অভিনন্দনের বন্যায় ভাসছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই৷ ফেসবুক, টুইটারে এখন ‘টপ ট্রেন্ড’ মালালা৷ এমনকি মহাকাশ থেকেও তাঁকে জানানো হয়েছে অভিনন্দন৷
বিজ্ঞাপন
নরওয়ের নোবেল কমিটি শুক্রবার ঘোষণা করেন শান্তিতে যৌথভাবে নোবেলজয়ী দুই ব্যক্তির নাম৷ একজন নারী শিক্ষা ও নারী আন্দোলনের জন্য জগৎখ্যাত কিশোরী মালালা ইউসুফজাই৷ অন্যজন ভারতের শিশু অধিকার অ্যাক্টিভিস্ট কৈলাশ সত্যার্থী৷ খোদ নোবেল প্রাইজ কর্তৃপক্ষের টুইটার অ্যাকাউন্ট থেকেই এই খবর জানানো হয়েছে ‘ব্রেকিং নিউজ' হিসেবে৷
অনেকেই সম্ভবত জানেন, টুইটারের ব্যবহার এখন আর বিশ্বের মধ্যেই সীমাবদ্ধ নেই৷ মাইক্রো ব্লগিং এই সাইটটি ব্যবহার করা হয় মহাকাশেও৷ আর সেখান থেকে মানে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে জার্মান মহাকাশচারী আলেক্সান্ডার গ্যার্স্ট অভিনন্দন জানিয়েছেন বিশ্বের সবচেয়ে কম বয়সি নোবেল জয়ী মালালাকে৷
এছাড়াও মালালাকে নিয়ে টুইটারে অসংখ্য বার্তা এবং ছবি প্রকাশ করা হচ্ছে৷ ইংরেজিতে #মালালাইউসুফজাই ব্যবহার করে পাকিস্তানে শুক্রবার প্রতি মিনিটে গড়ে ২০৪টি করে টুইট পোস্ট করা হয়েছে৷ ‘পাথ ওয়ে টু পিস' টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘‘দুই বছর আগে মালালাকে গুলি করেছিল তালেবান৷ আর আজ সে সবার জন্য অনুপ্রেরণা৷''
পাকিস্তানে যেতে পারেন না মালালা!
পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাইকে অভিনন্দন জানিয়েছেন৷ টুইটার এবং ফেসবুকে পাকিস্তানের অনেকেই মালালাকে নিয়ে গর্ব করছেন৷ কিন্তু বাস্তবতা হচ্ছে, মালালা পাকিস্তানে নিরাপদ নন৷ তাই তালেবানের হামলার শিকার হয়ে দেশত্যাগের পর আর ফিরতে পারেননি নিজের দেশে৷
নিউ ইয়র্কের বাসিন্দা ট্রেসি লি টুইটারে এই বিষয়টি তুলে এনেছেন৷ নেওয়াজ শরীফের অভিনন্দন বার্তার সঙ্গে তিনি ব্রাকেটে লিখেছেন (মালালা এখনো পাকিস্তানে ফিরতে পারছেন না)৷
স্যার রবীন্দ্র জাদেজা লিখেছেন, পাকিস্তানের মাত্র দু'জন নোবেল জয় করেছেন৷ ১৯৭৯ সালে আব্দুস সালাম আর ২০১৪ সালে মালালা ইউসুফজাই৷ দু'জনই পাকিস্তান ত্যাগে বাধ্য হয়েছিলেন৷
উল্লেখ্য, ২০১২ সালের অক্টোবরে পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবান জঙ্গিদের হামলায় গুরুতর আহত হন মালালা ইউসুফজাই৷ খুব কাছে থেকে প্রকাশ্যে মালালার মাথায় গুলি করে এক জঙ্গি৷ এরপর লন্ডনে দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হন তিনি৷ বর্তমানে যুক্তরাজ্যেই বসবাস করছেন মালালা ইউসুফজাই৷
শান্তিতে নোবেল জয়ী জুড়ি – মালালা এবং সত্যার্থী
সবচেয়ে কম বয়সে নোবেল জয় করেছেন মালালা ইউসুফজাই৷ তবে তিনি একা নন, ২০১৪ সালের নোবেল পুরস্কারটি যৌথভাবে তাঁকে এবং ভারতের কৈলাশ সত্যার্থী৷ এই নিয়ে আমাদের ছবিঘর৷
ছবি: Getty Images/AFP
শান্তিতে নোবেল জয়ী মালালা, কৈলাশ
২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয় করেছেন পাকিস্তানের মালালা ইউসুফজাই এবং ভারতের কৈলাস সত্যার্থী৷ নারী অধিকার নিয়ে গোটা বিশ্বের সোচ্চার মালালা ২০১২ সালে তালেবান জঙ্গিদের হামলায় গুরুতর আহত হন৷ মূলত এরপরই আলোচনায় আসেন তিনি৷ অন্যদিকে কৈলাস শিশু অধিকার অ্যাক্টিভিস্ট৷
ছবি: Reuters/Getty Images
সবচেয়ে কম বয়সি মালালা
এখন অবধি নোবেল জয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সি হচ্ছেন মালালা ইউসুফজাই৷ শুক্রবার নোবেল কমিটি যখন তাঁর নাম ঘোষণা করে, তখন তিনি ছিলেন লন্ডনের একটি স্কুলে৷ তাঁর বয়স ১৭ বছর৷ এর আগে ১৯১৫ সালে ২৫ বছর বয়সে পদার্থবিদ্যায় নোবেল জিতেছিলেন স্যার উইলিয়াম লওরেন্স ব্রেগ৷
ছবি: Reuters/L. MacGregor
প্রত্যাশা, প্রাপ্তি
বলাবাহুল্য, মালালার নোবেল জয়ের বিষয়টি অনেকেই প্রত্যাশা করছিলেন৷ বিশেষ করে গতবছর তিনি শান্তিতে নোবেল জয় করবেন বলে ধরে নিয়েছিলেন অনেকেই৷ তবে গতবছর শান্তিতে নোবেল জয় করে ‘অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অফ কেমিকাল উইপনস৷’
ছবি: picture-alliance/AP Photo/S. Walsh
ফ্রিডম পুরস্কারে ভূষিত মালালা
মালালা ইউসুফজাই ইতোমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন৷ ২০১৩ সালে ইউরোপীয় পার্লামেন্টের ‘সাখারভ প্রাইজ ফর ফ্রিডম অফ থট’ পুরস্কারে ভূষিত হন তিনি৷
ছবি: Reuters
‘সবচেয়ে প্রভাবশালীর’ তালিকায় মালালা
২০১৩ সালে টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের ১০০ সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় রয়েছেন মালালা ইউসুফজাই৷ এর আগে ২০১২ সালের ডিসেম্বরে শান্তি এবং মানবিক কর্মকাণ্ড বিষয়ক ‘রোম প্রাইজ’ জয় করেন তিনি৷
ছবি: Reuters
পাকিস্তান সরকারের অভিনন্দন
শান্তিতে নোবেল জয়ের খবর প্রকাশের পর মালালাকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ৷ দেশটির একমাত্র শান্তিতে নোবেল জয়ী মালালা৷
ছবি: picture-alliance/dpa
পাকিস্তানে সমালোচিত মালালা
প্রসঙ্গত, নারী শিক্ষা এবং নারী অধিকার নিয়ে সোচ্চার মালালা বিশ্বজুড়ে সুখ্যাতি অর্জন করছেন৷ তবে নিজের দেশে সমালোচিত তিনি৷ পাকিস্তানের অনেকে মনে করেন, মালালাকে নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে৷
ছবি: Getty Images
নিষিদ্ধ মালালার বই
এমনকি পাকিস্তানের কিছু স্কুলে মালালার লেখা বই ‘আই অ্যাম মালালা’ নিষিদ্ধ করা হয়েছে৷ বেসরকারি স্কুলগুলোর একটি সংগঠন দাবি করেছে, বইটি তরুণ শিক্ষার্থীদের নীতিভ্রষ্ট করতে পারে৷
ছবি: Andrew Cowie/AFP/Getty Images
‘সংগ্রামের স্বীকৃতি’
এদিকে মালালার সঙ্গে নোবেলজয়ী কৈলাশ সত্যার্থী তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, শিশুদের অধিকার নিয়ে আমাদের লড়াইয়ের স্বীকৃতি এই পুরস্কার৷ ৬০ বছর বয়সি কৈলাশ নোবেল কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন৷
ছবি: Ravi Raveendran/AFP/Getty Images
দক্ষিণ এশিয়ার শান্তিতে নোবেল জয়ীরা
উল্লেখ্য, এর আগে ২০০৬ সালে যৌথভাবে শান্তিতে নোবেল জয় করেন বাংলাদেশের অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক৷ আর দক্ষিণ এশিয়ার প্রথম শান্তিতে নোবেল জয়ী হচ্ছেন মিয়ানমারের গণতন্ত্রের মানসকন্যা অং সান সু চি৷