1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্তি মোরেনো-র ধাতব ভাস্কর্য

ক্রিস্টিনা লাউবে / এসি২৫ অক্টোবর ২০১৩

নাটবল্টু চেনেন তো? হাজার হাজার নাট জুড়ে তৈরি মানুষের মুখ বা শরীরের বিভিন্ন অংশ৷ লোহার গ্রিল বেঁকিয়ে তৈরি মানুষের মুখ৷ মার্তি মোরেনো এ ধরনের সাধারণ বস্তু দিয়েই তাঁর ভাস্কর্য সৃষ্টি করে থাকেন৷

নিজের ভাস্কর্যের সামনে মার্তি মোরেনোছবি: DW-TV

স্পেনের ভাস্কর মার্তি মোরেনো বলেন, ‘‘আমার কাজগুলো এরকম অসমাপ্ত রাখতেই আমার ভালো লাগে: সম্পূর্ণ আর অসম্পূর্ণকে পরস্পরের মুখোমুখি করতে, যাতে দর্শক নিজেই ছবিটা পূর্ণ করে নিতে পারেন৷ আমি দিই কিছু কিছু উপাদান, এক ধরনের বিশেষ নকশা৷ সেই তথ্য নিয়ে দর্শককে বাকি ভাস্কর্যটা পূরণ করে নিতে হয়৷''

মার্তি মোরেনোর ভাস্কর্য এযাবৎ প্রধানত স্পেনেই প্রদর্শিত হয়েছে, যেমন তাঁর নিজের শহর ভ্যালেন্সিয়ার কাছে ভিয়া রেয়ালে৷ কিন্তু বিদেশেও তাঁর ভাস্কর্য দেখতে পাওয়া যাবে৷ তাঁর একটি দু'মিটার উঁচু ভাস্কর্য শিকাগোর একটি হোটেলে রাখা আছে৷ কিন্তু কী বলতে চান মোরেনো তাঁর ধাতব ভাস্কর্যগুলি দিয়ে? ‘‘এই কাজগুলো দিয়ে আমি সেই অনুভূতিটাকেই অভিব্যক্তি দিতে চাই, যা বর্তমানে আমাদের সকলের অনুভূতি বলে আমার ধারণা: ক্ষণভঙ্গুরতা এবং অসহায়তা৷ আর আমি দেখাতে চাই, সব কিছুই অতি দ্রুত নিঃশেষ হয়ে যায়৷''

ছবি: DW-TV

কয়েক বছর হল মোরেনো এই সব লোহালক্কড় নিয়ে কাজ করছেন৷ মূলত ডু-ইট-ইওরসেল্ফ সুপারস্টোর থেকে তিনি নাটগুলো কিনে থাকেন৷ সেগুলো সঠিক ফর্মে আনার জন্য তিনি প্লাস্টার-অফ-প্যারিসের মডেলও ব্যবহার করে থাকেন৷ কিন্তু আইডিয়াটা পেলেন কোথা থেকে?

‘‘আমি লোহার মতো কোনো শক্ত পদার্থ খুঁজছিলাম৷ তখন আমার মাথায় নাটগুলো নিয়ে কাজ করবার আইডিয়া আসে৷ নাটগুলো একটা ফর্মে বসাতে হবে৷ একদিন আমার স্টুডিও-য় এক বাক্স নাট খুঁজে পাই৷ সেগুলো ফর্মে বসিয়ে দেখি, বেশ ভালোই হয়েছে৷''

একটি ভাস্কর্যের জন্য মার্তি দশ হাজার অবধি নাট একটিকে অন্যের সঙ্গে জোড়া দেন৷ তিনি জেনেশুনেই নানা ধরনের ছোট-বড়ো নাট ব্যবহার করেন, যাতে মূর্তির আকারটা বৈচিত্র্যপূর্ণ হয়৷ একটি ভাস্কর্য নিয়ে দু' থেকে চার মাস অবধি কাজ করেন৷ অনেক ক্ষেত্রেই সেগুলোতে রংও চড়ান৷ অথবা একটি বিশেষ লিকুইড ব্যবহার করে সেগুলোতে মরচে ধরান৷ তাঁর এক-একটি ভাস্কর্য বিক্রি হয় এক হাজার থেকে পনেরো হাজার ইউরো মূল্যে৷ কাজেই স্পেনে অর্থনৈতিক সংকট সত্ত্বেও মার্তি তাঁর ভাস্কর্য থেকেই জীবনধারণ করতে পারেন৷

মার্তি বলেন, ‘‘আমি নিজের তরফ থেকে বলতে পারি, আমার কাজ ভালোই চলেছে, মাঝেমধ্যে বিক্রি হচ্ছে৷ কিন্তু আর্টের বাজার কখনো ভালো চলে, কখনো খারাপ৷ হঠাৎ দারুণ সাফল্য আসে, অনেক কাজ বিক্রি হয়৷ তারপরে হয়তো এমন হল, কয়েক মাস বা বছর ধরে কিছু বিক্রিই হল না৷''

মার্তি প্রেরণা পান দৈনন্দিন জীবন থেকে, মানুষজনকে দেখে৷ মনে রাখার মতো মুহূর্তগুলোকে ক্যামেরায় ধরে রাখেন৷ ‘‘ক্যামেরা দিয়ে আমি শহরের বাসিন্দাদের ধরে রাখার চেষ্টা করি৷ আমার ক্ষেত্রে সেটা ভ্যালেন্সিয়া, কিন্তু অন্য কোনো বড় শহরও হতে পারতো৷ চেষ্টাটা হল, মানুষদের অনুভূতিটাকে ধরে রাখা, যাতে পরে সেটা ভাস্কর্যে পরিণত করা যায়৷''

ভবিষ্যতে মার্তি বাইরের বাগান কিংবা খোলা জায়গার জন্য ভাস্কর্য নিয়ে কাজ করতে চান৷ কাজেই তিনি মুক্তাঙ্গণে এই আত্মপ্রতিকৃতিটি স্থাপন করে দেখছেন, তার এফেক্ট কেমন হয়৷ তার একটা সুবিধে হল: এক্ষেত্রে মরচে ধরাটাও শিল্পের অঙ্গ!

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ