মার্ক সাকারবার্গের ভুয়া ভিডিও
১৪ জুন ২০১৯এতে দেখা যাচ্ছে, সাকারবার্গ মার্কিন সিবিএসএন চ্যানেলকে একটি সাক্ষাৎকার দিচ্ছেন৷ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই-এর সহায়তায় নির্মিত ভিডিওটি দেখে বোঝার উপায় নেই যে, এটি ভুয়া৷
‘বিল পোস্টার্স' নামের (ছদ্মনাম) ঐ শিল্পী তাঁর একটি প্রকল্পের প্রচার চালাতে ইন্সটাগ্রামে ভিডিওটি আপলোড করেন৷ তবে মানুষ যেন ভুল না বোঝে সেজন্য ‘ডিপফেক' হ্যাশট্যাগ ব্যবহার করেছেন তিনি৷
পোস্টার্স যে প্রকল্পের জন্য ভিডিওটি তৈরি করেছেন তার নাম ‘স্পেক্টার'৷ এর মাধ্যমে তিনি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তথ্য দেয়ার প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করতে চান৷ তাই ভুয়া ভিডিওতে সাকারবার্গকে বলতে শোনা গেছে, ‘‘এক সেকেন্ডের জন্য কল্পনা করুন: একজন মানুষ কোটি কোটি মানুষের তথ্য, গোপন খবর, জীবন, ভবিষ্যৎ ইত্যাদি সম্পর্কে জেনে বসে আছেন৷''
পোস্টার্স তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ডনাল্ড ট্রাম্প, কিম কার্ডেশিয়ানের মতো তারকাদের ডিপফেক ভিডিও তৈরি করতে তিনি ও তাঁর সহকর্মী শিল্পী ড্যানিয়েল হোয়ে কয়েকটি এআই কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছেন৷
জেডএইচ/কেএম (এএফপি)