মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের উপর হামলা। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি।
বিজ্ঞাপন
বাইকে লাগানো বোমায় বিস্ফোরণ ঘটিয়ে মারার চেষ্টা হলো মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট এবং গণতন্ত্রপন্থি দলের প্রধান মোহামেদ নাশিদকে। তিনি হাসপাতালে ভর্তি। সরকারের তরফে কিছু না জানানো হলেও নাশিদের পরিবার জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট গুরুতর আহত। তবে তিনি চেতনা হারাননি। চিকিৎসকদের সঙ্গে কথাও বলছেন।
বৃহস্পতিবার রাতে মালদ্বীপের রাজধানী মালেতে বাড়ি থেকে বেরিয়ে গাড়ি উঠতে যাচ্ছিলেন নাশিদ। ঠিক তখনই পাশেই একটি বাইকে বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন সাবেক প্রেসিডেন্ট। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, নাশিদকে হত্যার চেষ্টা হয়েছিল। কিন্তু তিনি বেঁচে আছেন। বর্তমানে মালদ্বীপের পার্লামেন্টে স্পিকার পদে রয়েছেন নাশিদ।
শক্তিশালী পাসপোর্ট: কোন দেশের কেমন অবস্থান?
বিশ্বের কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা নিয়ে প্রতি বছর র্যাংকিং প্রকাশ করে যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স৷ ২০২৪ সালের সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় একধাপ এগিয়েছে বাংলাদেশ।
ছবি: picture alliance/Bildagentur-online/Tetra
যেভাবে সূচকটি তৈরি
কোন দেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসামুক্ত ও অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায় ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিট (আইএটিএ) এর এই তথ্যের ভিত্তিতে সূচকটি তৈরি করে হ্যানলি অ্যান্ড পার্টনার্স৷
ছবি: imago/Paul von Stroheim
সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ছয়টি দেশের
দেশগুলো হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। দেশগুলোর পাসপোর্টধারীরা ১৯৪টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
ছবি: imago/AFLO
দ্বিতীয় অবস্থান
এবারের সূচকে ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও সুইডেন দ্বিতীয় অবস্থানে আছে। এসব দেশের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
ছবি: picture-alliance/Yonhap
সার্কে শক্তিশালী মালদ্বীপ
সূচকে এ বছর সবার নিচে আফগানিস্তানের (১০৪তম) অবস্থান। আফগান পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ২৮টি দেশে ভ্রমণ করতে পারেন। সূচকে আফগানিস্তানের ওপরে রয়েছে সিরিয়া (১০৩তম), ইরাক (১০২তম) ও পাকিস্তান (১০১তম)। শ্রীলঙ্কার অবস্থান ৯৬তম৷ নেপাল ৯৮তম৷ ভারতের অবস্থান ৮০তম। র্যাংকিং-এ মালদ্বীপের অবস্থান ৬০৷
ছবি: picture-alliance/Dinodia Photo Library
বাংলাদেশের উন্নতি
শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ৷ বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪২টি দেশে ভ্রমণ করতে পারেন। আর ১৪৮টি দেশে ভ্রমণে ভিসা প্রয়োজন হয়।
হেনলির তথ্য অনুযায়ী ভুটান, গাম্বিয়া, লেসোথো, ফিজি, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ভানুয়াতু ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে বাংলাদেশিদের৷ শ্রীলঙ্কায় যাওয়া যাবে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ভিসার মাধ্যমে৷
ছবি: picture-alliance/Huber
অন অ্যারাইভাল ভিসা
এশিয়ার দেশেগুলোর মধ্যে মালদ্বীপ, নেপাল, তিমুর লেস্টেতে বাংলাদেশি পাসপোর্টে অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়৷ এছাড়া আফ্রিকার কেইপ ভার্দ, কমোর্স দ্বীপপুঞ্জ, গিনিয়া-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেনেগাল, সিচেলেস, সিয়েরা লিয়ন, সোমালিয়া, টোগো, উগান্ডায় রয়েছে এমন সুবিধা৷ ওসেনিয়া অঞ্চলের সামোয়া, টুভালু আর দক্ষিণ অ্যামেরিকার বলিভিয়াতেও যাওয়া যাবে অন অ্যারাইভাল ভিসাতে৷
ছবি: picture-alliance/NurPhoto/N. Maharjan
7 ছবি1 | 7
২০০৮ সালে মালদ্বীপের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে জয়লাভ করেন নাশিদ। ২০১২ সালে তার বিরুদ্ধে সেনা বিদ্রোহ হয়। তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দেশদ্রোহের অভিযোগে তাকে জেলে পাঠানো হয়। যদিও মানবাধিকার সংগঠনগুলি অভিযোগ করে, স্বৈরাচারী শাসক গণতন্ত্রের কণ্ঠ রোধ করতেই সাবেক প্রেসিডেন্টকে জেলে পাঠিয়েছে। ২০১৮ সালে অবশ্য বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়েমেন নাশিদকে মুক্তি দেন। সাবেক প্রেসিডেন্ট যুক্তরাজ্যে গিয়ে আশ্রয় নেন। তবে বেশি দিন তিনি বিদেশে থাকেননি। দেশে ফিরে ফের গণতন্ত্রপন্থি আন্দোলনে যুক্ত হন।
শুক্রবার থেকে মালদ্বীপে শুরু হচ্ছে কারফিউ। করোনার সঙ্গে মোকাবিলার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার ঠিক আগে নাশিদের উপর হামলা হলো। এখনো পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি। নাশিদের পরিবারের তরফে জানানো হয়েছে, সাবেক প্রেসিডেন্টের হাতে বিশাল ক্ষত তৈরি হয়েছে। এছাড়াও একাধিক জায়গায় ক্ষত আছে। চিকিৎসকদের সঙ্গে সহযোগিতা করছেন নাশিদ।