1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সন্ত্রাসবাদমালি

মালিতে জেহাদি হামলায় ১৫ সেনা-সহ মৃত ৬৪

৮ সেপ্টেম্বর ২০২৩

মালিতে বৃহস্পতিবার দুইটি হামলা চালায় জেহাদিরা। সেনা শিবিরে এবং নাইজার নদীতে যাত্রীবাহী নৌকায়।

গাওতেই সন্ত্রাসী হামলায় মোট ৬৪ জনের মৃত্যু হয়েছে।
মালির গাওতে সেনার প্রহরা। ছবি: KENZO TRIBOUILLARD/AFP/Getty Images

নৌকায় হামলায় ৪৯ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। আর উত্তর গাও অঞ্চলে একটি সেনা শিবিরে জেহাদিদের হামলায় ১৫ জন সেনা জওয়ান মারা গেছেন।

সরকার জানিয়েছে, জেএনআইএম এই হামলার দায় স্বীকার করেছে। তারা হলো আল কায়দার সঙ্গে যুক্ত বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর জোট।

সরকার দাবি করেছে, সেনাও পাল্টা গুলি চালায়। তাতে ৫০ জন আক্রমণকারী মারা গেছে।

এখনো পর্যন্ত যা জানা গেছে

সেনা জানিয়েছে, টিমবাকটুর কাছে নাইজার নদীর উপরে নৌকায় সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করে। তারা তিনটি রকেট ছোড়ে।

গত অগাস্ট থেকে সন্ত্রাসীরা টিমবাকটুকে অবরুদ্ধ করে রেখেছে। তারা সেখানে সেনাকে আসতে দিচ্ছে না। খাবারদাবারও পাঠাতে দিচ্ছে না।

সরকারের অনুরোধে মালি থেকে জাতিসংঘ ১৭ হাজার সান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার করে নিচ্ছে। তখনই এই আক্রমণ হলো। এই বছরের শেষে শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার শেষ করবে জাতি সংঘ।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ