1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালিক নারী

অ্যান্ড্রু ওয়াসিকে / জেডএইচ১০ এপ্রিল ২০১৩

বাংলাদেশে যেমন তৈরি পোশাক খাতে বিপুল সংখ্যক নারীশ্রমিক কাজ করেন, তেমনি কেনিয়াতে প্রায় আশি ভাগ খামারে চাষবাস করেন নারীরা৷ বিশ্বব্যাংক দিয়েছে এই তথ্য৷

Woman prepares maize field Consolata Nyaga, a smallholder farmer on the slopes of Mt Kenya, in the district of Embu, prepares her maize plot for planting. She does this all by hand using a hoe, and it is hard work. Her farm, or “garden”, consists of a hectare and a quarter of land, and includes milk cows, coffee, bananas, and beans. However, the most important crop is the half hectare of improved maize she grows every season.
ছবি: CC-BY-SA-cimmyt

কিন্তু সমস্যা হচ্ছে, প্রায় অর্ধেক নারীই এসব খামারের মালিক নন৷ মালিক হচ্ছেন তাঁদের স্বামীরা, যারা চাকরির আশায় গ্রাম ছেড়ে শহরে গিয়ে থাকছেন৷

জমির মালিকানা না থাকায় নারীদের নানান সমস্যায় পড়তে হচ্ছে৷ যেমন তাঁরা কোনো সমিতির সদস্য হতে পারছেন না৷ অথচ সেটা সম্ভব হলে ফসল উৎপাদন ও বিক্রি বাড়াতে সমিতি থেকে প্রয়োজনীয় পরামর্শ পেতে পারতেন তাঁরা৷

প্রায় অর্ধেক নারীই এসব খামারের মালিক ননছবি: Andrew Wasike

এছাড়া জমির মালিকানা না থাকার কারণে ব্যাংক থেকে ঋণও পাওয়া যাচ্ছে না৷ ফলে উৎপাদন বাড়াতে নতুন প্রযুক্তি কেনা এবং অন্য কারও সাহায্য নেয়ার মতো সুযোগ পাচ্ছেন না নারী কৃষকরা৷

২০১০ সালে সংবিধান সংশোধন করে নারীদের সমানাধিকার দেয়া হয়েছে৷ ফলে এখন তাঁরা উত্তরাধিকার সূত্রে জমি পেতে পারেন এবং জমির মালিকও হতে পারেন৷

কিন্তু এই সংশোধিত আইন সম্পর্কে গ্রামের লোকজন এখনো তেমন কিছু জানে না৷ ফলে অবস্থার খুব একটা উন্নতি হয়৷

তবে নারী কৃষকদের ভাগ্য পরিবর্তনে সরকারের পক্ষ থেকে কিছু উদ্যোগ নেয়া হয়েছে৷ কেনিয়ার কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ওবওবা কিপ্রোটিচ বলছেন, নতুন প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ দেয়া হচ্ছে নারী কৃষকদের৷ এছাড়া তাঁরা যেন উৎপাদিত ফসলের সঠিক বাজার খুঁজে পান সেই ব্যবস্থা করা হচ্ছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ