1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিয়মের বেড়াজালে

২৮ এপ্রিল ২০১২

যৌন কেলেঙ্কারিতে নাকাল মার্কিন সিক্রেট সার্ভিস সদস্যদের জন্য নতুন নিয়মনীতি চালু করা হলো৷ আরোপিত হলো আরও কড়াকড়ি৷ অন্যদিকে কলম্বিয়াতে তদন্ত কমিটি পাঠাতে পারে মার্কিন আইনসভা৷

ছবি: picture-alliance/Landov

এফবিআই, সিআইএ- হলিউডী মুভির কল্যাণে এসব নামের সঙ্গে অনেকেই পরিচিত৷ কিন্তু ইউএস সিক্রেট সার্ভিস, এই সংস্থাটির কথা খুব কম লোকই জানে৷ গভীর জলের এই সিক্রেট সার্ভিস হঠাৎ করেই যেন ভেসে উঠলো৷ তাও যৌন কেলেঙ্কারির জের ধরে৷

গত ১৩ এপ্রিল তাদের যৌন কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়ে যায়৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কলম্বিয়া সফরের আগমুহুর্তে বেশ কিছু সিক্রেট সার্ভিস সদস্য সেখানে গিয়েছিলেন৷ আর ধনী দেশের মানুষ গরীব দেশে গেলে সেখানকার সব কিছুই তাদের জন্য সস্তা৷ পকেট ভর্তি ডলার নিয়ে সিক্রেট সার্ভিস সদস্যরা কারতাগেনার স্ট্রিপ ক্লাব আর বারে গিয়ে ফুর্তি করেছে৷ এরপর একে একে মোট ২১ জন পতিতাকে হোটেল রুমে নিয়ে গিয়ে সময় কাটিয়েছে৷ তাদের একজনের সঙ্গে গোল বাধার জের ধরে ঘটনার সূত্রপাত৷ আনলাকি থার্টিন এপ্রিল তাদের জন্য দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে৷ মিডিয়ায় ঘটনাটি চাউর হয়ে যায়৷

যৌনতাতেই ফেঁসেছে সিক্রেট সার্ভিসছবি: picture alliance/dpa

কান টানলে যেমন মাথা আসে, তেমনি এখন বের হচ্ছে সিক্রেট সার্ভিসের একের পর কেচ্ছা কাহিনী৷ শুরুতে মার্কিন কর্তৃপক্ষ কলম্বিয়ার ঘটনাটিকে বিচ্ছিন্ন বলে সাফাই গাওয়ার চেষ্টা করে৷ এখন শোনা যাচ্ছে, গত বছর এল সালভাদরেও নাকি এমন ঘটনা ঘটিয়েছে সিক্রেট সার্ভিসের চৌকস সদস্যরা৷ সেটা নিয়েও তদন্ত শুরু করেছেন সিক্রেট সার্ভিসের বড় কর্তারা৷

এই অবস্থাতে নতুন হুকুম জারি হলো৷ কর্তব্য শুরুর আগের ১০ ঘন্টায় কোন ধরণের অ্যালকোহল পান করা যাবে না৷ অপরিচিত কোন জায়গায় যাওয়া যাবে না৷ হোটেল কক্ষে নিয়ে আসা যাবে না বিদেশি কাউকে৷ এমনকি ভ্রমণে থাকা অবস্থাতেও মার্কিন আইন মেনে চলতে হবে সিক্রেট সার্ভিসকে৷ আর শিগগিরই শুরু হচ্ছে নৈতিকতা বিষয়ক প্রশিক্ষণ৷

নতুন এইসব নীতিকথা কতটুকু আসলে কাজে আসবে তা নিয়ে সন্দেহ আছে খোদ মার্কিন সেনেটর চাক গ্র্যাসলির৷ তিনি বলেন, কাগজের এইসব নিয়ম নীতির মাধ্যমে আগের ঘটনাকে অস্বীকার করা যাবে না৷ এদিকে কলাম্বিয়ার ঘটনায় মার্কিন ভাবমূর্তিতে যে চুণকালি পড়েছে তার তদন্তে সেখানে প্রতিনিধি দল পাঠাতে চান প্রতিনিধি পরিষদের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক কমিটির প্রধান পিটার কিং৷ তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই দল পাঠানো হতে পারে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম (রয়টার্স, এপি, এএফপি)

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ