘিরে রেখে অবিরাম বোমাবর্ষণ করছে৷ তাতে সাজানো-গোছানো একটি দেশ কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দেখুন ছবিঘরে...
ছবি: Serhii Nuzhnenko/REUTERS
ঘর-বাড়ি বিধ্বস্ত
কিয়েভের কাছের ইরপিন শহরের ছবি এটি৷ রাশিয়ার বোমাবর্ষণে একটি আবাসিক এলাকার একাংশ একেবারে বসবাসের অযোগ্য৷
ছবি: Serhii Nuzhnenko/REUTERS
গ্রামেও মৃত্যু-আতঙ্ক
কিয়েভের কাছের গ্রাম হাতনে৷ সেখানেও চলছে রুশ সেনাদের হামলা৷ ছবিতে শেলের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি৷ বাড়ির পাশের মাটিও শেলের আঘাতে চৌচির৷
ছবি: Serhii Nuzhnenko/REUTERS
ভাঙা সেতু
কিয়েভ অঞ্চলের বুখা শহরের একটি ব্রিজ ভেঙে দিয়েছে রুশ সেনারা৷ যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক ক্ষতি হচ্ছে চলমান যুদ্ধে৷
ছবি: Maksim Levin/REUTERS
স্কুল ধ্বংস
ঝিতোমিরের এই জায়গাটায় কয়েকদিন আগেও একটা স্কুল ছিল৷ সেই স্কুল বোমার আঘাতে শুধুই ধ্বংসস্তূপ৷
ছবি: Viacheslav Ratynskyi/REUTERS
ফিটনেস সেন্টারের বেহাল দশা
রুশ হামলাল লক্ষ্য ছিল কিয়েভের এক টিভি টাওয়ার৷ কিন্তু লক্ষ্যচূত হয়ে শেল গিয়ে পড়েছে এক ফিটনেস সেন্টারে৷ ধ্বংসস্তূপে জ্বলছে আগুন৷
ছবি: Umit Bektas/REUTERS
স্মৃতি সংরক্ষণ
চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে ঝিতোমির শহর৷ ধ্বংসস্তূপে দাঁড়িয়েই আরেক ভবনের ধ্বংস হওয়ার মুহূর্ত মোবাইলে ধরে রাখছেন এক নারী৷
ছবি: Viacheslav Ratynskyi/REUTERS
ধ্বংস রোধের কঠিন লড়াই
কিয়েভের কাছের আরেক গ্রাম চাইকি৷ স্থানীয় কর্মকর্তারা জানাচ্ছেন, সেখানেও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে রুশ হামলায়৷ হামলার পর আগুন নেভানোর জন্য লড়ছেন এক দমকলকর্মী৷
ছবি: Serhii Nuzhnenko/REUTERS
চেমিনিভের আবাসিক এলাকা
চেমিনিভের আবাসিক এলাকাগুলো এখন প্রায় জনশূন্য৷ ওপরের ছবিতে হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন৷
ছবি: Roman Zakrevskyi/REUTERS
রক্ষা পেলো পুলিশ
খারকিভের একটি থানা অল্পের জন্য বেঁচে যায় শেলের আঘাত থেকে৷ পাশের এক ভবনে শেল আঘাত হানায় ভবনটির এখন এই অবস্থা৷
ছবি: Press service of the Ukrainian State Emergency Service/Handout/REUTERS
9 ছবি1 | 9
জেলেনস্কির বক্তব্য, ''রাসায়নিক কেন, সাধারণ মানুষের ক্ষতি হয় এমন কোনো অস্ত্রই আমরা তৈরি বা ব্যবহার করছি না।''
জাতিসংঘে আলোচনা
শুক্রবারই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার অভিযোগ নিয়ে আলোচনা হবে। পশ্চিমা দেশগুলির দাবি, রাশিয়া মিথ্যা অভিযোগ করছে। তারা আসলে এই অভিযোগ করছে, কারণ, তারা নিজেরাই ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে চায়।
জাতিসংঘে অ্যামেরিকার মুখপাত্র সংবাদসংস্থা এপি-কে বলেছেন, রাশিয়া বিশ্বের চোখে ধুলো দিতে চাইছে। আর তারা জাতিসংঘের মঞ্চকে এই কাজে ব্যবহার করতে চাইছে।