1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালিকের দিকে দৃষ্টি রাখবে নতুন স্মার্টফোন

১৫ মার্চ ২০১৩

মালিকের চোখ কোনদিকে, তা বুঝে সেইমতো কাজ করবে স্যামসাং কোম্পানির হালের স্মার্টফোন ‘গ্যালাক্সি এস-ফোর’৷ নতুন এই প্রযুক্তি হাতেনাতে পরীক্ষা করার জন্য অপেক্ষা করছেন ক্রেতারা৷

ছবি: DON EMMERT/AFP/Getty Images

স্মার্টফোনের জগতে প্রতিযোগিতার অভাব নেই৷ প্রতিনিয়ত নতুন মডেল বাজারে আসছে৷ কী না করা যায় তা দিয়ে! থ্রিজি বা ফোরজি-র মতো দ্রুতগতির ইন্টারনেট সংযোগের কল্যাণে হাতের মুঠোয় স্মার্টফোন দিয়েই সেরে ফেলা যাচ্ছে ইন্টারনেট, ইমেল দেখার কাজ৷ সেইসঙ্গে জিপিএস প্রযুক্তি বলে দিচ্ছে, আপনি কোথায়, আপনার আশেপাশে কী আছে – দোকান-বাজার, সিনেমা-থিয়েটার ইত্যাদি৷

ছবি: Reuters

এবার দক্ষিণ কোরিয়ার স্যামসাং কোম্পানি বাজারে এনেছে ‘গ্যালাক্সি এস-ফোর' স্মার্টফোন৷ উদ্দেশ্য, অ্যাপল-এর আইফোন-কে টেক্কা দেওয়া৷ এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, ফোনই আপনার আচরণের উপর নজর রাখবে এবং সেইমতো নিজেকে মানিয়ে নেবে৷ ধরুন আপনি ফোনের পর্দায় ভিডিও দেখছেন৷ চোখ সরিয়ে নিলেই ফোন নিজে থেকে ‘পজ' হয়ে যাবে৷ ফিরে তাকালে আবার ভিডিও চলতে শুরু করবে৷

আশ্চর্য এই প্রযুক্তির নাম ‘আই মোশন টেকনোলজি'৷ বিশাল ৫ ইঞ্চির পর্দায় হাই-ডেফিনেশন মানের ঝকঝকে ছবিও ফুটিয়ে তুলছে নতুন এই স্মার্টফোন৷ কথা শুনে ৯টি ভাষায় চটজলদি অনুবাদও করে দেবে মানুষের এই বাহনটি৷ মালিকের স্বাস্থ্যের দিকেও নজর রাখতে পারবে এই ফোন৷ বিশেষ সেন্সরের মাধ্যমে ব্যয়াম, খাওয়াদাওয়া, হার্ট-রেট ও ফিটনেস-এর বিভিন্ন বিষয় বিশ্লেষণ করতে পারে ‘গ্যালাক্সি এস-ফোর'৷

এপ্রিল মাসের শেষে একইসঙ্গে ১৫৫টি দেশে বাজারে আসতে চলেছে ‘গ্যালাক্সি এস-ফোর'৷ তার আগেই এই ফোনকে ঘিরে আগ্রহের শেষ নেই৷

এসবি/জেডএইচ (এএফপি/এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ