1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিআফ্রিকা

মালিতে অভ্যুত্থানের নেতাই অন্তর্বর্তী প্রেসিডেন্ট

২৯ মে ২০২১

মালির সাংবিধানিক আদালত দেশটির সাম্প্রতিক অভ্যুত্থানের নেতা আসিমি গোইটাকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছে৷ গত বছর আগস্টে তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইটার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানেও নেতৃত্বে ছিলেন তিনি৷

Mali Oberst Assimi Goita, neuer Übergangspräsident
ছবি: Xinhua/imago images

চলতি সপ্তাহে, মালিতে নতুন করে সামরিক অভ্যুত্থানেরনেতৃত্ব দেন গোইটা৷ অভ্যুত্থানের আগে, তিনি দেশটির উপ-রাষ্ট্রপতি ছিলেন৷

মালির রাজধানী বামাকোতে অবস্থিত সাংবিধানিক আদালত আসিমি গোইটার নাম অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করলে সেই পদের শপথ নেন গোইটা৷

এর আগে, গত বছর আগস্টেতৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইটার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানেও নেতৃত্বে ছিলেন গোইটা৷ সেই সময় প্রেসিডেন্ট হন সদ্য অপসারিত বাহ এন-দাও৷ সোমবার গোইটার নির্দেশে এন-দাও ও প্রধানমন্ত্রী মোক্তার ওউয়ানে গ্রেপ্তার হন৷

বুধবার গ্রেপ্তার হওয়া দুই নেতাই পদত্যাগ করেন ও মুক্তি পান৷

শুক্রবার মালির শীর্ষ আদালত জানায় দেশে নেতৃত্বের সর্বোচ্চ আসনে, অর্থাৎ প্রেসিডেন্ট পদে বসবেন গোইটা৷ ‘‘অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে রাষ্ট্রের প্রধান'' হবেন গোইটা এবং ‘‘রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়া নিশ্চিত'' করবেন তিনি, জানায় আদালত৷

ইকোওয়াসের সাথে গোইটার বিরোধ

এন'দাও ও ওউয়ানের অপসারণ নতুন করে মালির গণতান্ত্রিকীকরণে আঘাত হেনেছে৷ ফেব্রুয়ারিতে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি৷

গোইটার নেতৃত্বকে ইকোওয়াস বা ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান ষ্টেটস ভালো চোখে দেখছে না৷ ইকোওয়াসের পরামর্শ ছিল গত অভ্যুত্থানের পরেই ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক সরকার গঠনের পক্ষে৷

গত অক্টোবরে ইকোওয়াসের সাথে মালির একটি সমঝোতা হয়৷ সে অনুযায়ী, দেশটিতে কোনো ভাবেই উপ-রাষ্ট্রপতির হাতে ক্ষমতা তুলে দেওয়া যাবে না৷

কিন্তু শুক্রবার ইকোওয়াসের সদস্য রাষ্ট্রগুলির প্রধানদের একটি বৈঠকের পরেই মালির আদালত সিদ্ধান্ত ঘোষণা করে৷

গত কয়েক মাস ধরে মালিতেসামরিক শাসন চলছে৷ এতে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে ‘ইসলামিস্ট‘ বিদ্রোহী গোষ্ঠীদের সরানোর প্রক্রিয়া৷

নতুন প্রধানমন্ত্রী

শুক্রবার গোইটা জানান, আগামী কয়েক দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন তিনি৷ এই পদে একজন বলিষ্ঠ নেতাকে দেখতে চান বলেও উল্লেখ করেন গোইটা৷

তিনি বলেন, ‘‘আগামী কয়েকদিনের মধ্যে যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি বিভিন্ন গোষ্ঠীগুলোর সাথে আলোচনা করবেন৷''

নতুন নেতৃত্বকে রাশিয়ার আহ্বান

এন'দাও ও ওউয়ানের মুক্তিকে সাধুবাদ জানিয়েছে রাশিয়া৷ এছাড়া, দেশটির বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর সাথে আলোচনা করার পরামর্শ দিয়েছে রাশিয়া৷

শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘‘মালিতে সংহতি ও স্থিতিশীলতার পরিবেশ আনতে আমরা সব রাজনৈতিক গোষ্ঠীদের আলোচনার মাধ্যমে সমাধান বেছে নিতে আহ্বান জানাচ্ছি৷''

মালির পরিস্থিতিকে খতিয়ে দেখছে বলেও জানিয়েছে তারা৷ দেশটির নেতৃত্বকে ইকোওয়াসের সাথে সংঘবদ্ধভাবে কাজে ফেরারও আহ্বান জানিয়েছে রাশিয়া৷

এর আগে, সামরিক বাহিনী ও রাশিয়ার পক্ষের মালির সমর্থকরা মালির রাজপথে অবস্থান নেন ৷ ফ্রান্সের বিরুদ্ধে স্লোগান ছাড়াও মিছিলে তারা রাশিয়ার পক্ষে স্লোগান দেন৷

সোভিয়েত যুগ থেকেই আফ্রিকার বিভিন্ন দেশে রাশিয়ার প্রভাব রয়েছে৷ এর আগে, ইকোওয়াস ও আফ্রিকান ইউনিয়নের মতো রাশিয়াও মালিকে আহ্বান জানিয়েছিল ‘গণতান্ত্রিক নির্বাচনের' দিকে হাঁটতে৷

এসএস/এফএস (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ