1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মার্শাল আর্টের জাদু

৮ ফেব্রুয়ারি ২০১৩

১২ বছর আগে দিয়েছিলেন ‘ইন দ্য মুড ফর লাভ’৷ সে ভালোবাসা ছড়িয়ে ছড়িয়ে এবার ওয়ং কার-ওয়াই চলে এসেছেন বার্লিনালেতে৷ এসেই বাজিমাত করে দিয়েছেন মার্শাল আর্টের জাদুকরদের গল্প শুনিয়ে৷

**** Die Nutzungsrechte der aktuellen Filmfotos gelten ausschließlich für die Festivalberichterstattung 2013 *** Für eine Verwendung nach dem 15. März des jeweiligen Festivaljahrgangs müssen die Rechte vom jeweiligen Rechteinhaber eingeholt werden. Bei der Verwendung von Fotos in Sozialen Netzwerken ist darauf zu achten, ob das entsprechende Material vom Rechteinhaber für diesen Verwendungszweck freigegeben wurde. Yi dai zong shi | The Grandmaster Land: HKG/CHN 2012 Regie: Wong Kar Wai Bildbeschreibung: Zhang Ziyi Sektion: Wettbewerb Datei: 20137779_2.jpg
Deutschland Berlinale 2013 Wettbewerb Yi dai zong shiছবি: Berlinale 2013

৭ ফেব্রুয়ারি থেকে জার্মানির বার্লিনে শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব বার্লিনালে৷ এবারের উৎসবে জুরি বোর্ডের সভাপতি ওয়ং কার-ওয়াই৷ চীনের এ পরিচালকের নতুন ছবি ‘গ্র্যান্ডমাস্টার' দেখানো হয়েছে প্রথম দিনে৷ মূল প্রতিযোগিতার বাইরে রাখা হলেও পুরো ১১ দিনই দেখানো হবে ছবিটি৷ প্রথম দিনেই বোঝা গেছে বাকি দিনগুলোতেও দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতেই থাকবে ‘গ্র্যান্ডমাস্টার'৷ ব্রুস লি-র অবিশ্বাস্য সব মারামারির আকর্ষণ বলে কথা!

ছবির কাহিনিতে উঠে এসেছে মার্শাল আর্ট ‘কুং ফু'-র ইতিহাস৷ আর কুং ফু-র ইতিহাস যে ব্রুস লি না থাকলে শেষ হয়ই না তা কে না জানেন! ব্রুস লিকে কুং ফু শিখিয়েছিলেন ইপ মান৷ তাঁকেও দেখা যাবে ছবিতে৷ দু'জনই প্রয়াত৷ স্বাভাবিকভাবেই তাঁদের চরিত্র রূপায়নে বাড়তি শ্রম দিতে হয়েছে, নিষ্ঠার ছাপ রাখতে হয়েছে অভিনেতাদের৷ ব্রুস লি-র চরিত্র রূপায়ণ করেছেন হংকং-এর হার্টথ্রব টনি লিউং৷

বড় এক চ্যালেঞ্জ ছিল তাঁর সামনে৷ দর্শকদের কাছে ব্রুস লি-র মতো হয়ে ওঠা তো চাট্টি খানি কথা নয়৷ বার্লিনের সংবাদ সম্মেলনে টনি লিউং জানালেন এ জন্য নাকি ৪৬ বছর বয়সে কুং ফু শেখা শুরু করতে হয়েছে তাঁকে৷ অক্লান্ত পরিশ্রম করেছেন চারটি বছর৷ তারপর এক বছর আট মাস ধরে চলেছে ছবির শুটিং৷ তখন কিছু ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করতে গিয়ে হাত ভেঙে যায়৷ তারপরও থামেননি৷

ছবির মূখ্য অভিনেত্রী ঝাং জি-ও কুং ফু শিখেই দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে৷ ফলে রূপালি পর্দার ব্রুস লি-র পাশে তাঁকেও কখনোই বেমানান মনে হয়নি৷ টনি লিউং আর ঝাং জি তো ছবির দুটি মাত্র চরিত্র৷ বাকি যাঁরা অভিনয় করেছেন তাঁদের কাছ থেকেও সেরা কাজটিই আদায় করে নিয়েছেন পরিচালক ওয়ং কার-ওয়াই৷ ‘গ্র্যান্ডমাস্টার' তাই তো বার্লিনালের শুরু থেকেই টানতে টানতে পারছে দর্শকদের৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ