1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্টার নৈপুণ্যে নরওয়ের জালে ব্রাজিলের তিন গোল

৪ জুলাই ২০১১

টানা পাঁচ বছর ধরে কেন তিনি বিশ্বের সেরা প্রমীলা ফুটবলার, সেটা রোববার আবারও প্রমাণ করলেন ব্রাজিলের মার্টা৷ তাঁর দুর্দান্ত ফুটবলের সামনে দাঁড়াতেই পারলনা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন নরওয়ে৷ আর ব্রাজিলও নক আউট পর্ব নিশ্চিত করলো৷

গোল উদযাপন করছেন ব্রাজিলের খেলোয়াড়রাছবি: picture-alliance/dpa

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-০ তে ব্রাজিল জয় পেলেও মার্টাকে আসল রূপে দেখা যায় নি৷ নইলে সেই ম্যাচের স্কোর যে আরও বেশি হতো সেটা গতকাল নরওয়ের বিপক্ষেই বোঝা গেছে৷ নিজে তো দুটি গোল করেছেন, অন্য গোলটিরও প্রায় পুরো অবদান তাঁর৷ খেলা শেষে ব্রাজিলের কোচ ক্লাইটন লিমার কথা, ‘‘স্রষ্টাকে ধন্যবাদ যে মার্টা একজন ব্রাজিলিয়ান এবং সে আমাদের দলের৷''

খেলার ২২ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন মার্টা৷ প্রথমার্ধ পর্যন্ত এটাই ছিল একমাত্র গোল৷ দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র কিছুক্ষণের মধ্যেই দুই দুইটি গোল করে বসে ব্রাজিল৷ দলের পক্ষে দ্বিতীয় গোলটি আসে রোজানার পা থেকে৷ কিন্তু মধ্যমাঠ থেকে দুর্দান্তভাবে কাটিয়ে বলটি পেনাল্টি বক্স পর্যন্ত নিয়ে আসেন মার্টা৷ এরপর শুধু তাঁর মাইনাস থেকে টোকা দেওয়াটাই বাকি ছিল রোজানার৷ এর একটু পরই বাম পায়ের শটে করা মার্টার গোলটি ছিল দেখার মত৷ এরপর বাকিটা সময় নরওয়ের ফুটবলাররা ব্রাজিলের সীমান্তে হানা দেওয়ার চেষ্টা করলেও তাদের একটা চোখ সবসময় ছিল ২৫ বছর বয়সী এই স্ট্রাইকারের দিকে৷

গোল করে খুশি মার্টাছবি: picture-alliance/dpa

এই জয়ের ফলে নক আউট পর্বে ওঠা নিশ্চিত করে ফেললো হলুদ জার্সিরা৷ তবে পরের ম্যাচের ওপর নির্ভর করছে কোয়ার্টার ফাইনালে তারা যুক্তরাষ্ট্র নাকি সুইডেনের বিরুদ্ধে খেলবে৷ তবে মার্টা জানিয়েছেন, তারা এবার বিশ্বকাপ নিতেই এসেছেন, তাই পরবর্তী রাউন্ডের প্রতিদ্বন্দ্বী নিয়ে ভাবছেন না৷ ব্রাজিল ছাড়াও পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে স্বাগতিক জার্মানি এবং ফ্রান্স৷

অন্যদিকে ইকুয়েটরিয়াল গিনির বিরুদ্ধে ৩-২ গোলে জিতে এখনও পরের রাউন্ডে যাওয়ার আশা ধরে রেখেছে অস্ট্রেলিয়া৷ পরের ম্যাচে নরওয়ের বিরুদ্ধে তাই জোর লড়াই হবে অসি প্রমীলা ফুটবলারদের৷ আর টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেলো আফ্রিকান দেশ ইকুয়েটরিয়াল গিনির৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ