1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালদ্বীপে শুরু হচ্ছে দু'দিনব্যাপী সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলন

৯ নভেম্বর ২০১১

সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন৷ এতে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার পরাশাপাশি, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেবে বাংলাদেশ৷

Prime Minister Manmohan Singh and his Bangladesh counterpart Sheikh Hasina during a ceremonial reception at Rashtrapati Bhavan in New Delhi Der indische Premierminister Manmohan Singh und die Premierministerin von Bangladesh Sheikh Hasina bei einem Empfang im Rashtrapati Bhavan in der indischen Hauptstadt Neu Delhi
ঢাকার পর ভারতের সঙ্গে আলোচনা হবে মালদ্বীপেছবি: UNI

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দুপুরে মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন৷ আগামীকাল সার্ক শীর্ষ সম্মেলেনে যোগ দেবেন তিনি৷ আর ঐদিনই মালদ্বীপে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে৷ বৈঠকে অন্যান্য দ্বিপাক্ষক বিষয় ছাড়াও, তিস্তার পানিবণ্টন নিয়ে আলোচনার কথা৷ প্রধানমন্ত্রীর শনিবার দেশে ফিরে আসার কথা৷ বাংলাদেশের পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বলেছেন, এবার বাংলাদেশ এই সম্মেলনে জলাবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলো যাতে একযোগে কাজ করে - তার চেষ্টা করবে৷

এবারেও সার্ক সম্মেলনকে ঘিরে প্রত্যাশা

এদিকে বাংলাদেশের বিশ্লেষকরা মনে করেন, সার্ককে কার্যকর করার সময় এখনই৷ কারণ দেড়শ' কোটি মানুষের বসবাস সার্কভুক্ত দেশগুলোতে৷ এই অঞ্চলে যেমন সমস্যা আছে, তেমনি আছে সম্ভাবনা৷ তবে সেজন্য সবার আগে এগিয়ে আসতে হবে ভারত ও পাকিস্তানকে৷ আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘‘সার্ক সম্মেলেন শুধু আস্থার সম্পর্ক তৈরিতে সহায়ক হবে - এই কথা বার বার আমরা শুনতে চাইনা৷ আমরা চাই বাস্তবে এর প্রতিফলন৷''

সাবেক কূটনীতিক সমশের মুবিন চৌধুরি অবশ্য এবারের সার্ক শীর্ষ সম্মেলন নিয়ে আশাবাদী৷ তিনি মনে করেন, এবারের সম্মেলনের মধ্য দিয়ে সার্ক দেশগুলোর মধ্যে সত্যিকার অর্থেই সম্প্রীতি সেতুবন্ধন তৈরি হবে৷

উল্লেখ্য আঞ্চলিক সহযোগিতার অঙ্গীকার নিয়ে সার্কের যাত্রা শুরু হয় ১৯৮৫ সালে৷ তখন এর সদস্য ছিল ৭টি রাষ্ট্র - বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা এবং মালদ্বীপ৷ পরে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় আফগানিস্তান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ