1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্টিন শুলজ ইউরোপীয় পার্লামেন্টের নতুন প্রেসিডেন্ট

১৭ জানুয়ারি ২০১২

জার্মান সামাজিক গণতন্ত্রী দলের বিশিষ্ট রাজনীতিক মার্টিন শুলজ ইউরোপীয় পার্লামেন্টের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মঙ্গলবার৷ ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে ভোটাভুটির প্রথম পর্যায়েই তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন৷

মার্টিন শুলজছবি: picture-alliance/dpa

সামাজিক গণতন্ত্রী রাজনীতিক মার্টিন শুলজ ইইউ-এর জনপ্রতিনিধিত্বকারী পার্লামেন্টের শীর্ষ পদে রক্ষণশীল পোলিশ রাজনীতিক ইয়েজি বুজেক-এর উত্তরসূরী হলেন৷ ৬৭০টি বৈধ ভোটের মধ্যে শুলজ-এর ভাগে পড়েছে ৩৮৭ ভোট৷ বুজেক ছিলেন এই পদে পূর্ব ইউরোপের প্রথম প্রতিনিধি৷ আগামী আড়াই বছর শুলজ ইউরোপীয় পার্লামেন্টের এই শীর্ষ পদে থাকবেন৷

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য মার্টিন শুলজ ধন্যবাদ জানান ইউরোপীয় সাংসদদের৷ তবে তিনি বলেন, ইউরোপীয় পার্লামেন্টকে শক্তিশালী কন্ঠ দিতে তিনি সর্বাত্মক উদ্যোগ নেবেন৷ ইইউ-এর এক মাত্র সরাসরি নির্বাচিত অঙ্গ হিসেবে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে পার্লামেন্টকে যেন দূরে সরিয়ে রাখা না হয়, তার জন্য সবিশেষ সচেষ্ট হবেন বলেও তিনি উল্লেখ করেন৷ বলেন, ইউরো এলাকার আর্থিক সংকটের এই দূরূহ সময়ে তিনি ইউরোপের পক্ষে মানুষের উৎসাহ নতুন করে জারিত করার চেষ্টা করবেন৷

রাইন অঞ্চলের মানুষ মার্টিন শুলজ৷ ভুর্জেলেন নামের একটি শহরের মেয়র ছিলেন তিনি ১১ বছর৷ ১৯৯৪ সালে তিনি ইউরোপীয় পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন৷ বক্তা হিসেবে তাঁর বিশেষ সুনাম রয়েছে৷ ২০০৩ সালে তিনি দৃষ্টি কাড়েন ইউরোপীয় সাংসদদের৷ এক বিতর্কের সময় তিনি ইটালির তখনকার প্রধানমন্ত্রী সিলভিও ব্যার্লুসকোনির প্রবল সমালোচনা করেছিলেন এই বলে যে ব্যার্লুসকোনি কিকরে একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং মিডিয়া টাইকুন হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন৷ েতে ব্যার্লুসকোনি এতটাই রুষ্ট হন যে তিনি শুলজকে অবজ্ঞাভরে নাৎসি বন্দি শিবিরের রক্ষীর সঙ্গে তুলনা করেছিলেন৷ এই অশালীন মন্তব্যে প্রচণ্ড হৈচৈ হয়েছিল৷ তবে মার্টিন শুলজের ওপর চোখ পড়েছিল সবার৷

২০০৪ সাল থেকে তিনি ইউরোপীয় পার্লামেন্টে সামাজিক গণতন্ত্রী ও সমাজতন্ত্রী গোষ্ঠীর নেতৃত্ব দিয়ে আসছেন৷ এবছরের ডিসেম্বর মাসে শুলজ-এর বয়স হবে ৫৬৷ প্রবল কর্মশক্তিভরা মানুষ তিনি৷ পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর তিনি বলেছেন যে, ইইউ-এর নির্বাহী শাখার কাছ থেকে সম্মান আদায় করতে তিনি সচেষ্ট হবেন৷ ২০১৪ সালের জুন মাসে ইউরোপীয় পার্লামেন্টের পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন৷ এবং সেই সময় পর্যন্ত মার্টিন শুলজ ইউরোপে জার্মানির মুখচ্ছবি হয়ে থাকবেন৷

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ