1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিস ইউনিভার্স

২০ ডিসেম্বর ২০১২

মাত্র ২০ বছর বয়সে মার্কিন এক ‘রূপের রানী’ জয় করেছেন বিশ্ব সুন্দরী খেতাব৷ স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরির জন্য কাজ করেন তিনি, বাজান চেলো৷ মোটের উপর, বিশ্ব সুন্দরীর খেতাব প্রাপ্তির দিক থেকে অষ্টম মার্কিনী তিনি৷

ছবি: Joe Klamar/AFP/Getty Images

যা, নামটাই এখনো বলা হলো না তাঁর৷ রোডি দ্বীপের এই শ্যামাঙ্গিনীর নাম অলিভিয়া কালপো৷ প্রতিযোগিতায় অংশ নেওয়া ৮৯ জন সুন্দরীর মাঝ থেকে তাঁকেই সেরা হিসেবে বেছে নেন দশ সদস্যের বিচারকমন্ডলী৷ চলতি বছর এই প্রতিযোগিতায় যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে ভারত সুন্দরী থেকে শুরু করে কসভো, যুক্তরাজ্যের সুন্দরীরাও ছিলেন৷

প্রতিযোগীতার চূড়ান্ত পর্যায়ে লাল রংয়ের ‘স্লিভলেস' গাউনে নিজের সৌন্দর্য্যকে ফুটিয়ে তোলেন কালপো৷ সুন্দরী সন্ধানের এই আয়োজনের ৬০ বছরের ইতিহাসে অষ্টম মার্কিনী হিসেবে সেরার মুকুট জয় করেন তিনি৷ তাও আবার ১৫ বছর পর৷ সর্বশেষ ১৯৯৭ সালে বিশ্ব সুন্দরীর খেতাব গিয়েছিল মার্কিন সুন্দরী ব্রুক লি'র ঘরে৷

লাস ভেগাসের প্ল্যানেট হলিউড হোটেল অ্যান্ড ক্যাসিনো থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় এই আসর৷ সংখ্যার হিসেবে, যুক্তরাষ্ট্রে বিকিনি পরিহিত সেরা সুন্দরীদের এই ক্যাটওয়াক দেখেছেন প্রায় এক বিলিয়ন দর্শক৷ এবার দ্বিতীয় সেরা বিশ্ব সুন্দরী হয়েছেন মিস ফিলিপাইন্স জানিন টুগুনোন৷ আর তৃতীয় অবস্থান অর্জন করেছেন মিস ভেনেজুয়েলা ইরিনা সোফিয়া এসার কোয়ান্তারো৷

প্রসঙ্গত, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিতে গেলে বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে৷ একইসঙ্গে সুন্দরীকে হতে হবে অবিবাহিত এবং কোনো সন্তান থাকা চলবে না৷

‘বিশ্ব সুন্দরী ২০১২' অলিভিয়া কালপো আগামী বছর পুরো দুনিয়া ঘুরে বেড়াবেন বিশ্ব সুন্দরী সংস্থার প্রতিনিধি হিসেবে৷ একইসঙ্গে নিজের পছন্দ অনুযায়ী চ্যারিটি কর্মসূচিতেও অংশ নিবেন তিনি৷

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আয়োজক যৌথভাবে ব্যবসায়ী ডোনাল্ড ট্রুপ এবং এনবিসি নেটওয়ার্ক৷ বুধবার রাতের আয়োজনে যুক্তরাষ্ট্রে সম্প্রতি স্কুলে হামলার ঘটনায় নিহত ২০ শিশু এবং ছয় স্কুলকর্মীর স্মরণে কিছুক্ষণ নিরবতাও পালন করা হয়৷

চলতি বছর ভারত সুন্দরী শিল্পা সিং প্রতিযোগিতার সেরা দশে জায়গা পাননি৷ বিহারের এই তন্বী প্রতিযোগিতা শেষ করেন ১৬তম অবস্থানে থেকে৷ অবশ্য মডেল কন্যা হিসেবে ভারতে বেশ জনপ্রিয় শিল্পা৷

এআই/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ