1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালদ্বীপে বাংলাদেশিদের মাঝে আতঙ্ক কমেছে

৯ ফেব্রুয়ারি ২০১৮

দু'তিনদিন আগেও অনেকের মাঝে যেমন আতঙ্ক ছিল, তা এখন কিছুটা কমেছে বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন মালদ্বীপের রাজধানী মালেতে বসবাসরত বাংলাদেশিরা৷

Malediven, Demonstranten der maledivischen Opposition rufen Parolen, die während eines Protestes die Freilassung politischer Gefangener fordern
ছবি: picture-alliance/M.Sharuhaan

মালেতে সাত বছর ধরে আছেন মোহাম্মদ উজ্জ্বল ভূঁইয়া৷ তিনি সেখানে একটি হোটেলের ম্যানেজার৷ টেলিফোনে কথা হচ্ছিল তাঁর সঙ্গে৷ বলছিলেন মালের বর্তমান পরিস্থিতি সম্পর্কে৷

‘‘দেখুন মালের যে রাজনৈতিক সংস্কৃতি, তার সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি মেলালে হবে না৷ এখানে খুব একটা মারামারি কাটাকাটি হয় না৷ তাই সেসব নিয়ে ভয় বা আতঙ্কিত হবার কিছু নেই৷''

তবে জানালেন, মালদ্বীপের রাজনৈতিক সংকট ঘনীভূত হয়েছে৷

ছবি: picture-alliance/M.Sharuhaan

মালদ্বীপ সংকট

গত ১ ফেব্রুয়ারি থেকে আদালত-সরকার দ্বন্দ্বে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটির রাজনীতিতে যে সঙ্কট দেখা দিয়েছে, তা নিয়ে এরই মধ্যে নিরাপত্তা পরিষদে আলোচনা হয়েছে৷

একই দিন ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি ও যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দল মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের সঙ্গে দেখা করতে চাইলেও অনুমতি মেলেনি৷

সন্ত্রাসবাদের অভিযোগে কারাদণ্ড পাওয়া সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদ এবং তাঁর দল মালদিভিয়ান ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বাধীন বিরোধী জোটের ১২ এমপিকে গত ১ ফেব্রুয়ারি মুক্তির নির্দেশ দেয় দেশটির সুপ্রিম কোর্ট৷

সুপ্রিম কোর্ট তাঁদের আটকাদেশকে ‘অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত' বলে বর্ণনা করে৷

কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ইয়ামিন তাঁদের মুক্তি দিতে অস্বীকৃতি জানানোয় দেশটিতে রাজনৈতিক সঙ্কট ঘনীভূত হয়

ওই রায়ের পালটা ব্যবস্থা হিসেবে প্রেসিডেন্ট ইয়ামিন প্রথমে পার্লামেন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন এবং চারদিন পর দেশে ১৫ দিনের জরুরি অবস্থা জারি করেন৷

জরুরি অবস্থা জারির কয়েক ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ দুই বিচারক এবং সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমকে গ্রেপ্তার করা হয়৷

দুই বিচারক গ্রেপ্তারের পর সুপ্রিম কোর্টের বাকি তিন বিচারক বিরোধী এমপিদের মুক্তির রায় প্রত্যাহার করে নেন৷

জাতিসংঘ, ইইউ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারত দুই বিচারক ও সাবেক প্রেসিডেন্ট গাইয়ুমকে মুক্তি দেয়া এবং জরুরি অবস্থা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে৷

কিন্তু ইয়ামিন তাতে কর্ণপাত করেননি৷ এদিকে তাঁর সৎভাই গাইয়ুমকে বৃহস্পতিবার রাতে মাফুশি কারাগারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম৷

‘বিরোধীদের বিক্ষোভের জায়গায় যারা কাজ করেন তারা শঙ্কায় পড়েছিলেন’

This browser does not support the audio element.

বাংলাদেশিদের অবস্থা

উজ্জ্বল ভূঁইয়া জানাচ্ছিলেন যে, বিরোধী নেতাদের মুক্তির সিদ্ধান্ত হবার পর পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছিল৷

‘‘বিরোধীদের বিক্ষোভ বা সমাবেশ যেসব জায়গায় হচ্ছিল, সেসব জায়গায় যারা কাজ করেন তারা বেশ শঙ্কায় পড়েছিলেন৷''

তিনি জানান, তাঁর মতো অন্যরা যাঁরা এসব জায়গা ছাড়া অন্যান্য জায়গায় কাজ করেন, তাঁরা এ সময়টায় সেসব রাস্তা ব্যবহার করছেন না৷

এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস থেকেও সতর্কতা জারি করা হয়েছে৷ নির্দেশ অনুযায়ী, একসঙ্গে কয়েকজন মিলে আড্ডা দেয়া বা মিলিত হওয়া থেকেও বিরত থাকছেন তাঁরা৷

প্রায় ৭০ হাজার বাংলাদেশি মালদ্বীপে থাকেন৷ তাদের অধিকাংশই হোটেল, নির্মাণ কাজ, নৌকায় মাছ ধরাসহ বিভিন্ন পেশায় জড়িত৷ ব্যবসাও করছেন কেউ কেউ৷

বাংলাদেশ দূতাবাস বাংলাদেশিদের জন্য গত সপ্তাহে একটি বিজ্ঞপ্তি জারি করেছে৷ সেখানে বাংলাদেশিদের প্রতি নিজেদের কাজকর্ম ছাড়া অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করার আহ্বান জানানো হয়েছে৷ এছাড়া মিটিং, মিছিলে অংশ নিতেও বারণ করা হয়েছে৷

দূতাবাসের বার্তাবাহক আবু রায়হান জানিয়েছেন, অনেক বাংলাদেশিই টাকার বিনিময়ে মিছিল সমাবেশে অংশ নেন৷

ডয়চে ভেলেকে টেলিফোনে তিনি বলেন, ‘‘তাদের (বাংলাদেশিদের) এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে৷''

এদিকে, ভারতসহ অনেক দেশই তাদের নাগরিকদের মালদ্বীপ থেকে ফিরে আসা ও নতুন করে কেউ যেন দেশটিতে ভ্রমণ বা অন্য কাজে আপাতত না যান, সে বিষয়ে নির্দেশনা জারি করেছে৷ তবে বাংলাদেশ দূতাবাস থেকে সে ধরনের কোনো নির্দেশনা জারি করা হয়নি৷

আবু রায়হান বলেন, ‘‘দেশটিতে সামনে নির্বাচন আসছে৷ তো এ ধরনের পরিস্থিতি সামনেও তৈরি হতে পারে৷ তাই বাংলাদেশিদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার নির্দেশ দেয়া হয়েছে৷''

তিনি জানান, অনেক বাংলাদেশিই প্রতিদিন দূতাবাসে আসেন এমআরপি বা মেশিন রিডেবল পাসপোর্ট করানোর জন্য৷ তাঁদের তখন এসব বিষয়ে সতর্ক করা হয়৷

‘এ ধরনের পরিস্থিতি সামনেও তৈরি হতে পারে’

This browser does not support the audio element.

পরিস্থিতি আরো খারাপ হতে পারে: জাতিসংঘ

এদিকে, জাতিসংঘ বলছে যে, মালদ্বীপের পরস্থিতি আরো খারাপ হতে পারে৷

গত ১ ফেব্রুয়ারি থেকে আদালত-সরকার দ্বন্দ্বে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটির রাজনীতিতে যে সঙ্কট দেখা দিয়েছে, তা নিয়ে গত বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে আলোচনা হয়েছে৷

সেখানে সংস্থাটির সহকারি মহাসচিব মিরোস্লাভ ইয়েঙ্কা বলেন, ‘‘যদিও সহিংস সংঘর্ষের কোনো আলামত এখনো পাওয়া যায়নি, তবে মালদ্বীপের পরিস্থিতি সঙ্কটপূর্ণ এবং এর আরো অবনতি হতে পারে৷ ''

 

আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপের পরস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন

বৃহস্পতিবার দুই নেতা টেলিফোনে কথা বলার সময় মালদ্বীপ ও আফগানিস্তানের প্রসঙ্গ চলে আসে৷ তখন তাঁরা দু'জনই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘‘উভয় নেতাই মালদ্বীপের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷ তাঁরা দেশটির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সমুন্নত রাখা এবং আইনের শাসন জারি রাখার ওপর গুরুত্বারোপ করেন৷''

মালদ্বীপে ভারতের রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন যে, দেশটিতে জরুরি অবস্থা জারি ও সাম্প্রতিক গ্রেফতারগুলো নিয়ে ভারত বিব্রত৷

দক্ষিণ এশিয়ার প্রভাবশালী দেশ ভারত মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট ইয়ামিনের সঙ্গে চীনের সখ্যতা ভালো চোখে দেখছে না৷

 

আপনি কি মালদ্বীপে? কিংবা এ বিষয়ে আপনার মন্তব্য লিখুন নিচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ